আগামী ২১ এপ্রিল ওডিশার ভুবনেশ্বরে শুরু হবে সুপার কাপ ২০২৫, সর্বভারতীয় ফুটবল ফেডারেশন (এআইএফএফ) সরকারি ভাবে এই ঘোষণা করেছে। ১৬ দলের এই টুর্নামেন্ট নকআউট ফরম্যাটে অনুষ্ঠিত হবে। এ বছর সুপার কাপের পঞ্চম সংস্করণে ১৩টি আইএসএল ক্লাব ও ৩টি আই-লিগ ক্লাব অংশ নেবে। তবে ফাইনালের দিনক্ষণ এখনও জানানো হয়নি।

সুপার কাপ ২০২৫-এর বিজয়ী দল ২০২৫-২৬ এএফসি চ্যাম্পিয়ন্স লিগ ২-এর প্লে-অফে খেলার সুযোগ পাবে। ভারতীয় ক্লাবগুলোর পক্ষে মহাদেশীয় পর্যায়ে নিজেদের প্রতিষ্ঠা করার একটি সুবর্ণ সুযোগ এনে দেয় এই টুর্নামেন্ট।

এটি সুপার কাপের পঞ্চম সংস্করণ। এ পর্যন্ত এই টুর্নামেন্টের প্রতিটি আসরেই আইএসএলে খেলা দলগুলিই চ্যাম্পিয়ন হয়েছে। ২০১৮-য় বেঙ্গালুরু এফসি প্রথম সেরার শিরোপা জেতে। এর পর ২০১৯ সালে এফসি গোয়া চেন্নাইয়িন এফসিকে হারিয়ে কাপ জিতে নেয়। কোভিডের কারণে ২০২০ থেকে ২০২২-এর মধ্যে এই প্রতিযোগিতা হয়নি। তবে ২০২৩-এ এটি ফের শুরু হয়।

২০২৩-এর ফাইনালে বেঙ্গালুরু এফসিকে পরাজিত করে তাদের প্রথম সুপার কাপ জেতে ওডিশা এফসি। গত বছর ইস্টবেঙ্গল এফসি চ্যাম্পিয়ন হয় ওডিশা এফসি-কে হারিয়ে।