এসিএল ২: এফসি গোয়া বনাম আল নাসর ম্যাচের অনলাইন টিকিট শুক্রবার থেকে
সৈকত নগরী গোয়ায় ইউরোপের কয়েকজন সেরা তারকা-সমৃদ্ধ আল নাসর দলকে ঘিরে উত্তেজনা তুঙ্গে। টিকিট কাউন্টার খোলার ঘণ্টা দুয়েক আগেই দুই কেন্দ্রের সামনে দীর্ঘ লাইন পড়ে।

এই লেখাটি ইংরেজি ও মালয়লামেও পড়তে পারেন।
সৌদি আরবের শক্তিশালী দল আল নাসরের বিরুদ্ধেএফসি গোয়া-র মর্যাদাপূর্ণ ম্যাচের জন্য গোয়ায় সাধারণ টিকিট বিক্রি শুরু হয়ে গিয়েছে। ভারতীয় ফুটবলের ইতিহাসে অন্যতম সেরা এই ক্লাব ম্যাচের সাক্ষী যদি আপনিও হতে চান, তা হলে আপনার জন্য অনলাইন টিকিটের ব্যবস্থাও আছে, যা বিক্রি শুরু হবে শুক্রবার, ১৯ই সেপ্টেম্বর।
ফুটবলপ্রেমীদের যথাযথ প্রবেশাধিকার নিশ্চিত করতে, এফসি গোয়া চার পর্বে টিকিট বিক্রির পরিকল্পনার কথা ঘোষণা করেছে:
পর্ব ১: শুধুমাত্র সিজন টিকিট হোল্ডারদের জন্য প্রবেশাধিকার।
পর্ব ২: আল জাওরা ও এফসি ইস্তিকলল – দুই ম্যাচেরই টিকিট কিনেছেন এমন সমর্থকদের জন্য অগ্রাধিকারমূলক প্রবেশাধিকার।
পর্ব ৩: উত্তর ও দক্ষিণ গোয়ায় বক্স অফিস কাউন্টারের মাধ্যমে গোয়ায় সাধারণ বিক্রি। এর মাধ্যমে স্থানীয় সমর্থকেরা দেশব্যাপী বিক্রি শুরু হওয়ার আগে তাদের আসন নিশ্চিত করার আগাম সুযোগ পাচ্ছেন।
পর্ব ৪ (সারা ভারতে অনলাইন বিক্রি): শুক্রবার, ১৯ সেপ্টেম্বর থেকে দেশের অন্যান্য রাজ্যের সমর্থকদের জন্য অনলাইনে শুরু হবে।
Our Gaurs have certainly brought the HEAT to our Box Office! Tickets are flying 🚀📈🎟️
— FC Goa (@FCGoaOfficial) September 18, 2025
Offline sales for the Al-Nassr game have kicked-off in Goa 🏃♂️
South Goa 📍
Fatorda Swimming Pool
10 am to 8 pm
North Goa 📍
FC Goa House
11 am to 5 pm pic.twitter.com/Gri6aaWuPb
এমনিতেই এই ম্যাচের টিকিটের চাহিদা আকাশছোঁয়া। সারা দেশ থেকে টিকিটের অনুরোধ আসছে। টিকিট বিক্রির প্রাথমিক প্রবণতায় দেখা যাচ্ছে যে, দেশের ২৫টি ভিন্ন শহর থেকে টিকিট কেনা হয়েছে। গোয়ায় আল নাসরের খেলা দেখার আগ্রহ কতটা, তা এই প্রবণতাতেই স্পষ্ট। গোয়ার বক্স অফিসগুলি শুক্রবারও খোলা থাকবে। তবে যতক্ষণ টিকিট থাকবে, ততক্ষণ।
সৈকত নগরী গোয়ায় ইউরোপের কয়েকজন সেরা তারকা-সমৃদ্ধ আল নাসর দলকে ঘিরে উত্তেজনা তুঙ্গে। টিকিট কাউন্টার খোলার ঘণ্টা দুয়েক আগেই দুই কেন্দ্রের সামনে দীর্ঘ লাইন পড়ে। টিকিট বিক্রির সময় এই প্রাণবন্ত পরিবেশেই গোয়ার মানুষের আগ্রহ স্পষ্ট। তারা ইতিহাসের সাক্ষী হতে উদগ্রীব।
“গোয়া ও ভারতীয় ফুটবল সমর্থকদের জীবনে এমন সুযোগ হয়তো একবারই আসছে,” বললেন এফসি গোয়ার এক মুখপাত্র, “উত্তর ও দক্ষিণ গোয়ায় দুটি বক্স অফিস খুলে আমরা আমাদের স্থানীয় সমর্থকদের আগামীকাল শুরু হওয়া দেশব্যাপী অনলাইন বিক্রির আগে বাড়তি সুবিধা দিয়েছি। প্রতিক্রিয়া ছিল অবিশ্বাস্য এবং এটি গোয়ায় আল নাসরের মতো বিশ্বমানের দলকে স্বাগত জানানোর উত্তেজনাকে আরও বাড়িয়ে তুলছে”।
সমর্থকদের দ্রুত পদক্ষেপ নিতে অনুরোধ করা হচ্ছে, কারণ ম্যাচের অনেক আগেই টিকিট শেষ হয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। শুক্রবার সারা ভারতের অনলাইন বিক্রির লিঙ্ক প্রকাশিত হবে, সেটির জন্য এফসি গোয়ার সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মগুলির সঙ্গে যুক্ত থাকতে অনুরোধ করা হয়েছে।