কাফা নেশনস কাপ: তৃতীয় স্থান দখলের জন্য ভারতের লড়াই কার বিরুদ্ধে?
বৃহস্পতিবার আফগানিস্তানের বিরুদ্ধে ড্র করার পর তৃতীয় স্থান নির্ধারক ম্যাচে জায়গা নিশ্চিত করে ভারত। তাদের যোগ্যতা নিশ্চিত হয় ইরান ও তাজিকিস্তানের মধ্যে ম্যাচ ড্র হওয়ার পর।

কাফা নেশনস কাপ ২০২৫-এর তৃতীয় স্থান নির্ধারক ম্যাচে ওমানের মুখোমুখি হবে ভারত। সোমবার ভারতীয় সময় বিকেল সাড়ে পাঁচটায় তাজিকিস্তানের হিসোর সেন্ট্রাল স্টেডিয়ামে হবে এই ম্যাচ।
টুর্নামেন্টের গ্রুপ এ-তে সমান পয়েন্ট অর্জন করেও উজবেকিস্তানের পিছনে দ্বিতীয় স্থানে থেকে গ্রুপ পর্ব শেষ করে ওমান। এখন পর্যন্ত টুর্নামেন্টে অপরাজিত রয়েছে তারা। সোমবারের ম্যাচেও এই অপরাজিত অভিযানের ধারাবাহিকতা বজায় রেখে সফল ভাবে টুর্নামেন্ট শেষ করতে চাইবে বিশ্বের ৭৯ নম্বর ফুটবল খেলিয়ে দেশটি। অন্যদিকে, ফাইনালে উজবেকিস্তান মুখোমুখি হবে গ্রুপ বি-র সেরা দল ইরানের।
#KhalidJamil’s #BlueTigers march into the 3rd place playoff of the #CAFANationsCup2025! 👊🇮🇳#AFGIND #IndianFootball #BackTheBlue pic.twitter.com/ExUOFYls5a
— Indian Super League (@IndSuperLeague) September 4, 2025
বৃহস্পতিবার আফগানিস্তানের বিরুদ্ধে গোলশূন্য ড্র করার পর তৃতীয় স্থান নির্ধারক ম্যাচে জায়গা নিশ্চিত করে ভারত। তাদের যোগ্যতা নিশ্চিত হয় ইরান ও তাজিকিস্তানের মধ্যে ম্যাচ ২-২ ড্র-এর পর।
খালিদ জামিলের দল গ্রুপ পর্ব শেষ করে তিন ম্যাচ থেকে চার পয়েন্ট নিয়ে—একটি জয়, একটি ড্র এবং একটি হার দিয়ে। ইরান সাত পয়েন্ট নিয়ে গ্রুপের শীর্ষে থেকে শেষ করে। অন্যতম আয়োজক তাজিকিস্তানও চার পয়েন্ট পেলেও গ্রুপ পর্বে ভারতের কাছে হেরে যাওয়ায় তাদের চেয়ে পিছিয়ে পড়ে। কারণ প্রথম ম্যাচে ব্লু টাইগাররা তাদের বিরুদ্ধে ২-১-এ জয় পেয়েছিল। আফগানিস্তান কোনও জয় ছাড়াই মাত্র এক পয়েন্ট নিয়ে টুর্নামেন্ট থেকে বিদায় নেয়।
খালিদ জামিলের দলের কাছে এই প্লে-অফ লড়াই টুর্নামেন্টের তৃতীয় সেরার খেতাব জিতে শেষ করার সুযোগ। অন্যদিকে, ওমান তাদের অপরাজিত দৌড় বজায় রাখার জন্য মরিয়া হয়ে উঠবে, যাতে এই টুর্নামেন্ট তাদের কাছে স্মরণীয় হয়ে থাকে।