জানুয়ারিতে সংযুক্ত আরব আমিরশাহীতে অনুষ্ঠিত হওয়া আসন্ন ২০১৯ এএফসি এশিয়ান কাপের জন্য বুধবার, সম্ভাব্য ৩৪ জনের দল ঘোষণা করলেন, ভারতের জাতীয় ফুটবল দলের কোচ স্টিফেন কনস্টানটাইন।

কেরালা ব্লাস্টার্স এফসির মিডফিল্ডার ২১ বছরের সাহাল আব্দুল সামাদ এবং এটিকের ১৮ বছরের উইঙ্গার কমল থাতাল প্রাথমিক ভাবে দলে ডাক পেয়েছেন। হিরো ইন্ডিয়ান সুপার লিগের (হিরো আইএসএল) চলতি মরসুমে, নিজেদের দলের হয়ে ধারাবাহিক পারফরমেন্সের করেই দুই তরুন তুর্কি এই পুরস্কার পেলেন। ঠিক যেমন সুনীল ছেত্রী, সন্দেশ ঝিঙ্গান এবং গুরপ্রিত সিং সান্ধুরা নিজেদের পারফরমেন্স দেখিয়ে দলে জায়গা করে নিয়েছেন।

ব্লু টাইগার্সরা রয়েছে গ্রুপ 'এ' তে এবং তারা আসন্ন এএফসি এশিয়ান কাপের যাত্রা শুরু করবে ৬ই জানুয়ারি আবু ধাবির আল নাহয়ান স্টেডিয়ামে, তাদের প্রতিপক্ষ থাইল্যান্ড, ইউএই-র বিরুদ্ধে খেলতে নামবে চার দিন পরে। গ্রুপের শেষ ম্যাচে ১৪ই জানুয়ারি বাহরিনের বিরুদ্ধে খেলবে তারা।

ভারতের সম্ভাব্য ৩৪ জনের নামের তালিকা:

গোলকিপার: গুরপ্রিত সিং সান্ধু, অমরিন্দর সিং, অরিন্দম ভট্টাচার্য, ভিশাল কাইথ

ডিফেন্ডার: প্রিতম কোটাল, সার্থক গোলুই, সন্দেশ ঝিঙ্গান, আনাস এডাথোডিকা, সালাম রঞ্জন সিং, শুভাশিস বোস, নারায়ন দাস, নারায়ন দাস, নিশু কুমার, লালরুথারা, জেরি লালরিনজুয়ালা

মিডফিল্ডার: উদান্ত সিং, নিখিল পূজারি, প্রনয় হালদার, রাওলিন বর্জেস, অনিরুদ্ধ থাপা, ভিনিত রাই, হলিচরণ নার্জারি, আশিক কুরুনিয়ান, জারমাপ্রিত সিং, বিকাশ জাইরু, লালিয়ানজুয়ালা ছাংতে, সাহাল আব্দুল সামাদ, কমল থাতাল, জ্যাকিচাঁদ সিং।

ফরওয়ার্ড: সুনীল ছেত্রী, জেজে লালপেখলুয়া, সুমিত পাসি, ফারুখ চৌধুরী, বলওয়ান্ত সিং, মনভীর সিং।