এই লেখাটি ইংরেজিমালয়লামেও পড়তে পারেন।

কাফা নেশনস কাপে সাফল্য এখন অতীত। এ বার সামনের দিকে তাকানোর পালা ভারতীয় দলের। সে জন্য সম্ভাব্য দল ঘোষণা করে প্রস্তুতি শিবির শুরুর ঘোষণাও করে দিয়েছেন ভারতীয় দলের কোচ খালিদ জামিল।

তাঁর নজর এখন আসন্ন এএফসি এশিয়ান কাপ বাছাই পর্বের চূড়ান্ত রাউন্ডের দিকে, যেখানে অক্টোবরে ভারত পরপর দু’বার মুখোমুখি হবে সিঙ্গাপুরের। খালিদ জামিলের দল প্রথমে ৯ অক্টোবর সিঙ্গাপুর সফরে যাবে অ্যাওয়ে ম্যাচ খেলতে।

বেঙ্গালুরুতে এক সংবাদ সম্মেলনে খালিদ স্বীকার করেছেন যে বাইরে খেলা কঠিন চ্যালেঞ্জ হবে। তবে তিনি দলের ছেলেদের প্রস্তুতিতে নিজেদের সেরাটা দিতে অনুরোধ করেন। বলেন, “একটা কঠিন অ্যাওয়ে ম্যাচ হতে চলেছে। আমাদের ভালভাবে প্রস্তুতি নিতে হবে এবং ইতিবাচক ফল পেতে যথাসাধ্য চেষ্টা করতে হবে”।

খালিদ জামিলের অধীনে প্রথমবার খেলতে নামা ভারতীয় দল তাজিকিস্তানে দুর্দান্ত পারফরম্যান্স দেখায়। টুর্নামেন্টের উদ্বোধনী ম্যাচে তারা ফিফা ক্রমতালিকায় ২৭ ধাপ ওপরে থাকা আয়োজক দেশ তাজিকিস্তানকে - গোলে হারিয়ে চমকে দেয়, তাদের চেয়ে ৫৪ ধাপ ওপরে থাকা ওমানের বিরুদ্ধে তৃতীয় স্থান নির্ধারক ম্যাচেও জিতে তিন নম্বর জায়গাটা অর্জন করে ভারত। তবে ইরানের কাছে ০-৩ ব্যবধানে হারে এবং আফগানিস্তানের বিপক্ষে ড্র করে। তৃতীয় স্থান নির্ধারক ম্যাচে ভারত ওমানকে পেনাল্টিতে হারিয়ে ব্রোঞ্জ পদক জেতে।

প্রধান কোচ জামিল কাফায় তাঁর খেলোয়াড়দের দলীয় প্রচেষ্টার প্রশংসা করেন। বলেন, “কাফা নেশনস কাপ আমাদের ছেলেদের চারিত্রিক দৃঢ়তা প্রকাশ করার এক দারুণ মঞ্চ ছিল। এখন আমাদের পুরো মনোযোগ এএফসি এশিয়ান কাপ বাছাইপর্বে সিঙ্গাপুরের বিরুদ্ধে ম্যাচে”।

ভারতীয় দলের অভিজ্ঞ সেন্টার-ব্যাক সন্দেশ ঝিঙ্গন কাফা নেশনস কাপে ইরানের বিরুদ্ধে ম্যাচে নেমে চোয়ালে চোট পেয়েছিলেন। ঝিঙ্গনের অবস্থা জানতে চাইলে কোচ বলেন, “সন্দেশ পরের ম্যাচে খেলার জন্য তৈরি হয়ে যাবে”।

পাশাপাশি জাতীয় দলে সুনীল ছেত্রী-সম্ভাব্য প্রত্যাবর্তন নিয়েও তিনি আশাবাদী। সুনীল প্রসঙ্গে তিনি বলেন, “সুনীল গত বছর ভাল খেলেছে। তাই আমি মনে করি, ওকে আরেকবার সুযোগ দেওয়ার এটাই সঠিক সময়। সে জন্যই ওকে প্রস্তুতি শিবিরে ডেকেছি”।

তিনি দায়িত্ব নেওয়ার আগে জাতীয় দলে না থাকলেও, খালিদ কোচের দায়িত্বে আসার সঙ্গে সঙ্গেই অভিজ্ঞ গোলকিপার গুরপ্রীত সিং সান্ধুকে ফের ভারতীয় দলে ডাকেন। প্রধান কোচ এই অভিজ্ঞ গোলরক্ষকের দীর্ঘদিনের ক্লাব ও দেশের হয়ে অসামান্য অবদান এবং কাফায় অসাধারণ পারফরম্যান্সের ভূয়সী প্রশংসা করেছেন।

তিনি বলেন “গুরপ্রীতের ওপর আমার ভরসা আছে। ও একজন ভাল খেলোয়াড় এবং যথেষ্ট অভিজ্ঞও। আমাদের ওকে প্রয়োজন। আমি দীর্ঘদিন ধরে ওর পারফরম্যান্স লক্ষ্য করছি। তাই ওকে প্রশিক্ষণ দেওয়ার সুযোগ পাওয়া আমার কাছে আনন্দের”।

পড়ুন: এশিয়ান কাপ বাছাই পর্বে সম্ভাব্য দল ঘোষণা খালিদ জামিলের

সিঙ্গাপুর ম্যাচের আগে ভারতের এএফসি অনূর্ধ্ব ২৩ এশিয়ান কাপ বাছাই পর্বের দলের ন’জন খেলোয়াড়কে শিবিরে ডেকেছেন খালিদ। সম্প্রতি নজর কেড়েছেন, এমন ফুটবলার যেমন মহম্মদ সুহেল, মহম্মদ আইমেন, এবং ভিবিন মোহনন সম্ভাব্য দলে জায়গা পেয়েছেন। প্রধান কোচ এই খেলোয়াড়দের নিয়ে আশাবাদী। তিনি বলেন, “ভাল খেললে সেই খেলোয়াড়দের সুযোগ দেওয়াই উচিত অনূর্ধ্ব ২৩ খেলোয়াড়রা ভাল এবং আমরা অবশ্যই ওদের বেছে নেব”।