ভুবনেশ্বরে সুপার কাপ শুরু ২১ এপ্রিল থেকে, ঘোষণা ফেডারেশনের
এটি সুপার কাপের পঞ্চম সংস্করণ। এ পর্যন্ত এই টুর্নামেন্টের প্রতিটি আসরেই আইএসএলে খেলা দলগুলিই চ্যাম্পিয়ন হয়েছে।

আগামী ২১ এপ্রিল ওডিশার ভুবনেশ্বরে শুরু হবে সুপার কাপ ২০২৫, সর্বভারতীয় ফুটবল ফেডারেশন (এআইএফএফ) সরকারি ভাবে এই ঘোষণা করেছে। ১৬ দলের এই টুর্নামেন্ট নকআউট ফরম্যাটে অনুষ্ঠিত হবে। এ বছর সুপার কাপের পঞ্চম সংস্করণে ১৩টি আইএসএল ক্লাব ও ৩টি আই-লিগ ক্লাব অংশ নেবে। তবে ফাইনালের দিনক্ষণ এখনও জানানো হয়নি।
সুপার কাপ ২০২৫-এর বিজয়ী দল ২০২৫-২৬ এএফসি চ্যাম্পিয়ন্স লিগ ২-এর প্লে-অফে খেলার সুযোগ পাবে। ভারতীয় ক্লাবগুলোর পক্ষে মহাদেশীয় পর্যায়ে নিজেদের প্রতিষ্ঠা করার একটি সুবর্ণ সুযোগ এনে দেয় এই টুর্নামেন্ট।
#SuperCup 🏆 2025 to be played in Bhubaneswar from April 21 🙌
— Indian Football Team (@IndianFootball) March 5, 2025
Read 👉 https://t.co/ft4l8wbqqn#IndianFootball ⚽ pic.twitter.com/uTvaO9RLbj
এটি সুপার কাপের পঞ্চম সংস্করণ। এ পর্যন্ত এই টুর্নামেন্টের প্রতিটি আসরেই আইএসএলে খেলা দলগুলিই চ্যাম্পিয়ন হয়েছে। ২০১৮-য় বেঙ্গালুরু এফসি প্রথম সেরার শিরোপা জেতে। এর পর ২০১৯ সালে এফসি গোয়া চেন্নাইয়িন এফসিকে হারিয়ে কাপ জিতে নেয়। কোভিডের কারণে ২০২০ থেকে ২০২২-এর মধ্যে এই প্রতিযোগিতা হয়নি। তবে ২০২৩-এ এটি ফের শুরু হয়।
২০২৩-এর ফাইনালে বেঙ্গালুরু এফসিকে পরাজিত করে তাদের প্রথম সুপার কাপ জেতে ওডিশা এফসি। গত বছর ইস্টবেঙ্গল এফসি চ্যাম্পিয়ন হয় ওডিশা এফসি-কে হারিয়ে।