ইস্টবেঙ্গল এফসি-তে ‘হেড অফ ফুটবল’-এর দায়িত্বে থাংবই সিংতো
আক্রমণাত্মক ফুটবলের পৃষ্ঠপোষকতা এবং তরুণ ভারতীয় প্রতিভাদের বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা নেওয়ার জন্য প্রশংসা পেয়েছেন তিনি।

থাংবই সিংতোকে তাদের হেড অফ ফুটবল হিসেবে নিয়োগ করল ইস্ট বেঙ্গল এফসি। সম্প্রতি সরকারি ভাবে এই খবর ঘোষণা করে কলকাতার ক্লাব। হায়দরাবাদ এফসি-র প্রাক্তন কোচ সিংতোকে ক্লাবের ফুটবল সংক্রান্ত কার্যকলাপ দেখভালের দায়িত্ব দেওয়া হয়েছে। এই দায়িত্ব পেয়ে ভারতীয় ফুটবলে ফিরে আসছেন ৫০ বছর বয়সি সিংতো। এর আগে তিনি হায়দরাবাদ এফসি-র প্রধান কোচের দায়িত্বে ছিলেন, যে পদ তিনি ২০২৪-২৫ ইন্ডিয়ান সুপার লিগ (আইএসএল) মরশুমের মাঝপথে ছেড়ে দেন।
বহু বছরের কোচিং অভিজ্ঞতা নিয়ে ইস্টবেঙ্গলে যোগ দিলেন সিংতো। হায়দরাবাদ এফসি-তে তাঁর মেয়াদ শুরুর আগে তিনি ওডিশা এফসি, কেরালা ব্লাস্টার্স এফসি এবং নর্থইস্ট ইউনাইটেড এফসি-র সহকারী কোচ হিসেবে কাজ করেছেন। যদিও হায়দরাবাদে তাঁর সময়কাল খুব একটা ফলপ্রসূ ছিল না, তবে আক্রমণাত্মক ফুটবলের পৃষ্ঠপোষকতা এবং তরুণ ভারতীয় প্রতিভাদের বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা নেওয়ার জন্য প্রশংসা পেয়েছেন তিনি।
২০২৪-২৫ মরশুমে হতাশাজনক পারফরম্যান্স করে কলকাতার লাল-হলুদ বাহিনী। আইএসএল প্লে-অফে পৌঁছাতে পারেনি তারা। ২৪ ম্যাচে মাত্র ২৮ পয়েন্ট নিয়ে লিগ টেবলের নবম স্থানে শেষ করে তারা। কলিঙ্গ সুপার কাপেও প্রথম ম্যাচেই কেরালা ব্লাস্টার্স এফসি-র কাছে হেরে বিদায় নেয় তারা। তাদের খেতাব রক্ষার লড়াই টুর্নামেন্টের শুরুতেই শেষ হয়ে যায়।
এখন সিংতো ফুটবল অপারেশনের দায়িত্ব নেওয়ায় আগামী মরশুমের জন্য একটি মজবুত ভিত গড়ে তোলার আশা করছে ইস্টবেঙ্গল এফসি।