এআইএফএফ সুপার কাপ ২০২৫-২৬–এ তাদের দাপুটে ফর্ম বজায় রাখল পাঞ্জাব এফসি। রবিবার, গোয়ার বাম্বোলিমের জিএমসি স্টেডিয়ামে মহমেডান এসসি-কে ৩-০ গোলে কার্যত উড়িয়ে দিল তারা

নিনথোই মিতেই এ দিনের ম্যাচে ২৬ মিনিটের মাথায় পাঞ্জাবকে এগিয়ে দেন। এর কিছুক্ষণ পরেই সামির জেলস্কোভিচ বিরতির ঠিক আগে ব্যবধান দ্বিগুণ করেন। ৭২তম মিনিটে মাংলেনথাং কিপগেন ঠান্ডা মাথায় তৃতীয় গোলটি করে জয় নিশ্চিত করেন।

সুপার কাপের গ্রুপ 'সি'-তে পাঞ্জাব এফসি তাদের আধিপত্য আরও একবার প্রমাণ করল এই জয়ে। দুই ম্যাচে ছয় পয়েন্ট নিয়ে তারা সেমিফাইনালের একেবারে দোরগোড়ায় পৌঁছে গিয়েছে, অন্যদিকে টানা দুই হারের ফলে মহমেডান স্পোর্টিংয়ের সুপার অভিযান এখানেই শেষ হল। শেষ ম্যাচে নিয়ম রক্ষার জন্য নামবে তারা।

সেমিফাইনালে ইস্টবেঙ্গল এসসি-র বিরুদ্ধে খেলবে এই গ্রুপেরই সেরারা। এ দিন গোকুলম কেরালাকে ৪-০-য় হারিয়ে গ্রুপের এক নম্বর জায়গাটা দখল করে নিল বেঙ্গালুরু এফসিবুধবার দুই শীর্ষস্থানীয় দলের ম্যাচেই ঠিক হবে কারা শেষ চারে ইস্টবেঙ্গলের মুখোমুখি হবে।