এএফসি কাপে এটিকে মোহনবাগান তারকাদের বুকে থাকবে জাতীয় পতাকা
আন্তর্জাতিক মঞ্চে ভারতের প্রতিনিধিত্ব করতে চলেছে তারা।


আন্তর্জাতিক মঞ্চে ভারতের প্রতিনিধিত্ব করতে চলেছে তারা। তাই আসন্ন এএফসি কাপে যে জার্সি পরে মাঠে নামবেন এটিকে মোহনবাগান ফুটবলাররা, তাতে ক্লাবের লোগোর ওপরে স্থান দেওয়া হয়েছে দেশের জাতীয় পতাকাকে। শনিবার এএফসি কাপের (দক্ষিণাঞ্চল) গ্রুপ ‘ডি’-র ম্যাচ খেলতে মলদ্বীপে উড়ে গেল সবুজ-মেরুন শিবির। সেখানে তারা চিরাচরিত সবুজ মেরুন জার্সিই পরে মাঠে নামবে। বুকে থাকবে দেশের জাতীয় পতাকাও।
সারা ভারত জুড়ে ৭৫তম স্বাধীনতা দিবস উদযাপন হতে চলেছে রবিবার। এ দিনই এএফসি কাপের প্লে-অফ ম্যাচে মলদ্বীপের ক্লাব ইগলসের বিরুদ্ধে নামবে দেশের আর এক ক্লাব বেঙ্গালুরু এফসি। এই ম্যাচে যারা জিতবে, তাদের বিরুদ্ধেই এটিকে মোহনবাগানের প্রথম ম্যাচে মুখোমুখি হওয়ার কথা বুধবার। ২১ অগস্ট তারা খেলবে মলদ্বীপেরই মাজিয়া এসআরসি-র বিরুদ্ধে ও ২৪ তারিখে তাদের প্রতিপক্ষ হতে চলেছে বাংলাদেশের বসুন্ধরা কিংস।
বেঙ্গালুরু এফসি গ্রুপ পর্বে উঠতে না পারলে অবশ্য এই টুর্নামেন্টে এটিকে মোহনবাগানই ভারতের একমাত্র প্রতিনিধি হিসেবে নামবে। তাই কলকাতার এই ঐতিহ্যবাহী ক্লাবের ফুটবলার, কোচেরা এএফসি কাপে জার্সিতে জাতীয় পতাকা বহন করতে চলেছেন। এই প্রসঙ্গে এটিকে মোহনবাগানের সিইও রঘু আইয়ার শনিবার indiansuperleague.com-কে বলেন, “এটা খুবই বড় ব্যাপার যে আমাদের ক্লাব এএফসি কাপে ভারতের প্রতিনিধিত্ব করবে। সেই জন্যই আমাদের ফুটবলারদের জার্সিতে জাতীয় পতাকা রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। টুর্নামেন্টের নির্দেশিকায় রয়েছে, অংশগ্রহনকারী দলগুলোর জার্সিতে দেশের পতাকা রাখা যেতে পারে। এফসি গোয়া যখন এএফসি চ্যাম্পিয়ন্স লিগে খেলতে গিয়েছিল, তখনও ওদের জার্সিতে জাতীয় পতাকা ছিল। আমরা ওদেরই অনুসরণ করছি। আমাদের ক্লাবকে তো জাতীয় ক্লাবই বলা হয়। এতে খেলোয়াড়রাও উদ্বুদ্ধ হবে”।
জার্সিতে জাতীয় পতাকা থাকায় খুশি দলের কোচ আন্তোনিও লোপেজ হাবাস। তিনি বলেন, “ক্লাবের জার্সি আমাদের কাছে গর্বের। এএফসি কাপে সাফল্যের জন্য দলের ছেলেরা তাদের সেরাটা উজাড় করে দেবে”।
এটিকে মোহনবাগানের মলদ্বীপগামী দলে চারজন বিদেশি থাকছেন। রয় কৃষ্ণা, কার্ল ম্যাকহিউ, ডেভিড উইলিয়ামস ও হুগো বুমৌস। ফিনল্যান্ডের ইউরো দলে থাকা ফুটবলার ইওনি কাউকো সবুজ-মেরুন শিবিরের সঙ্গে মলদ্বীপ যাননি। তিনি দেশে ফিরে গিয়েছেন তাঁর জাতীয় কর্তব্য পালনের জন্য। দলের অন্যন্যরা হলেন, অরিন্দম ভট্টাচার্য, অমরিন্দর সিং, প্রীতম কোটাল, লেনি রড্রিগেজ, শুভাশিস বসু, অভিলাষ পাল, আশুতোষ মেহতা, লিস্টন কোলাসো, মনবীর সিং, দীপক টাঙরি, সুমিত রাঠি, শেখ সাহিল, বিদ্যানন্দ সিং, অভিষেক সূর্যবংশী, কিয়ান নাসিরি গিরি, ইঙসন সিং ও রিকি শাবঙ।