আসন্ন এএফসি চ্যাম্পিয়ন্স লিগ ২-এর গ্রুপ পর্বে আইএসএলের জোড়া খেতাব জয়ী মোহনবাগান সুপার জায়ান্ট এর গ্রুপে রয়েছে ইরানের সেপাহান এসসি, জর্ডনের আল হুসেইন ও তুর্কমেনিস্তানের আহল এফসি। শুক্রবার মালয়েশিয়ার কুয়ালা লামপুরে

ভারতের আর এক প্রতিনিধি ও আইএসএলের সেমিফাইনালিস্ট এফসি গোয়া। গত মরশুমে আইএসএল শিল্ড জেতার সুবাদে সরাসরি গ্রুপ পর্বে যোগ্যতা অর্জন করেছে সবুজ-মেরুন বাহিনী অন্য দিকে, কলিঙ্গ সুপার কাপজয়ী মানোলো মার্কেজের দলকে গ্রুপ পর্বে পৌঁছতে প্লে-অফ পর্বের বাধা পেরিয়ে আসতে হয়েছে

২০২১ এএফসি চ্যাম্পিয়নস লিগের গ্রুপ পর্বে খেলা প্রথম ভারতীয় ক্লাব হিসেবে ইতিহাস গড়ে এফসি গোয়া এ বার এএফসি চ্যাম্পিয়নস লিগ ২-এ আরও একবার নতুন ইতিহাস রচনার লক্ষ্য নিয়ে নামবে তারা। অন্যদিকে, মেরিনার্সেরও এই প্রতিযোগিতায় সাফল্যের ইতিহাস আছে। আগে এএফসি কাপ নামে পরিচিত টুর্নামেন্টে ২০২১ এবং ২০২২, দু’বার ইন্টার-জোন প্লে-অফ সেমিফাইনালে পৌঁছেছিল সবুজ-মেরুন ব্রিগেড।

মোহনবাগান সুপার জায়ান্টের গ্রুপে থাকা ইরানের সেপাহান এশিয়ান ফুটবলে বড় নাম—২০০৭ সালে এএফসি চ্যাম্পিয়নস লিগ এলিট- রানার্স আপ হয়েছিল। জর্ডনের আল হুসেইন সে দেশের অন্যতম সেরা দল। তুর্কমেনিস্তানের আহল এফসি এফসি গোয়ার মতো প্লে-অফ জিতে গ্রুপ পর্বে উঠেছে।

এফসি গোয়া গ্রুপ ‘ডি’-তে রয়েছে সৌদি আরবের আল নাসর-এর সঙ্গে, যারা ১৯৯৭-৯৮ সালে এএফসি কাপ উইনার্স কাপ ও এশিয়ান সুপার কাপ জেতে। সৌদি ক্লাবটিতে রয়েছেন বিশ্বসেরা তারকা রোনাল্ডো, গ্রুপ পর্বে এফসি গোয়ার বিরুদ্ধে খেলার জন্য যাঁর ভারত সফরে আসার সম্ভাবনা অবশ্যই রয়েছে।

এ ছাড়াও এফসি গোয়ার গ্রুপে রয়েছে ২০১৫ ও ২০১৭-য় দুবার এএফসি কাপ রানার্স আপ তাজিকিস্তানের এফসি ইস্তিকলল এবং ইরাকের সবচেয়ে বেশি খেতাবজয়ী ক্লাব আল জাওরা

এএফসি চ্যাম্পিয়নস লিগ - কোন গ্রুপে কারা:

পশ্চিমাঞ্চল

গ্রুপ : আল ওয়াসল এফসি (ইউএই), এস্তেগলাল এফসি (ইরান), আল মুহাররাক এসসি (বাহরিন), আল ওয়েহদাত (জর্ডন)।

গ্রুপ বি: আল আহলি এসসি (কাতার), পিএফসি আন্দিজন (উজবেকিস্তান), এফসি আরকাদাগ (তুর্কমেনিস্তান), আল খালদিয়া এসসি (বাহরিন)।

গ্রুপ সি: ফুলাদ মোবারাকে সেপাহান এসসি (ইরান), আল হুসেইন (জর্ডান), মোহনবাগান সুপার জায়ান্ট (ভারত), আহল এফসি (তুর্কমেনিস্তান)।

গ্রুপ ডি: আল নাসর ক্লাব (সৌদি আরব), আল জাওরা এসসি (ইরাক), এফসি ইস্তিকলল (তাজিকিস্তান), এফসি গোয়া (ভারত)।

পূর্বাঞ্চল

গ্রুপ : বেইজিং এফসি (চিন), ম্যাকআর্থার এফসি (অস্ট্রেলিয়া), তাই পো এফসি (হংকং), কং আন হা নয় এফসি (ভিয়েতনাম)।

গ্রুপ এফ: গাম্বা ওসাকা (জাপান), নাম দিন এফসি (ভিয়েতনাম), রাতচাবুরি এফসি (থাইল্যান্ড), ইস্টার্ন এফসি (হংকং)।

গ্রুপ জি: ব্যাংকক ইউনাইটেড (থাইল্যান্ড), সেলাঙ্গর এফসি (মালয়েশিয়া), লায়ন সিটি সেলার্স এফসি (সিঙ্গাপুর), পারসিব বান্দুং (ইন্দোনেশিয়া)।

গ্রুপ এইচ: এফসি পোহাং স্টিলার্স (দক্ষিণ কোরিয়া), বিগি পাথুম ইউনাইটেড (থাইল্যান্ড), কায়া এফসি-ইলোইলো (ফিলিপাইন), তাম্পিনেস রোভার্স এফসি (সিঙ্গাপুর)।