কুয়েতের বিরুদ্ধে ম্যাচের দল ঘোষণা স্টিমাচের
মোট ৩২ জন খেলোয়াড় ভুবনেশ্বরে প্রস্তুতি শিবিরে ছিলেন, তাদের মধ্যে পাঁচজনকে ছেড়ে দেওয়া হয়েছে।

আগামী ৬ জুন কুয়েতের বিরুদ্ধে বিশ্বকাপ বাছাই পর্বের ম্যাচের জন্য ২৭ সদস্যের দল ঘোষণা করেছেন দলের হেড কোচ ইগর স্টিমাচ।
মোট ৩২ জন খেলোয়াড় ভুবনেশ্বরে প্রস্তুতি শিবিরে ছিলেন, যার মধ্যে ফুর্বা লাচেনপা, পার্থিব গগৈ, ইমরান খান, মুহম্মদ হাম্মাদ ও জিথিন এমএস-কে ছেড়ে দেওয়া হয়েছে।
দল ঘোষণা করে স্টিমাচ বলেন, "ওরা সবাই খুব পেশাদার এবং কঠোর পরিশ্রমী। ওদের মধ্যে যথেষ্ট প্রতিযোগিতা আছে, বিশেষ করে জিথিন এবং পার্থিবের জায়গায়। পার্থিব, হাম্মাদ কয়েকদিন আগে সামান্য চোট পেয়েছিল এবং তাদের দু-এক সপ্তাহ লাগবে। তাই ওদের বিশ্রাম দেওয়া হল"।
নির্বাচিত ফুটবলাররা ২৯ মে পর্যন্ত ভুবনেশ্বরে প্রশিক্ষণ চালিয়ে যাবেন।জুনের শুরুতে তাঁরা কলকাতায় যাবেন। ব্লু টাইগাররা ৬ জুন বিবেকানন্দ যুবভারতী ক্রীড়াঙ্গনে কুয়েতের মুখোমুখি হবে। ১১ জুন কাতারের বিরুদ্ধে গ্রুপ এ-র শেষ দুই ম্যাচে খেলবে তারা। এটিই অধিনায়ক সুনীল ছেত্রীর শেষ আন্তর্জাতিক ম্যাচ হতে চলেছে।
ভারত বর্তমানে চারটি ম্যাচ থেকে চার পয়েন্ট নিয়ে গ্রুপে দ্বিতীয় স্থানে রয়েছে। গ্রুপের শীর্ষস্থানীয় দুটি দল ফিফা বিশ্বকাপ বাছাই পর্বের তৃতীয় রাউন্ডে উঠবে এবং ২০২৭-এর এএফসি এশিয়ান কাপে তাদের জায়গা পাকা করবে।
দলে কলকাতার দুই আইএসএল ক্লাবের দশজন ফুটবলার রয়েছেন। মোহনবাগান এসজি-র সাতজন ও ইস্টবেঙ্গল এফসি-র তিনজন রয়েছেন স্টিমাচের এই বাহিনীতে।
২৭ সদস্যের স্কোয়াডে আছেন,
গোলরক্ষক: গুরপ্রীত সিং সান্ধু, অমরিন্দর সিং, বিশাল কয়েথ।
ডিফেন্ডার: অময় রানাওয়াডে, আনোয়ার আলি, জয় গুপ্তা, লালচুংনুঙ্গা, মেহতাব সিং, নরেন্দ্র, নিখিল পূজারি, রাহুল ভেকে, শুভাশিস বোস।
মিডফিল্ডার: অনিরুদ্ধ থাপা, ব্র্যান্ডন ফার্নান্ডেজ, এডমন্ড লালরিন্দিকা, জিকসন সিং, লালিয়ানজুয়ালা ছাংতে, লিস্টন কোলাসো, মহেশ সিং নাওরেম, নন্দকুমার সেকর, সহাল আব্দুল সামাদ, সুরেশ সিং ওয়াংজাম।
ফরোয়ার্ড: ডেভিড লাল্লনসাঙ্গা, মনবীর সিং, রহিম আলি, সুনীল ছেত্রী, বিক্রম প্রতাপ সিং।