পেনাল্টি মানেই গোল: আইএসএলের সবচেয়ে নির্ভরযোগ্য স্পট-কিক বিশেষজ্ঞরা
পেনাল্টির বাঁশি বাজলেই যাঁদের দিকে নজর পড়ে সারা স্টেডিয়ামের, সেই তারকারা সংখ্যায় খুব বেশি নেই। এমন নির্ভরযোগ্য পেনাল্টি-বিশেষজ্ঞ সহজে পাওয়া যায় না।

ফুটবলে পেনাল্টিকে প্রায়ই একটি নিশ্চিত গোলের সমান ধরা হয়। দর্শকদের চোখে পেনাল্টি ও গোলের মধ্যে পার্থক্য সামান্য মনে হতে পারে, কিন্তু মাঠে তা একেবারে অন্য রকম। পেনাল্টি আসলে একজন খেলোয়াড়ের মানসিক দৃঢ়তা ও তাঁর দক্ষতার কঠিন পরীক্ষা।
পেনাল্টি হল একেবারে খাঁটি এবং সরাসরি চ্যালেঞ্জ, যা একজন ফুটবলার ও গোলরক্ষকের মুখোমুখি লড়াই। শক্তি, নিখুঁত প্লেসমেন্ট এবং গোলকিপারের মন বোঝার ক্ষমতা—এই সব কিছুর নিখুঁত সমন্বয়ই কয়েক সেকেন্ডের মধ্যে একটি সফল পেনাল্টি কিক-কে গোলে রূপান্তরিত করে।
এই প্রচণ্ড চাপের পরীক্ষায় সবাই পারদর্শী হয় না। এই কারণেই প্রত্যেক দলে দু-একজন পেনাল্টি বিশেষজ্ঞ তৈরি থাকেন, যারা এই কাজটি সফল ভাবে করতে পারে, যা বাইরে থেকে সহজ মনে হলেও বাস্তবে মোটেই তেমন নয়।
বছরের পর বছর ধরে ইন্ডিয়ান সুপার লিগ-এ এমন কিছু ফুটবলারদের দেখা গিয়েছে, যাঁরা নিয়মিতভাবে এই চাপ নিখুঁত ভাবে কাটিয়ে উঠে পেনাল্টিকে গোলে রূপান্তরিত করেছেন। এই প্রতিবেদনে আইএসএল ইতিহাসে পেনাল্টি থেকে সবচেয়ে বেশি গোল করা ফুটবলারদের নিয়ে আলোচনা করা হয়েছে।
- পেনাল্টি নিয়েছেন: ২৬
- গোল করেছেন: ২১
- সাফল্যের হার: ৮০.৮%
সুনীল ছেত্রী মানেই ভরসা। চাপের মুহূর্তে তিনি বারবার নিজেকে প্রমাণ করেছেন। তাঁর পেনাল্টি নেওয়ার পদ্ধতি, মেপে নেওয়া রান-আপ, গোলকিপারের গতিবিধি লক্ষ্য করা, সব শেষে নিখুঁত শট—এ সবই তাঁকে আইএসএলের সেরা পেনাল্টি টেকারদের একজন করেছে। ২০২২–২৩ মরশুমের ফাইনালে মোহনবাগান সুপার জায়ান্টের বিপক্ষেও তিনি পেনাল্টি থেকে গোল করেন।
- পেনাল্টি নিয়েছেন: ১৪
- গোল করেছেন: ১২
- সাফল্যের হার: ৮৫.৭%
শক্তি, বুদ্ধিদীপ্ত প্লেসমেন্ট, নিখুঁত ফিনিশ এবং দ্বিধাহীন শট—মরিসিওর পেনাল্টিগুলিতে নেই কোনও বাড়তি চেষ্টা। কেবলই বরফ-শীতল স্নায়ু। ওড়িশা এফসি-র কিংবদন্তি এই স্ট্রাইকারের আত্মবিশ্বাসী শটগুলি প্রতিপক্ষ গোলকিপারদের জন্য দুঃস্বপ্ন।
- পেনাল্টি নিয়েছেন: ১১
- গোল করেছেন: ১০
- সাফল্যের হার: ৯০.৯%
রয় কৃষ্ণা যদিও একাধিকবার ক্লাব পরিবর্তন করেছেন, তবুও তাঁর গোল করার ধারাবাহিকতা অপরিবর্তিত থেকেছে। এটিকে, মোহনবাগান, বেঙ্গালুরু এফসি এবং ওড়িশা এফসি-র হয়ে খেলে তিনি নিজেকে এক মারাত্মক পেনাল্টি-তারকা হিসেবে প্রমাণ করেছেন। তাঁর ঠাণ্ডা মাথার উপস্থিতি ও নিখুঁত কর্যকারিতা তাঁকে আইএসএল ইতিহাসের অন্যতম নির্ভরযোগ্য পেনাল্টি গোলদাতায় পরিণত করেছে।
- পেনাল্টি নিয়েছেন: ১০
- গোল করেছেন: ৯
- সাফল্যের হার: ৯০%
নাইজেরিয়ান ফরোয়ার্ড ওগবেচে যেখানেই খেলেছেন—সে নর্থইস্ট ইউনাইটেড, কেরালা ব্লাস্টার্স, মুম্বই সিটি হোক অথবা হায়দরাবাদ এফসি—সেখানেই গোল করেছেন। তাঁর পেনাল্টিগুলিতে থাকে আত্মবিশ্বাসী দৌড়, নিয়ন্ত্রিত ব্যাকলিফট এবং নিখুঁত শট। চাপের মুখে তাঁর স্থিরতা ও নির্ভুলতা তাঁকে অনন্য করে তুলেছে।
- পেনাল্টি নিয়েছেন: ১০
- গোল করেছেন: ৮
- সাফল্যের হার: ৮০%
নীরবে নিজের কাজ করে যাওয়া ক্লেটন সিলভা আইএসএলের অন্যতম নির্ভরযোগ্য পেনাল্টি-তারকা। তাঁর পেনাল্টিগুলিতে থাকে শক্তিশালী শট, সঠিক জায়গায় প্লেসমেন্ট এবং আত্মবিশ্বাসের ছাপ।
পেনাল্টিতে একশো শতাংশ সাফল্য যাঁদের
এই খেলোয়াড়রা সংখ্যায় হয়তো শীর্ষে নেই। কিন্তু তাঁরা যখনই পেনাল্টি নিয়েছেন, গোল করেই ফিরেছেন—নিঃসন্দেহে এটি এক ভিন্নস্তরের কৃতিত্ব।
ফেরান কোরোমিনাস (৮ পেনাল্টিতে ৮ গোল), উইলমার জর্ডান গিল (৭-এ ৭), মানুয়েল নাজরোতে (৬-এ ৬), দিমিত্রিয়স দিয়ামান্তাকস (৬-এ ৬), দিমিত্রিয়স পেট্রাটস (৬-এ ৬)।