টানা দুই হারের পর ফের সুপার কাপের গ্রুপ পর্বের শেষ ম্যাচেও হারের মুখ দেখল কলকাতার ঐতিহ্যবাহী ক্লাব মহমেডান এসসিবুধবার বিকেলে তারা গোকুলাম কেরালা এফসি-র কাছে বাম্বোলিমের জিএমসি অ্যাথলেটিক স্টেডিয়ামে তিন গোলে হারে। এদিনের অপর ম্যাচে জিতে সেমিফাইনালে পা রাখল পাঞ্জাব এফসি।

চলতি সুপার কাপে কেরালার আই লিগ দলের এটিই একমাত্র জয়। মহমেডান এসসি আগের দুটি ম্যাচে বেঙ্গালুরু এফসি এবং পাঞ্জাব এফসি-র বিরুদ্ধে হাড্ডাহাড্ডি লড়াই করলেও হারের মুখ দেখে। এদিনের ম্যাচেও জেতা হল না তাদের।

গোকুলাম কেরালা এফসি-ও মহমেডানের মতো প্রথম দুই ম্যাচে হারে। অবশেষে তারা জয়ের মুখ দেখল।

এদিন ২৮ মিনিটের মাথায় অ্যালবার্ট টোরাস গোল করে গোকুলামকে এগিয়ে দেন। বিরতির পর ৫৬ মিনিটের মাথায় ব্যবধান দ্বিগুণ করেন স্যামুয়েল কিনশি। নির্ধারিত সময় শেষের চার মিনিট আগে হুয়ান কার্লোস রিকো শেষ গোলটি করে জয় নিশ্চিত করেন।

এই ফলে অবশ্য কোনো দলই লাভবান হয়নি। দুই পক্ষই আগেই টুর্নামেন্ট থেকে বিদায় নিয়েছে। এটি ছিল তাদের নিয়মরক্ষার ম্যাচ।

এই গ্রুপ (সি) থেকে কোন দল সেমিফাইনালে খেলবে, তা নির্ধারিত হওয়ার কথা ছিল সন্ধ্যার ম্যাচে। গ্রুপের শীর্ষস্থানীয় দুই দল বেঙ্গালুরু এফসি এবং পাঞ্জাব এফসি এই ম্যাচে মুখোমুখি হয়। দু’পক্ষই ছ’পয়েন্ট করে পেয়ে সেমিফাইনালের দোরগোড়ায় দাঁড়িয়ে ছিল। কার্যত কোয়ার্টার ফাইনাল এই ম্যাচে টাইব্রেকারে ৫-৪-এ জিতে শেষ চারে উঠল তারা। নির্ধারিত সময়ে গোলশূন্য ছিল। ফাইনালে ওঠার পথে ইস্টবেঙ্গল এসসি-র মুখোমুখি হবে পাঞ্জাবের দলটি।