এক দলের সামনে প্লে-অফে যাওয়ার কঠিন লড়াই। আর এক দলের লড়াই সম্মান রক্ষার। প্রথম দলটির নাম এটিকে আর দ্বিতীয় দলটির নাম এফসি পুনে সিটি। দুটো দলই একটু দেরিতে পিকআপ নিতে শুরু করেছে। তবে পুণে সিটির ক্ষেত্রে বড্ড বেশি দেরি হয়ে গেছে। প্লে-অফে যাওয়ার আশা শেষ। যদিও এটিকে প্রবলভাবে লড়াইয়ে আছে।

এমন অবস্থায় দাঁড়িয়ে রবিবার শ্রী শিব ছত্রপতি স্পোর্টস কমপ্লেক্স স্টেডিয়ামে মুখোমুখি হতে চলেছে দুই দল। প্লে-অফের লড়াই থেকে ছিটকে গেলেও উজ্জীবিত ফুটবল খেলছে পুণে সিটি। তার প্রমাণ পরপর তিন ম্যাচে জয়।

তবে এটিকেও দারুণ ছন্দে। কেরালা ব্লাস্টার্সের বিরুদ্ধে অল্পের জন্য জয় হাতছাড়া হওয়ার পর জামশেদপুর এফসি'র বিরুদ্ধে এসেছে দুরন্ত জয়। লাংজারোতির অনবদ্য জোড়া গোল আর এডু গার্সিয়ার গতি যেকোনও দলকে চিন্তায় রাখবে। পুণের বিরুদ্ধে গার্সিয়া, লাংজা, স্যান্টোসের ত্রিফলা আক্রমণ ধেয়ে আসার সম্ভাবনা। চোট সমস্যাও নেই স্টিভ কপেলের দলে। তাই নিজের মনের মতো করেই ছক সাজাতে পারবেন এটিকের হেডস্যার।