রবিবার যুবভারতী ক্রীড়াঙ্গনে কেরালা ব্লাস্টার্সের কাছে অপ্রত্যাশিত হারের পরে কী বললেন এটিকে এফসি-র সিনিয়র তারকা, ডিফেন্ডার প্রীতম কোটাল? এই হারের কী ব্যাখ্যা দিচ্ছেন তিনি indiansuperleague.com-কে? একবার দেখে নেওয়া যাক। 

আজকের ম্যাচে এই ফলটা নিশ্চয়ই চাননি আপনারা? কিন্তু কী সমস্যা হল আজ?

খুব কঠিন ম্যাচ ছিল আজ। শেষ মিনিট পর্যন্ত লড়াই করেছি আমরা। হঠাৎ করে গোলটা হয়ে গেল। ঠিক আছে, যা হয়ে গিয়েছে, হয়ে গিয়েছে। এ বার আমাদের পরের ম্যাচের দিকে তাকাতে হবে। এই ম্যাচে যা ভুল হয়েছে, সেগুলো থেকে শিক্ষা নিয়ে পরের ম্যাচে  ভাল খেলতে হবে। দেখতে হবে যাতে একই ভুল আর না হয়।

এই ম্যাচে জিতলে আপনারা লিগশীর্ষেই থাকতে পারতেন। সেটা না হওয়ায় কি হতাশ লাগছে না?

হতাশ তো লাগছেই। পুরো দলই হতাশ। আমরা আজ খারাপ খেলিনি। অনেকগুলো গোলের সুযোগ তৈরি করেছি। কিন্তু কোনওটাই কাজে লাগাতে পারিনি। তবে ফুটবলে এ রকম হয়েই থাকে। আমাদের এখন সামনের দিকে তাকাতে হবে।

ইতিবাচক কী পেলেন এই ম্যাচে, যেগুলো আপনাদের পরের ম্যাচে কাজে লাগবে?

আমরা একজোট হয়ে লড়াই করেছি। ফলে হারটাও আমাদের সকলকে একসঙ্গেই মেনে নিতে হয়েছে। আমাদের কোচ সবসময়ই বলেন, একজোট হয়েই লড়তে হবে আমাদের। কিন্তু বললাম তো, হার-জিত খেলায় হতেই থাকে। এখন আমাদের পরের ম্যাচ নিয়ে ভাবতে হবে।

ডেভিড উইলিয়ামস না থাকাটা আপনাদের কতটা ক্ষতি করেছে?

না, ওর পরিবর্তে যারা খেলেছে, বলবন্ত (সিং), জবি (জাস্টিন), ওরা নিজেদের সেরাটা দেওয়ারই চেষ্টা করেছে। তবে আমাদের দুর্ভাগ্য যে ম্যাচটা হেরে যাই আমরা।

সমর্থকদের জন্য কী বার্তা দেবেন?

সমর্থকদের ধন্যবাদ যে তাঁরা আজ আমাদের সমর্থন করে গিয়েছেন সমানে। আশা করি পরের ম্যাচে আরও বেশি সমর্থক থাকবেন গ্যালারিতে। ধৈর্য্য বজায় রেখে আরও বেশি করে গলা ফাটাবেন আমাদের জন্য। আপনাদের সমর্থন আমাদের খুব দরকার।