ইন্ডিয়ান সুপার লিগ (আইএসএল)-এর দল জামশেদপুর এফসি ছাড়লেন খালিদ জামিল। এ বার প্রধান কোচ হিসেবে ভারতের জাতীয় দলের দায়িত্ব নেবেন তিনি। অল ইন্ডিয়া ফুটবল ফেডারেশন (এআইএফএফ)-এর সঙ্গে দু'বছরের চুক্তি করেছেন, যা আরও এক বছর বাড়তে পারে।

জামিলের নেতৃত্বে জামশেদপুর এফসি ২০২৫ সালের কলিঙ্গ সুপার কাপের ফাইনালে, ২০২৪–২৫ মরশুমের আইএসএল ও ২০২৪ সালের কলিঙ্গ সুপার কাপের সেমিফাইনালে এবং সর্বশেষ চলতি ডুরান্ড কাপে কোয়ার্টার-ফাইনালে পৌঁছেছে।

"এটি আমাদের ক্লাব, খেলোয়াড়, কর্মী, সমর্থক এবং ভারতীয় ফুটবল মহলের জন্য গর্বের মুহূর্ত। কারণ, একজন ভারতীয় কোচ দেশকে এএফসি এশিয়ান কাপের যোগ্যতা অর্জনের পথে নেতৃত্ব দেবেন। আমরা বিশ্বাস করি, এই দায়িত্ব তাঁর মতো যোগ্য কাঁধেই ভরসা করে দেওয়া যায়," বুধবার এক বিবৃতিতে জানিয়েছে জামশেদপুর এফসি।

জামিলের প্রথম পরীক্ষা সিএএফএ (কাফা) নেশনস কাপে অংশগ্রহণ, যেখানে গ্রুপ 'বি'-তে ভারত মুখোমুখি হবে আয়োজক তাজিকিস্তান (২৯ আগস্ট), ইরান (১ সেপ্টেম্বর) এবং আফগানিস্তান (৪ সেপ্টেম্বর)-এর।

অক্টোবরের ফিফা উইন্ডোতে ভারত দুটি গুরুত্বপূর্ণ এএফসি এশিয়ান কাপ বাছাইপর্বের ম্যাচ খেলবে সিঙ্গাপুরের বিরুদ্ধে, ৯ ও ১৪ অক্টোবর

ফেডারেশনের সঙ্গে চুক্তি স্বাক্ষরের পর জামিল বলেন, "আমি একদিকে যথেষ্ট গর্বিত, অন্যদিকে নিজেকে খুব সৌভাগ্যবান বলে মনে করি। কারণ, আমাকে জাতীয় দলের কোচের দায়িত্ব দেওয়া হয়েছে। এত বছর ধরে আমি ভারতীয় খেলোয়াড়দের প্রশিক্ষণ দেওয়ার সুযোগ পেয়েছি, এবং তাদের শক্তি ও দুর্বলতাগুলো ভালভাবে জেনেছি। এই অভিজ্ঞতা আমাদের কাফা নেশনস কাপ এবং আসন্ন গুরুত্বপূর্ণ এশিয়ান কাপ বাছাইপর্বে সিঙ্গাপুর ম্যাচের প্রস্তুতিতে অত্যন্ত গুরুত্বপূর্ণ হবে"।