নতুন বছরের দিকে তাকিয়ে রয়েছেন এটিকের প্রধান কোচ। নিজের দলকে আরও ভাল করে সাজানোর জন্য আসন্ন জানুয়ারির ট্রান্সফার উইন্ডোর দিকে চেয়ে রয়েছেন তিনি। রবিবার চেন্নাইয়ের জওহরলাল নেহরু স্টেডিয়ামে চেন্নাইয়িন এফসিকে হারানোর পরে সাংবাদিকদের মুখোমুখি হয়ে এমনই কথা জানালেন কোপেল। এদিন চেন্নাইয়িনের বিরুদ্ধে ৩-২ জয়ের পরে  সাংবাদিক সম্মলনে এসে কোপেল জানান, দল জেতায় তিনি খুশি, কিন্তু ৩-১ ব্যবধানে তাঁর দল যখন জিতছিল তখনই বেশ কয়েকটি ভুল করে বসে তাঁর ছেলেরা। রক্ষণ ভাল না হলে বিপদ যে বাড়তেই পারত, এমনটাই মনে করেন কোপেল। তবে সবকিছুর পাশাপাশি বিকে প্রশংসা করতে ভোলেননি তিনি।

অন্যদিকে চেন্নাইয়িন এফসির প্রধান কোচ জন গ্রেগরি নিজের দলের এই ফলে বেশ হতাশ। এখনও পর্যন্ত ঘরের মাঠে একটি ম্যাচও জিততে পারেনি দল, তার উপর বর্তমানে দল লিগ টেবিলে যেই জায়গায় দাঁড়িয়ে তাতে ঘুরে দাঁড়ানোর প্রশ্ন বৃথা। তার উপর সামনেই আবার এএফসি কাপের লড়াই, তাই এদিনের ম্যাচ হারের পরে নিজের কষ্টটা সংবাদ মাধ্যমের সামনে প্রকাশ করে দিলেন তিনি। এদিনের হার স্বীকার করে নিয়ে জন জানান প্রথম দশ মিনিট চেন্নাইয়িন এফসি ভাল খেললেও বেশ কিছু ভুল এবং দুটো পেনাল্টি সবটা শেষ করে দিয়েছে।  জন গ্রেগরি জানিয়েছেন এখনও দলে আরও অনেক উন্নতি দরকার, সেকারনেই অনেককে সুযোগ দিয়েছিলেন তিনি। কিন্তু তাঁর চেষ্টা ব্যর্থ হয়। তাঁর মতে সুযোগ গুলোকে কাজে লাগাতে পারলে ফল অন্য হতেই পারত। তিনি জানিয়েছেন, এদিনের ম্যাচের প্রথম দশ মিনিট তাঁর ছেলেরা ভাল ফুটবল খেললেও, এটিকে বাকি ম্যাচটা অনেক ভাল খেলেছে।