ইন্ডিয়ান সুপার লিগের সর্বপ্রথম ম্যাচে তাঁর দল লড়াকু ফুটবল খেললেও সামগ্রিক ভাবে দলের খেলায় খুশি নন মহমেডান এসসি-র কোচ আন্দ্রেই চেরনিশভ। তাঁর মতে, দলের খেলায় আরও উন্নতি করতে হবে। অনেক ভুলভ্রান্তি মেটাতে হবে তাদের।

সোমবার ঘরের মাঠে শেষ লগ্নে গোল খেয়ে শূন্য হাতেই আইএসএল অভিযান শুরু করতে হয় সাদা-কালো ব্রিগেডকে। স্টপেজ টাইমের চার মিনিটের মাথায় আলাদ্দিন আজারেইয়ের গোলে জয় পায় নর্থইস্ট ইউনাইটেড এফসি। গত মরশুমের আই লিগ চ্যাম্পিয়ন মহমেডান এ দিন প্রত্যাশার চেয়েও ভাল ও লড়াকু পারফরম্যান্স দেখায়। সদ্য ডুরান্ড কাপ জিতে আসা নর্থইস্ট ইউনাইটেডকে ম্যাচের কোনও সময়েই ছন্দে ফিরতে দেয়নি সাদা-কালো ব্রিগেড।

লড়াই যে করেছে তাঁর দল, তা মেনে নিলেও মহমেডান কোচ সে জন্য বিন্দুমাত্র উচ্ছ্বাস প্রকাশ করেননি। তাঁর ধারণা, অনেক জায়গাতেই দুর্বলতা রয়েছে তাঁর দলের। সেগুলো শোধরানোই এখন তাঁদের কাজ। বলেন, “এক পয়েন্ট কেন, এই ম্যাচ থেকে আমরা তিন পয়েন্টও পেতে পারতাম। এই ম্যাচে আমরা বুঝে নিলাম আইএসএলের মান ঠিক কী রকম। আমরা আজ অনেকগুলো গোলের সুযোগ তৈরি করেছি। কিন্তু সেগুলো গোলে পরিণত করতে পারিনি। এই দুর্বলতা আমাদের শোধরাতে হবে। আরও পরিশ্রম করতে হবে আমাদের। তবে আমাদের দলের ছেলেরা যে রকম পরিশ্রম করেছে, দৌড়েছে, তা ভাল লেগেছে আমার”।

এই প্রসঙ্গে তিনি আরও বলেন, “আমরা প্রথম ম্যাচে আদৌও ভাল খেলতে পারব কি না, তা নিয়ে অনেকেই উদ্বিগ্ন ছিল। তবে আমি তো আগেই বলেছি আই লিগ আর আইএসএলের মধ্যে অনেক ফারাক আছে। আমরা ভাল খেলেছি ঠিকই। অ্যালেক্সি একটা গোল করেও দিয়েছিল প্রায়। গোলটা করতে পারলে ম্যাচটা আমরা জিততেও পারতাম। তবে আমাদের এখনও অনেক উন্নতি করতে হবে, অনেক মেরামতি বাকি আছে। প্রতি ম্যাচে আমাদের ক্রমশ উন্নতি করতে হবে”।

কোন কোন জায়গায় দুর্বলতা রয়েছে, তা জানতে চাইলে চেরনিশভ বলেন, “শুধু আক্রমণে নয়, মাঝমাঠেও আমাদের উন্নতি করতে হবে। তা ছাড়া কোন মুহূর্তে কী শট নেওয়া প্রয়োজন, কখন ড্রিবল করা দরকার এই সিদ্ধান্তুগুলোও সঠিক ভাবে নিতে হবে। এগুলোতেও ভুল হচ্ছে। আমাদের শারীরিক দিক থেকেও ফিট থাকতে হবে। কারণ প্রায় আট মাসের লিগে পরপর ম্যাচ খেলতে হবে আমাদের। ধারাবাহিকতা বজায় রাখার জন্য ফিটনেস বজায় রাখতে হবে আমাদের”।

মহমেডানের আর্জেন্টাইন ফরোয়ার্ড অ্যালেক্সি গোমেজ এ দিন দুর্দান্ত ফর্মে ছিলেন। কিন্তু একাধিক সুযোগ নষ্ট করেন সঠিক ফিনিশিংয়ের অভাবে। ম্যাচের শেষ দিকে তিনি চোটও পান। স্ট্রেচারে শুয়ে মাঠ ছাড়তে হয় তাঁকে। তাঁর চোট গুরুতর কি না, জানতে চাইলে কোচ বলেন, “অ্যালেক্সির চোট ঠিক কী রকম, তা এখনই বলতে পারব না। ডাক্তাররা পরীক্ষা করবেন, তার পর জানাবেন। এ জন্য কাল সকাল পর্যন্ত অপেক্ষা করতে হবে আমাদের”।

তাদের পরের ম্যাচ আরও চার দিন পরে। তবে এখনই সেই ম্যাচ নিয়ে ভাবতে নারাজ রাশিয়ান কোচ। পরবর্তী ম্যাচ প্রসঙ্গে তিনি বলেন, “এখন আমার কাজ প্রথম ম্যাচের বিশ্লেষণ করে নিজেদের কী খামতি আছে, তা খুঁজে বার করা। আমাদের পরবর্তী প্রতিপক্ষ এফসি গোয়ার প্রথম ম্যাচ আছে কাল। সেই ম্যাচও দেখতে হবে। তার পর পরবর্তী ম্যাচ নিয়ে পরিকল্পনা শুরু করতে পারব। তবে জানি যে, এফসি গোয়া শক্তিশালী দল। ওদের ভাল কোচ আছে। ওদের খেলার স্টাইলও ভাল। আজকের চেয়ে সে দিন আরও ভাল খেলতে হবে আমাদের”।