ভারতীয় ফুটবলপ্রেমীদের নজর কেড়েছে ইন্ডিয়ান সুপার লিগফুটবল এখন আর শুধু স্টেডিয়ামে বা টিভিতে খেলা দেখার মধ্যেই সীমাবদ্ধ নয়। আজকের দিনে খেলোয়াড়রা নানা উপায়ে সমর্থকদের সঙ্গে সম্পর্ক তৈরি করতে পারেন।ইনস্টাগ্রাম তার মধ্যে অন্যতম বড় একটি প্ল্যাটফর্ম হয়ে উঠেছে।

তাদের প্রিয় তারকাদের ফলো করার জন্য ভক্তদের কাছে সবচেয়ে সহজ উপায় হয়ে উঠেছে ইনস্টা। মাঠের বাইরে তারা কী করছেন তা জানার, এমনকী ছোট ছোট ব্যক্তিগত আপডেট পাওয়ার জন্য এটিই সেরা উপায়। এতে খেলোয়াড় আর সমর্থকদের মধ্যে সম্পর্ক আরও গাঢ় হয়।

এই প্রতিবেদনে দেখে নেওয়া যাক ইনস্টাগ্রামে সবচেয়ে বেশি ফলোয়ার বা অনুসারী থাকা যে আইএসএল তারকারা রয়েছেন, তাদের মধ্যে সবচেয়ে জনপ্রিয় কারা এবং কেন তাঁরা ভক্তদের এত জনপ্রিয়

১) সুনীল ছেত্রী ৭৭ লক্ষ

অনুসারীর সংখ্যার দিক থেকে একেবারেই অন্য স্তরে আছেন তিনি৭ মিলিয়নেরও বেশি ফলোয়ার তাঁর বর্তমানে যে কোনও আইএসএল খেলোয়াড়ের থেকে অনেকটাই এগিয়েসুনীল ছেত্রী। ৪০ বছর বয়সেও তিনি এখনও ক্লাব ও দেশের জার্সিতে গোল করছেন, আর ভক্তরাও তাঁর কোনও পোস্ট মিস করতে চান না।

তাঁর পোস্টগুলো সব সময় ভক্তদের হৃদয়ে নাড়া দেয়— হোক সে কোনও বড় জয় উদযাপন করা কিংবা ক্লাব ও দেশের হয়ে কঠিন হারের পর নিজের মনোভাব ভাগ করে নেওয়া। তিনি কখনও নিজের অনুভূতি প্রকাশ করতে পিছপা হন না, আর এই সততাই তাঁকে আলাদা করে তোলে।

২) গুরপ্রীত সিং সান্ধু ১৯ লক্ষ

ভারতের অন্যতম সেরা গোলরক্ষকগুরপ্রীত সিং সান্ধুর বড়সড় আয়তনের ভক্ত-সমর্থক মহল রয়েছে। প্রায় ২০ লক্ষ ফলোয়ারসহ তাঁর অ্যাকাউন্টে সিরিয়াস এবং হালকা মেজাজের কনটেন্টের সুন্দর মিশ্রণ পাওয়া যায়

মাঠে তিনি থাকেন একেবারে মনোযোগী, কিন্তু ইনস্টাগ্রামে তাঁর অন্য দিকটা ধরা দেয়—হালকা-ফুলকা ক্যাপশন, মজার মন্তব্য আর নেপথ্যের কিছু মুহূর্তের পোস্ট, যা তাঁর ব্যক্তিত্বকে সামনে আনে। ভক্তরা এই বৈপরীত্য উপভোগ করেন, আর এই বৈশিষ্ট্যই তাঁকে অনুসরণীয় করে তোলে।

৩) সহাল আবদুল সামাদ কোটি ৩০ লক্ষ

ভারতীয় ফুটবলেসহাল আবদুল সামাদ সব সময়ই অন্যতম জনপ্রিয় খেলোয়াড়কেরালা ব্লাস্টার্স এফসি-র হয়ে খেলে তিনি তুমুল জনপ্রিয়তা অর্জন করেছিলেন, তবে এখন তিনি খেলছেনমোহনবাগান সুপার জায়ান্টের হয়ে, যেখানে তিনি ইতিমধ্যেই দু’বার লিগ শিল্ড এবং একবার আইএসএল কাপ জিতেছেন

কেরালা ব্লাস্টার্স ছেড়ে দেওয়ার পরও ভক্তরা তাঁকে বিপুল সংখ্যায় ফলো করে যাচ্ছেন। তাঁর ইনস্টাগ্রাম বেশিরভাগই ফুটবলকেন্দ্রিক, তবে তাঁর শান্ত ও বিনয়ী স্বভাব পোস্টগুলোর মাধ্যমেও স্পষ্ট হয়ে ওঠে। সেই কারণেই তিনি আজও সমানভাবে প্রশংসিত। সে ব্লাস্টার্স হোক কিংবা মোহনবাগান সমর্থকদের কাছে।

) রাহুল কে.পি – ৭.৬৬ লক্ষ ফলোয়ার

কেরালা-জাত আরেকজন খেলোয়াড়,রাহুল কেপি, খুব দ্রুতই নিজের ফলোয়ার তৈরি করেছেন ইনস্টাগ্রামে। তাঁকে অনুসরণ করছেন প্রায় ৭ লক্ষ ৬৬ হাজার ভক্ত। ঝকঝকে আক্রমণভিত্তিক খেলার জন্য পরিচিত রাহুল প্রথমে কেরালা ব্লাস্টার্স এফসি-তে যোগ দেন এবং পরে তিনি যোগওডিশা এফসি-তে।

রাহুলের ইনস্টাগ্রামে শুধু ফুটবলের ঝলকই নয়, তার বাইরের বিষয়ও ধরা দেয়। তিনি প্রায়ই ভক্তদের নিজের ব্যক্তিগত জীবন, ভ্রমণ এবং মাঠের বাইরে কাটানো মুহূর্তগুলির বিভিন্ন ঝলক দেখান। এই কারণেই তরুণ ভক্তদের মধ্যে তিনি বিশেষ জনপ্রিয় কারণ, তাঁরা তাঁদের প্রিয় খেলোয়াড়ের দুই দিকই দেখতে পান।

৫) আদ্রিয়ান লুনা – ৬.৪৫ লক্ষ ফলোয়ার

কেরালা ব্লাস্টার্স এফসি-র অধিনায়কআদ্রিয়ান লুনা সেরা পাঁচে একমাত্র বিদেশি খেলোয়াড়। ৬.৪৫ লক্ষ ফলোয়ার নিয়ে তিনি প্রমাণ করেছেন কেবিএফসি ভক্তরা তাঁকে কতটা ভালবাসেন। ২০২১ সালে ক্লাবে যোগ দেওয়ার পর থেকে লুনা দলটির মুখ হয়ে উঠেছেন এবং এখন তিনি তাদের দীর্ঘতম সময় ধরে খেলা বিদেশি ফুটবলার।

তাঁর ইনস্টাগ্রামে সবচেয়ে চোখে পড়ে ভক্তদের সঙ্গে তাঁর যোগাযোগ। প্রতিটি বড় জয়ের পর তিনি ভক্তদের ধন্যবাদ জানাতে ভোলেন না, আর এই মনোভাবই সমর্থকদের সঙ্গে তাঁর সম্পর্ক আরও মজবুত করেছে। ব্লাস্টার্স ভক্তদের কাছে লুনা শুধুমাত্র একজন বিদেশি খেলোয়াড় নন, তিনি পরিবারের একজনও