মার্চে ভারতীয় দলের জোড়া ম্যাচ শিলংয়ে
এএফসি এশিয়ান কাপের বাছাইপর্বে গ্রুপ সি-তে ভারতের প্রতিপক্ষ হংকং, সিঙ্গাপুর এবং বাংলাদেশ।

মার্চে ফিফা আন্তর্জাতিক উইন্ডোয় ভারতীয় দলের দু'টি ম্যাচ হবে শিলংয়ের জওহরলাল নেহরু স্টেডিয়ামে।
সর্বভারতীয় ফুটবল ফেডারেশনের ওয়েবসাইট জানিয়েছে, আগামী ২৫ মার্চ এএফসি এশিয়ান কাপ, ২০২৭ বাছাইপর্বের চূড়ান্ত রাউন্ডের অভিযান শুরু করবে ভারত। বাংলাদেশের বিরুদ্ধে এই ম্যাচ খেলবে তারা। এই ম্যাচের আগে, ১৯ মার্চ মলদ্বীপের বিরুদ্ধে একটি আন্তর্জাতিক প্রীতি ম্যাচও খেলবে মানোলো মার্কেজের দল। এটি ভারতের প্রস্তুতি ম্যাচও। দু'টি ম্যাচই হবে শিলংয়ের জেএলএন স্টেডিয়ামে। দুই ম্যাচই শুরু হবে সন্ধ্যা ৭টায়।
ভারত এএফসি এশিয়ান কাপের বাছাইপর্বে চূড়ান্ত রাউন্ডে গ্রুপ সি-তে রয়েছে, যেখানে তাদের প্রতিপক্ষ হিসেবে রয়েছে হংকং, সিঙ্গাপুর এবং বাংলাদেশ। দলগুলি ২০২৬ এর মার্চ পর্যন্ত হোম-অ্যাওয়ে রাউন্ড-রবিন ফরম্যাটে একে অপরের বিরুদ্ধে দুটি করে ম্যাচ খেলবে। প্রতিটি গ্রুপের শীর্ষস্থানীয় দল সরাসরি এশিয়ান কাপে খেলার সুযোগ পাবে।
গত বছর সংস্কারের পর এবারই প্রথমবারের মতো শিলংয়ের জেএলএন স্টেডিয়ামে ভারতের সিনিয়র দলের আন্তর্জাতিক ম্যাচ অনুষ্ঠিত হতে চলেছে। ১৫,১০০ দর্শকাসন-সহ এই স্টেডিয়ামে এর আগে ডুরান্ড কাপ, ইন্ডিয়ান সুপার লিগ, আই-লিগ, আই-লিগ ২য় ডিভিশনসহ বিভিন্ন ক্লাব প্রতিযোগিতার ম্যাচ আয়োজন করেছে। এবার হতে চলেছে আন্তর্জাতিক ম্যাচও।
মার্চে ভারতীয় দলের সূচী:
- ১৯ মার্চ: ভারত বনাম মলদ্বীপ, সন্ধ্যা ৭টা, ফিফা আন্তর্জাতিক প্রীতি ম্যাচ
- ২৫ মার্চ: ভারত বনাম বাংলাদেশ, সন্ধ্যা ৭টা, এএফসি এশিয়ান কাপ সৌদি আরব ২০২৭ বাছাইপর্বের চূড়ান্ত রাউন্ড