কাফা নেশনস কাপের দল ঘোষণা ভারতীয় কোচ খালিদ জামিলের
মোট দু’টি গ্রুপে ভাগ করা হয়েছে দলগুলিকে। টুর্নামেন্টের ফরম্যাট অনুযায়ী প্রতি গ্রুপ থেকে দু’টি করে দল নক আউট পর্বে খেলার যোগ্যতা অর্জন করবে।

আসন্ন সিএএফএ (কাফা) নেশনস কাপের জন্য ২৩ জনের দল ঘোষণা করলেন ভারতীয় দলের নবনিযুক্ত হেড কোচ খালিদ জামিল। সোমবার বেঙ্গালুরুতে এক সাংবাদিক বৈঠকে এই দল ঘোষণা করেন তিনি। তাঁর প্রশিক্ষণাধীন ভারতীয় দল এই টুর্নামেন্টেই প্রথম অংশ নিতে চলেছে। ২৯ অগাস্ট থেকে এই টুর্নামেন্টে অংশ নিতে চলেছে ভারত, যেখানে তারা ‘বি’ গ্রুপে রয়েছে আয়োজক তাজিকিস্তান, গতবারের চ্যাম্পিয়ন ইরান ও আফগানিস্তানের সঙ্গে।
গত ১৩ বছরে এই প্রথম কোনও ভারতীয় কোচকে জাতীয় দলের কোচের দায়িত্ব পালন করার সুযোগ দেওয়া হয়েছে। স্প্যানিশ কোচ মানোলো মার্কেজ এই দায়িত্ব ছেড়ে দেওয়ার পর জাতীয় কোচের পদের জন্য আবেদন করার বিজ্ঞপ্তি দিয়েছিল ফেডারেশন। দেশ, বিদেশ থেকে বহু আবেদনের মধ্যে থেকে অবশেষে খালিদ জামিলকে বেছে নেওয়া হয়। ভারতীয় দলের কোচ হিসেবে জামিলের প্রথম পরীক্ষা এই কাফা নেশনস কাপ।
👔 Head Coach Khalid Jamil announces his squad for the #CAFANationsCup 2025! 🇮🇳🐯#IndianFootball ⚽️ pic.twitter.com/wv7boyUAFE
— Indian Football Team (@IndianFootball) August 25, 2025
মোট দু’টি গ্রুপে ভাগ করা হয়েছে দলগুলিকে। টুর্নামেন্টের ফরম্যাট অনুযায়ী প্রতি গ্রুপ থেকে দু’টি করে দল নক আউট পর্বে খেলার যোগ্যতা অর্জন করবে। দুই গ্রুপের সেরা দলগুলি তাশখন্দে ফাইনালে মুখোমুখি হবে ৮ সেপ্টেম্বর। ওই দিনই গ্রুপ রানার্সরা মুখোমুখি হবে তৃতীয় স্থান নির্নায়ক ম্যাচে, দুশানবে-তে।
কাফার সদস্য সংখ্যা ছয়। তাই তারা দু’টি দেশকে আমন্ত্রিত হিসেবে এই টুর্নামেন্টে নিয়ে যাচ্ছে। ভারত ছাড়াও আর এক আমন্ত্রিত দল ওমান। এই নিয়ে দ্বিতীয়বার হচ্ছে এই কাফা নেশনস কাপ। ২০২৩-এ প্রথমবার চ্যাম্পিয়ন হয় ইরান। ফাইনালে উজবেকিস্তানকে ১-০-য় হারায় তারা।
যে ২৩ জনকে নিয়ে কাফা নেশনস কাপে রওনা হবেন খালিদ জামিল:
গোলরক্ষক: গুরপ্রীত সিং সান্ধু, অমরিন্দর সিং, হৃত্বিক তিওয়ারি
ডিফেন্ডার: রাহুল ভেকে, নাওরেম রোশন সিং, আনোয়ার আলি, সন্দেশ ঝিঙ্গন, চিঙলেনসানা সিং, মিথানমাওইয়া রালতে, মহম্মদ উভয়েস
মিডফিল্ডার: নিখিল প্রভু, সুরেশ সিং ওয়াংজাম, দানিশ ফারুক ভাট, জিকসন সিং, বরিস সিং, আশিক কুরুনিয়ান, উদান্ত সিং, নাওরেম মহেশ সিং
ফরোয়ার্ড: ইরফান ইয়াডওয়াড, মনবীর সিং (জুনিয়র), জিথিন এম এস, লালিয়ানজুয়ালা ছাঙতে, বিক্রম প্রতাপ সিং।
কাফা নেশনস কাপ ২০২৫
গ্রুপ এ: উজবেকিস্তান (আয়োজক), কিরগিজ প্রজাতন্ত্র, তুর্কমেনিস্তান, ওমান।
গ্রুপ বি: তাজিকিস্তান (আয়োজক), ইরান, আফগানিস্তান, ভারত।
ভারতের ম্যাচ সূচি:
- ২৯ আগস্ট: তাজিকিস্তান বনাম ভারত (রাত ৯.০০, ভারতীয় সময়)
- ১ সেপ্টেম্বর: ভারত বনাম ইরান (বিকেল ৫.৩০)
- ৪ সেপ্টেম্বর: আফগানিস্তান বনাম ভারত (বিকেল ৫.৩০)
সব ম্যাচ তাজিকিস্তানের হিসোর সেন্ট্রাল স্টেডিয়ামে