শুক্রবার বাম্বোলিমের অ্যাথলেটিক স্টেডিয়ামে তাঁর দল বেঙ্গালুরু এফসি ১-২-এ হেরে গেলেও দলের হয়ে একমাত্র গোলটি করে হিরো আইএসএলে নতুন নজির গড়লেন সুনীল ছেত্রী। এ দিনের গোলটি দেশের এক নম্বর লিগে তাঁর ৫০তম গোল। এই গোলটি করে হিরো ইন্ডিয়ান সুপার লিগের সর্বকালের সর্বোচ্চ স্কোরারদের তালিকায় এক নম্বরে উঠে এলেন ভারতীয় ফুটবলের সেরা তারকা।

শুক্রবার ০-২ গোলে পিছিয়ে থাকা অবস্থায় এই গোলটি করেন ছেত্রী। নির্ধারিত সময় শেষ হওয়ার তিন মিনিট আগে ডানদিক দিয়ে বক্সে ঢোকা উদান্ত সিংয়ের ক্রস থেকে গোলটি করেন বেঙ্গালুরু এফসি-র অধিনায়ক। হিরো আইএসএলের সর্বোচ্চ স্কোরার হওয়ার দৌড়ে ছেত্রী ও হায়দরাবাদ এফসি-র নাইজেরিয়ান তারকা বার্থোলোমিউ ওগবেচে ছিলেন। শুক্রবারের ম্যাচে তাঁরা মুখোমুখি হন। কে আগে ৫০-এর মাইলস্টোনে পৌঁছবেন, তা নিয়ে চলছিল রেষারেষি।

অনেকে ভেবেছিলেন, এটিকে মোহনবাগানের বিরুদ্ধে মঙ্গলবারের ম্যাচেই ওগবেচে সেই মাইলস্টোন ছুঁয়ে ফেলবেন। কিন্তু সবুজ-মেরুন ডিফেন্ডাররা তাঁকে সে দিন বোতলবন্দী করে রাখায় সেই নজির গড়া হয়নি তাঁর। শুক্রবারও সেই দৌড় জারি ছিল। কিন্তু শেষ পর্যন্ত ৮৭ মিনিটের গোলে জিতে গেলেন ভারতীয় অধিনায়ক।

এই দৌড়ে ছিলেন স্প্যানিশ ফরোয়ার্ড ফেরান কোরোমিনাসও। তিনি হিরো আইএসএলে ৫৭টি ম্যাচ খেলে ৪৮টি গোল করেছেন। তবে এই মরশুমে তিনি আর এই লিগে নেই। ফলে এই দৌড়েও তিনি নেই। ওগবেচে সব মিলিয়ে ৭২টি ম্যাচে ৪৯ গোল করেছেন। ছেত্রী ১১০ ম্যাচ খেলে ৫০তম গোলের মাইলস্টোন ছুঁলেন। অ্যাসিস্টের দিক থেকেও এগিয়ে রয়েছেন ছেত্রী। হিরো আইএসএলে ছেত্রী যেখানে দশটি অ্যাসিস্ট করেছেন, সেখানে ওগবেচে গোল করিয়েছেন ছ’বার।

তাঁদের চেয়ে অনেক পিছনে রয়েছেন এটিকে মোহনবাগানের রয় কৃষ্ণা, যিনি ৫৪ ম্যাচে ৩৩ গোল ও ১৮টি অ্যাসিস্ট করেছেন। তাঁর সতীর্থ হুগো বুমৌসের মোট গোলসংখ্যা ২৪।