মোহনবাগান সুপার জায়ান্ট-এর সঙ্গে ভারতের দ্বিতীয় প্রতিনিধি হিসেবে এএফসি চ্যাম্পিয়ন্স লিগ ২-এর গ্রুপ পর্বে যোগ দেবে এফসি গোয়া। গত মরশুমে আইএসএল শিল্ড জেতার সুবাদে সরাসরি গ্রুপ পর্বে যোগ্যতা অর্জন করেছে সবুজ-মেরুন বাহিনী। অন্য দিকে, কলিঙ্গ সুপার কাপজয়ী মানোলো মার্কেজের দলকে গ্রুপ পর্বে পৌঁছতে প্লে-অফ পর্বের বাধা পেরিয়ে আসতে হয়েছে।

বুধবার ফাতোরদায় অনুষ্ঠিত প্রাথমিক পর্বের ম্যাচে ওমানের আল-সিব ক্লাবকে ২-১ গোলে হারিয়ে এএফসি চ্যাম্পিয়নস লিগ ২-এর গ্রুপ পর্বে জায়গা করে নেয় সৈকতনগরীর আইএসএল দল। গোয়ার হয়ে দেজান দ্রাজিচ ও হাভিয়ের সিভেরিও গোল করে এএফসি চ্যাম্পিয়নস লিগ ২ গ্রুপ পর্বে অংশগ্রহণ নিশ্চিত করেন।

২০২১ এএফসি চ্যাম্পিয়নস লিগের গ্রুপ পর্বে খেলা প্রথম ভারতীয় ক্লাব হিসেবে ইতিহাস গড়ে এফসি গোয়া এ বার এএফসি চ্যাম্পিয়নস লিগ ২-এ আরও একবার নতুন ইতিহাস রচনার লক্ষ্য নিয়ে নামবে তারা। অন্যদিকে, মেরিনার্সেরও এই প্রতিযোগিতায় সাফল্যের ইতিহাস আছে। আগে এএফসি কাপ নামে পরিচিত টুর্নামেন্টে ২০২১ এবং ২০২২, দু’বার ইন্টার-জোন প্লে-অফ সেমিফাইনালে পৌঁছেছিল সবুজ-মেরুন ব্রিগেড।

এএফসি চ্যাম্পিয়নস লিগ ২ গ্রুপ পর্বের ড্র কবে হবে?

এএফসি চ্যাম্পিয়নস লিগ ২ গ্রুপ পর্বের ড্র ১৫ আগস্ট, দুপুর ১২.৩০ মিনিটে (ভারতীয় সময়)।

এএফসি চ্যাম্পিয়নস লিগ ২ গ্রুপ পর্বের ড্র কোথায় হবে?

গ্রুপ পর্বের ড্র অনুষ্ঠিত হবে মালয়েশিয়ার কুয়ালা লামপুরে।

ভারতে এএফসি চ্যাম্পিয়নস লিগ ২ গ্রুপ পর্বের ড্র সরাসরি কোথায় দেখা যাবে?

এএফসি চ্যাম্পিয়নস লিগ ২ গ্রুপ পর্বের ড্র এএফসির অফিসিয়াল ইউটিউব চ্যানেলে সরাসরি সম্প্রচারিত হবে। লাইভ স্ট্রিমের লিঙ্ক:https://www.youtube.com/watch?v=AauHhQsrztA

মোহনবাগান সুপার জায়ান্ট এবং এফসি গোয়া কোন পটে রয়েছে?

মোহনবাগান সুপার জায়ান্ট এবং এফসি গোয়া—দু’দলই পশ্চিমাঞ্চলীয় অঞ্চলের ড্রয়ে থাকবে।

পশ্চিমাঞ্চলের দলগুলোকে চারটি পটে ভাগ করা হয়েছে— মোহনবাগান সুপার জায়ান্ট রয়েছে পট ৩-এ এবং এফসি গোয়া পট ৪-এ।

কোন পটে কারা থাকবে?

