মোহনবাগান সুপার জায়ান্ট সেন্টার-ব্যাক টম অলড্রেড ক্লাবের সঙ্গে এক বছরের নতুন চুক্তিতে স্বাক্ষর করেছেন। সম্প্রতি এক ঘোষণায় এই খবর জানিয়েছে গত ইন্ডিয়ান সুপার লিগে (আইএসএল) জোড়া খেতাবজয়ী ক্লাব। এই নতুন চুক্তির ফলে এই স্কটিশ ডিফেন্ডার ২০২৫–২৬ মরশুমের শেষ পর্যন্ত সবুজ-মেরুন জার্সি গায়ে খেলবেন।

অলড্রেড ২০২৪–২৫ মরশুম শুরুর আগে এ-লিগ ক্লাব ব্রিসবেন রোর থেকে সবুজ-মেরুন বাহিনীতে যোগ দেন এবং খুব অল্প সময়ের মধ্যেই সমর্থকদের প্রিয় হয়ে ওঠেন। ৩৪ বছর বয়সী এই ডিফেন্ডার দলের রক্ষণভাগে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন কলকাতার ক্লাবের হয়ে।

হোসে মোলিনার নেতৃত্বে মোহনবাগান সুপার জায়ান্ট আইএসএল শিল্ড ধরে রাখে এবং ফাইনালে বেঙ্গালুরু এফসিকে হারিয়ে আইএসএল কাপ জিতে নেয়। আইএসএল ইতিহাসে মাত্র দ্বিতীয় দল হিসেবে একই মরশুমে এই জোড়া খেতাব অর্জন করে। ডুরান্ড কাপেও রানার্স-আপ হয় তারা।

সবকটি প্রতিযোগিতা মিলিয়ে ৩২টি ম্যাচে অংশগ্রহণ করেন টম অলড্রেড এবং তাঁর রক্ষণভাগের দৃঢ়তার পাশাপাশি আক্রমণেও অবদান রাখেন। বিশেষ করে সেট-পিস থেকে তিনটি গোল ও একটি অ্যাসিস্টের মাধ্যমে।

এখন চুক্তির মেয়াদ বাড়ার পর অভিজ্ঞ এই ডিফেন্ডার আগামী ২০২৫–২৬ মরশুমে আরও ভাল পারফরম্যান্স দেখিয়ে দলকে পিছন থেকে নেতৃত্ব দেওয়ার লক্ষ্যে প্রস্তুত হচ্ছেন।