আসন্ন হিরো আইএসএলে নামার আগে নিজেদের ফুটবল দলের নাম ও লোগো সরকারি ভাবে প্রকাশ করল শ্রী সিমেন্ট ইস্টবেঙ্গল ফাউন্ডেশন। এ বারই প্রথম দেশের এক নম্বর ফুটবল লিগে খেলতে নামছে তারা। এই লিগে এসসি ইস্টবেঙ্গল নামে খেলতে দেখা যাবে লাল-হলুদ জার্সিধারী ফুটবলারদের। নামের সঙ্গে নতুন লোগোও প্রকাশ করে হয়েছে।

আনুষ্ঠানিক ভাবে নাম ও নতুন লোগো প্রকাশ করে শ্রী সিমেন্টের ম্যানেজিং ডিরেক্টর এইচ এম বাঙ্গুর বলেন, “ক্লাবের মূল প্রতীক জ্বলন্ত মশালকে এই লোগোয় অক্ষুণ্ণ রাখা হয়েছে। আর ক্লাবের চিরকালীন লাল-হলুদ রঙ তো রয়েছেই। ভারতীয় ফুটবলে ইস্টবেঙ্গল ক্লাবের ইতিহাস, ঐতিহ্য এবং অবদান বজায় রাখার জন্য তাদের সঙ্গে শ্রী সিমেন্টের সংযুক্তির প্রতীক এই লোগো”।

তিনি আরও বলেন, “আমাদের সঙ্গে ইস্টবেঙ্গলের বন্ধুত্বের এই শুরু। এবং ক্লাবের এই পরিবর্তিত লোগো সবার সামনে প্রকাশ করতে পেরে আমরা খুবই খুশি। আমাদের ব্র্যান্ডের যথেষ্ট সুনাম ও জনপ্রিয়তা রয়েছে। আশা করি তা ক্লাবের ঐতিহ্যকে এগিয়ে নিয়ে যেতে সাহায্য করবে”।

শ্রী সিমেন্টের জয়েন্ট ম্যানেজিং ডিরেক্টর প্রশান্ত বাঙ্গুর এই উপলক্ষে বলেন, “নতুন লোগো প্রকাশ করতে পেরে আমরা খুশি ও গর্বিত। আধুনিকতার ছোঁয়ায় তৈরি এই লোগোর মাধ্যমে আমরা আমাদের ক্লাবের ফুটবল ঐতিহ্যকে কুর্নিশ জানাই। সমর্থকেরা এই ক্লাবের হৃদয় ও আত্মা। ক্লাবের পতাকা আরও উঁচুতে তুলে ধরার জন্য আমরা সবাই মিলে একই পরিবার হিসেবে প্রতিদিন পরিশ্রম করব”।

এসসি ইস্টবেঙ্গলের কোচ ইংল্যান্ড ও লিভারপুলের কিংবদন্তি রবি ফাউলার দলবল নিয়ে শুক্রবার গোয়ায় তাঁদের টিম হোটেলে ঢুকে পড়লেন। নিয়ম অনুযায়ী আপাতত তাঁদের কোয়ারান্টাইনে থাকতে হবে। তার পরে প্রস্তুতি শুরু করবে লাল-হলুদ শিবির। ফাউলারের মতো তারকা কোচ ছাড়াও অস্ট্রেলিয়ান লিগে খেলা অভিজ্ঞ ডিফেন্ডার স্কট নেভিল রয়েছে এসসি ইস্টবেঙ্গল দলে।