পট এ: সেপাহান (ইরান), আল নাসর (সৌদি আরব), আল ওয়াসল (সংযুক্ত আরব আমিরশাহী), আল আহলি (কাতার)
পট বি: এসতেঘলাল (ইরান), পিএফসি আন্দিজন (উজবেকিস্তান), আল জাওরা এসসি (ইরাক), আল হুসেইন (জর্ডন)
পট সি: আল মুহাররাক (বাহরাইন), মোহনবাগান সুপার জায়ান্ট (ভারত), এফসি ইস্তিকলল (তাজিকিস্তান), এফকে আরকাদাগ (তুর্কমেনিস্তান)
পট ডি: আল ওয়েহদাত (জর্ডান), আল খালদিয়া (বাহরাইন), এফসি গোয়া (ভারত), আহাল এফসি (তুর্কমেনিস্তান)।

চ্যাম্পিয়নস লিগ ২ গ্রুপ পর্বে মোহনবাগান সুপার জায়ান্ট ও এফসি গোয়ার সম্ভাব্য প্রতিপক্ষ কারা?

মোহনবাগান সুপার জায়ান্ট ও এফসি গোয়া একই গ্রুপে পড়বে না। কারণ, নিয়ম অনুযায়ী একই দেশের দুটি ক্লাবকে একই গ্রুপে রাখা যায় না। দুটি দলই দেশের সুরক্ষা নীতি মাথায় রেখে পট এ ও পট বি-র যে কোনও দলের বিপক্ষে পড়তে পারে।

পট এ:
ইরানের সেপাহান এশিয়ান ফুটবলে বড় নাম—২০০৭ সালে এএফসি চ্যাম্পিয়নস লিগ এলিট-এ রানার্স আপ হয়েছিল। তারা রয়েছে সৌদি আরবের আল নাসর-এর সঙ্গে, যারা ১৯৯৭-৯৮ সালে এএফসি কাপ উইনার্স কাপ ও এশিয়ান সুপার কাপ জেতে। সৌদি ক্লাবটিতে অনেক বিশ্বসেরা তারকা রয়েছে, যাদের ভারত সফরের সম্ভাবনা রয়েছে।

পট এ -তে আর রয়েছে সংযুক্ত আরব আমিরশাহীর আল ওয়াসল এবং কাতারের আল আহলি, যারা তাদের দেশের লিগে সেরা দল।

পট বি:

ইরানের এসতেঘলাল সবচেয়ে বড় নাম। তারা ইতিহাসে দু’বার এএফসি চ্যাম্পিয়নস লিগ এলিট জিতেছে এবং ন’বার ইরানের ঘরোয়া লিগ চ্যাম্পিয়ন হয়েছে। উজবেকিস্তানের পিএফসি আন্দিজন, যারা ঘরোয়া লিগ ৩ বার জিতেছে, এবং জর্ডনের আল হুসেইন-ও রয়েছে পট বি-তে।

মোহনবাগান সুপার জায়ান্ট-এর প্রতিপক্ষ হবে পট ডি থেকে—

  • আল ওয়েহদাত (জর্ডন): ঘরোয়া লিগে ১৭ বার চ্যাম্পিয়ন, এএফসি প্রতিযোগিতায় নিয়মিত অংশগ্রহণকারী।
  • আল খালদিয়া (বাহরিন): মাত্র চার বছরের পুরনো ক্লাব, কিন্তু ইতিমধ্যে বাহরিন প্রিমিয়ার লিগ দু’বার জিতেছে।
  • আহল এফসি (তুর্কমেনিস্তান): প্লে-অফ জিতে গ্রুপ পর্বে উঠেছে, যেমন এফসি গোয়া উঠেছে।

এফসি গোয়ার প্রতিপক্ষ হবে পট সি থেকে—

  • আল মুহাররাক (বাহরিন): মহাদেশীয় প্রতিযোগিতায় সবচেয়ে সফলদের মধ্যে অন্যতম। ২০০৮ ও ২০২১ সালে এএফসি কাপ জিতেছে।
  • ইস্তিকলল (তাজিকিস্তান): ২০১৫ ও ২০১৭-য় দু’বার এএফসি কাপ রানার্সআপ।
  • এফকে আরকাদাগ (তুর্কমেনিস্তান): বর্তমান এএফসি চ্যালেঞ্জ লিগ চ্যাম্পিয়ন, যারা গত মরশুমে ইস্টবেঙ্গল এফসিকে কোয়ার্টার-ফাইনালে হারিয়ে শিরোপা জিতেছিল।