হিরো আইএসএলের প্রথম ম্যাচে পুরো দল হাতে পাচ্ছেন না এটিকে-র কোচ আন্তোনিও লোপেজ হাবাস I এটিকে সমর্থকদের কাছে খারাপ খবর হলেও এটাই সত্যি যে, তারকা ফরোয়ার্ড জবি জাস্টিন ও ভারতীয় দলের ডিফেন্ডার আনাস এডাথোডিকা কেরল ব্লাস্টার্সের বিরুদ্ধে প্রথম ম্যাচে খেলতে পারবেন না I

কেরলের ২৫ বছর বয়সি তারকা জবিকে শুধু প্রথম ম্যাচে নয়, দেখা যাবে না তার পরের দুই ম্যাচেও I কারণ, তাঁকে সর্বভারতীয় ফুটবল ফেডারেশন ৬ ম্যাচের জন্য সাসপেন্ড করেছে I যার মধ্যে তিনটি ম্যাচ হয়ে গিয়েছে ২০১৮-১৯-এর হিরো আই লিগে I তাই হিরো আইএসএলে প্রথম তিনটি ম্যাচে নেই তিনি I ২০ অক্টোবর কোচিতে কেরালা ব্লাস্টার্সের বিরুদ্ধে ম্যাচ দিয়ে এ বার অভিযান শুরু করছে এটিকে I তাদের দ্বিতীয় ম্যাচ ঘরের মাঠে, ২৫ অক্টোবর হায়দরাবাদ এফসি-র বিরুদ্ধে I তৃতীয় ম্যাচটি কলকাতার দল খেলবে চেন্নাইন এফসি-র শহরে গিয়ে I এই তিন ম্যাচেই জবিকে পাবে না এটিকে I

অন্য দিকে কেরলের আনাস এ বছর হিরো সুপার কাপের ম্যাচে ইন্ডিয়ান অ্যারোজের বিরুদ্ধে মাঠে নেমে লাল কার্ড দেখায় তাঁকে একটি ম্যাচে বসতে হচ্ছে I দুর্ভাগ্যবশত, সেই ম্যাচটিই আগামী রবিবার এ বারের লিগের প্রথম ম্যাচ I সেই ম্যাচ তাঁকেও গ্যালারিতে বসেই দেখতে হবে I

শুরুর দিকেই এই দুই গুরুত্বপূর্ণ ফুটবলারকে না পাওয়াটা এটিকে-র পক্ষে মোটেই ভাল খবর নয় I তবে কোচ হাবাস কয়েক দিন আগেই কলকাতায় সাংবাদিক বৈঠকে বলেছেন, তাঁর দলে প্রতি পজিশনেই একাধিক বিকল্প খেলোয়াড় রয়েছেন I তাই কেউ চোট পেলে বা কার্ড সমস্যায় পড়লেও দুশ্চিন্তার কিছু নেই I সেই অভাব পূরণ করা যাবে I হাবাসের এই আশ্বাসে হয়তো কিছুটা হলেও নিশ্চিন্ত হতে পারেন এটিকে সমর্থকেরা I