আইএসএলের রুদ্ধশ্বাস দ্বিতীয় সেমিফাইনালে শেষ সাত মিনিটে তিন গোল করে এফসি গোয়ার হাত থেকে জয় ছিনিয়ে নিল মুম্বই সিটি এফসি। ৮৯ মিনিট পর্যন্ত ২-০-য় এগিয়ে থাকা সত্ত্বেও শেষে ৩-২-য় ম্যাচ জিতে মাঠ ছাড়ল মুম্বইয়ের দল। 

বুধবার ফতোরদায় প্রথমার্ধে ১৬ মিনিটের মাথায় বরিস সিং ও দ্বিতীয়ার্ধে ৫৬ মিনিটের মাথায় ব্র্যান্ডন ফার্নান্ডেজের গোলে জয় প্রায় হাতের মুঠোয় নিয়ে চলে এসেছিল গোয়ার দল। কিন্তু নির্ধারিত সময়ের শেষ মিনিটে ও স্টপেজ টাইমে লালিয়ানজুয়ালা ছাঙতের জোড়া গোল ও বিক্রম প্রতাপ সিংয়ের গোলে তাদের মুখের গ্রাস কেড়ে নেয় গতবারের শিল্ডজয়ীরা।

এ দিন হাড্ডাহাড্ডি লড়াইয়ে এফসি গোয়ার বল পজেশন কম (৩৯%) থাকলেও সারা ম্যাচে তারাই এগিয়ে ছিল। ১৬ মিনিটের মাথায় মেহতাব সিংয়ের ভুলে বল পেয়ে যান নোয়া সাদাউই। তিনি বক্সে ঢুকে দ্বিতীয় পোস্টের দিকে বল বাড়ান। বরিস সিং সেখানে পৌঁছে গিয়ে জালে বল জড়িয়ে দেন (১-০)। 

প্রথমার্ধে এক গোলে এগিয়ে থাকা এফসি গোয়া দ্বিতীয়ার্ধে ব্যবধান বাড়ায় ৫৬ মিনিটের মাথায়, যখন ব্র্যান্ডন মাঝমাঠে মেহতাব সিংয়ের পা থেকে বল ছিনিয়ে নিয়ে প্রতিপক্ষের এলাকায় ঢুকে দূরপাল্লার জোরালো শটে অসাধারণ গোল করেন (২-০)। এই নিয়ে টানা তিন ম্যাচে গোল পেলেন ব্র্যান্ডন। 

দুই দলই এ দিন আক্রমণাত্মক মেজাজে ছিল এবং আক্রমণ-প্রতি আক্রমণে ম্যাচ রীতিমতো উপভোগ্য হয়ে ওঠে। এফসি গোয়া যেখানে ১২টি শটের মধ্যে ছ’টি লক্ষ্যে রাখে, সেখানে মুম্বইয়ের দল তাদের ১৩টি শটের মধ্যে সাতটি শট তিনকাঠির মধ্যে রাখে। গোয়া যেখানে ন’টি গোলের সুযোগ তৈরি করেছে, সেখানে মুম্বই সিটি এফসি ১১টি সুযোগ তৈরি করে। কিন্তু ৮৯ মিনিট পর্যন্ত তারা বিপক্ষের জালে বল জড়াতে পারেনি। 

মুম্বইয়ের হয়ে প্রথমে ৯০ মিনিটের মাথায় ব্যবধান কমান ছাঙতে। মাঝমাঠ থেকে চমৎকার একটি থ্রু বাড়ান জয়েশ রানে, যা পড়ে ছাঙতের পায়ে। তিনি প্রথম টাচেই গোলকিপার ধীরজ সিংকে পরাস্ত করে ফাঁকা গোলে বল ঠেলে দেন (২-১)। 

অপ্রত্যাশিত এই গোল হয়ে যাওয়ায় জোর ধাক্কা খায় এফসি গোয়া। কিন্তু তারা সামলে ওঠার আগেই ফের গোল করে সমতা এনে ফেলেন বিক্রম প্রতাপ সিং। মাঝখান দিয়ে আক্রমণে উঠে প্রথমে গোলে শট নেন গুরকিরাত সিং, ধীরজ যা আটকালেও তাঁর হাত থেকে বল ছিটকে আসে বিক্রমের পায়ে। তিনি এই সুযোগ হাতছাড়া করেননি। সোজা গোলে শট নেন (২-২)। 

পাঁচ মিনিটের বাড়তি সময় দেওয়া হলেও তা ষষ্ঠ মিনিটে পৌঁছয় এবং সেই শেষ মুহূর্তেও ফের গোল করেন ছাঙতে। এ বারও জয়েশ রানের পাস বক্সের মধ্যে পৌঁছয় ছাঙতের পায়ে, যিনি বাঁ পায়ে জোরালো শটে জালে বল জড়িয়ে দেন (২-৩)। এই প্রথম আইএসএল প্লে-অফে দু’গোলে পিছিয়ে থেকেও ম্যাচ জিতে নিল কোনও দল। 

আগামী সোমবার দ্বিতীয় সেমিফাইনালের দ্বিতীয় লেগে নিজেদের মাঠে নামবে মুম্বই সিটি এফসি। ফাইনালে উঠতে গেলে সেই ম্যাচে অন্তত দু’গোলের ব্যবধানে জিততে হবে গোয়াকে। তারা এক গোলে জিতলে ফয়সালা হবে টাই ব্রেকারে। তবে ম্যাচ ড্র হলে ফাইনালে উঠবে মুম্বইয়ের দলই।