কেরালা ব্লাস্টার্সের বিরুদ্ধে প্রথম ম্যাচে হারার পরে ফের কেরালার মুখোমুখি তারা। গতবার হেরে গেলেও এ বার কিন্তু ধারাবাহিকতার দিক থেকে কেরালা ব্লাস্টার্সের চেয়ে অনেক এগিয়ে এটিকে এফসি। ফিরতি লড়াইয়ে ঘরের মাঠে নামার আগে এই ম্যাচ নিয়ে www.indiansuperleague.com -কে দেওয়া সাক্ষাৎকারে কী বললেন দলের সিনিয়র তারকা ও নির্ভরযোগ্য ডিফেন্ডার প্রীতম কোটাল? তুলে দেওয়া হল তার কিছু অংশ।

এই মরশুমে এতগুলো ম্যাচে গোল না খাওয়ার রহস্যটা কী ?

যখন আমরা প্র্যাকটিস করি, তখন ডিফেন্সের ওপর জোর দিই। প্রত্যেক ম্যাচে আমরা গোল না খাওয়ার সংকল্প নিয়ে মাঠে নামি। আমাদের দলে রয় কৃষ্ণা, ডেভিড উইলিয়ামস, বলবন্ত সিংয়ের মতো ভাল ভাল স্ট্রাইকার আছে। আমরা জানি যে, ওরা গোল করবেই। তাই ডিফেন্সের ওপর জোর দিতে পারি। অনুশীলনেও তাই ডিফেন্সে জোর দিতে পারি। সেই জন্যই এখন পর্যন্ত আমরা ঠিকমতোই এগোচ্ছি। সামনে অনেকগুলো ম্যাচ আছে, সেগুলোতেও এই ধারাবাহিকতা বজায় রাখতে চাই।

এই শহরেরই ছেলে আপনি। তাই এটিকে-র হয়ে মাঠে নামাটা কি আপনার কাছে বেশি গর্বের?

এটা একেবারে অন্য ধরনের অনুভূতি। আমাদের বোঝাপড়াটা খুব ভাল। প্রণয় (হালদার), অরিন্দম (ভট্টাচার্য), প্রবীর (দাস) এবং আমি একসঙ্গে খেলেছি আগেও। অনূর্ধ্ব ১৯ ভারতীয় দল থেকে প্রবীর প্রণয়ের সঙ্গে খেলে আসছি। তাই আমরা আরও ভাল খেলতে পারি। আর যেহেতু আমরা কলকাতারই ছেলে, তাই কলকাতার দলের হয়ে খেললে তো বাড়তি মোটিভেশন অবশ্যই পাই।

কেরালা ব্লাস্টার্সের বিরুদ্ধে তো প্রথম ম্যাচেই হেরে গিয়েছিলেন আপনারা। আবার বিপক্ষে সেই কেরালা।

আমরা এ বার জয়ের ব্যাপারে আত্মবিশ্বাসী। ভাল খেলার চেষ্টা করতে হবে আমাদের। কেরালা ব্লাস্টার্স ভাল দল। ম্যাচটা ভাল হবে আশা করি। ঘরের মাঠে আমাদের যা রেকর্ড, তা বজায় রাখার চেষ্টা করব আমরা।