মোহনবাগান সুপার জায়ান্টের তরুণ মিডফিল্ডার অভিষেক সূর্যবংশীকে এপ্রিলের সেরা উঠতি ফুটবলারের খেতাব দিল আইএসএল। ২৩ বছর বয়সী এই মিডফিল্ডার সবুজ-মেরুন বাহিনীর হয়ে মাঠে নেমে দলের অন্যতম ভরসা হয়ে উঠেছেন এবং নিজের দক্ষতার ফলে এই খেতাব অর্জন করে নিলেন। 

আইএসএলের ১২ সদস্যের বিশেষজ্ঞের দল, যারা এই খেতাবের প্রাপক বাছেন প্রতি মাসে, তাঁদের বেশিরভাগেরই ভোট পেয়েছেন অভিষেক। সাতজনই তাঁকে ভোট দিয়ে এপ্রিলের সেরা উঠতি ফুটবলার নির্বাচিত করেছেন। এই দৌড়ে অভিষেক ছাড়াও ছিলেন নর্থইস্ট ইউনাইটেডের পার্থিব গগৈ ও চেন্নাইন এফসি-র রহিম আলিও। তাঁরা যথাক্রমে দ্বিতীয় ও তৃতীয় স্থানে রয়েছেন। 

২০২১-২২ মরশুমে আইএসএল অভিষেক হয় অভিষেকের। মোহনবাগানের বর্তমান কোচ আন্তোনিও লোপেজ হাবাসই সিনিয়র দলে নিয়ে আসেন তাঁকে। হুয়ান ফেরান্দোর প্রশিক্ষণেও ছিলেন তিনি। কিন্তু গত দু’মরশুমে বেশি ম্যাচটাইম পাননি। এ বছর প্রথম ম্যাচেই মাঠে নামার সুযোগ পান অভিষেক। হাবাস কোচের দায়িত্বে ফেরার পর তাঁকে আরও বেশি দায়িত্ব দিয়ে নিয়মিত মাঠে নামাচ্ছেন। হায়দরাবাদ এফসি-র বিরুদ্ধে দলের ২-০ জয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন তিনি। তার পর থেকেই প্রথম এগারোয় নিজের জায়গা পাকা করেন তিনি। 

যে তিনটি ম্যাচে টানা জিতে আইএসএল লিগশিল্ড জয় করে মোহনবাগান এসজি, সেই ম্যাচগুলিতেও উল্লখেযোগ্য পারফরম্যান্স দেখান এই তরুণ মিডফিল্ডার। পাঞ্জাব এফসি-র বিরুদ্ধে তাদের অ্যাওয়ে ম্যাচে পুরো ৯০ মিনিটই খেলেন তিনি। সেই ম্যাচে মোট ৯২ বার বলে পা লাগান অভিষেক। এই তিনটি সবচেয়ে গুরুত্বপূর্ণ ম্যাচে মোট ২১৩ মিনিট মাঠে ছিলেন তিনি। এই তিন ম্যাচে সব মিলিয়ে ১২৩টি পাস খেলেন তিনি। এর মধ্যে নিখুঁত পাস ছিল ৮৬.৯৯ শতাংশ। এর মধ্যে ২৬টি পাস ছিল ফাইনাল থার্ডে। 

রক্ষণেও যে তিনি পারদর্শী তা তাঁর পরিসংখ্যান থেকেই বোঝা যায়। এই তিন ম্যাচে তিনি মোট ১৭ বার প্রতিপক্ষের পা থেকে বল পুনর্দখল করেছেন। পাঁচবার ইন্টারসেপশন করেছেন। ২৫টি ডুয়েলে জয়ও পেয়েছেন। তাই এ মাসের সেরা উঠতি তারকা হিসেবে তাঁকেই বেছে নেওয়া হয়েছে।