ডায়মন্ড হারবার এফসি-র কাছে হেরে ডুরান্ড অভিযান শুরু মহমেডান এসসি-র
এই ফলের অর্থ, গ্রুপ শীর্ষে উঠে গেল ডায়মন্ড হারবার এফসি। যা তাদের পক্ষে খুবই গুরুত্বপূর্ণ ছিল।

নবাগত ডায়মন্ড হারবার এফসির কাছে অপ্রত্যাশিত ভাবে হারতে হল মহমেডান স্পোর্টিং ক্লাবকে। সোমবার যুবভারতী ক্রীড়াঙ্গনে ডুরান্ড কাপের ‘বি’ গ্রুপের ম্যাচে অতিরিক্ত সময়ে লুকা মাজেনের করা গোলের সুবাদে ২-১-এ জয় ছিনিয়ে নেয় ডায়মন্ড হারবার।
প্রথমার্ধে মহামেডান এসসি এগিয়ে যায় অ্যাডিসনের গোলে, যিনি ডান দিক দিয়ে বক্সে ঢুকে এক কোণাকুণি শট নেন গোলে। তবে গোলকিপার মিরশাদের ভুলে বল তাঁর হাত থেকে পিছলে সরাসরি জালে জড়িয়ে যায়।
দ্বিতীয়ার্ধে, ৫১ মিনিটের মাথায় রুয়াতকিমার হেডারের মাধ্যমে সমতা ফেরায় ডায়মন্ড হারবার এফসি। অবশেষে সংযুক্ত সময়ের ১০ মিনিটের মাথায় পাঞ্জাব এফসি-র প্রাক্তন ফরোয়ার্ড ও অধিনায়ক মাজেন গোল লাইন থেকে ফিরে আসা বলে শট নিয়ে ডায়মন্ড হারবার এফসি-কে অবিশ্বাস্য এক জয় এনে দেন।
এই ফলের অর্থ, গ্রুপ শীর্ষে উঠে গেল ডায়মন্ড হারবার এফসি। যা তাদের পক্ষে খুবই গুরুত্বপূর্ণ ছিল। কারণ, গ্রুপ বি-তে তাদের সঙ্গে রয়েছে গত আইএসএলের জোড়া খেতাবজয়ী ও গত ডুরান্ডের ফাইনালিস্ট মোহনবাগান সুপার জায়ান্ট। তারা এ বারও ডুরান্ড জয়ের অন্যতম দাবিদার। এই ম্যাচের বিজয়ী দল সবুজ-মেরুন বাহিনীকে কড়া চ্যালেঞ্জ দিতে পারে।
Rautkima's goal at the start of the second half, and Majcen's late goal in addition time, wins the debut match for DHFC in the 134th Edition of IndianOil Durand Cup. An upset for the Mohammedan SC side. 🏆⚽#MDSCDHFC #134thEditionofIndianOilDurandCup #PoweredBySBIandCoalIndia… pic.twitter.com/oWVOOicQpo
— Durand Cup (@thedurandcup) July 28, 2025
এই গ্রুপে ডায়মন্ড হারবারের সঙ্গে মোহনবাগান সুপার জায়ান্টের ম্যাচ একেবারে শেষে, ৯ অগাস্ট। যদি গ্রুপ পর্বে আরেকটি ম্যাচ (বিএসএফের বিরুদ্ধে) জিততে পারে ডায়মন্ড হারবার এফসি, তা হলে সবুজ-মেরুন বাহিনীর ওপর চাপ বেশ বেড়ে যাবে। কারণ, প্রতি গ্রুপ থেকে একটি মাত্র দল নক আউট পর্বে উঠবে।
মোহনবাগান সুপার জায়ান্ট তাদের ডুরান্ড অভিযান শুরু করবে আগামী শুক্রবার, মহমেডানের বিরুদ্ধেই। ডায়মন্ড হারবারের মুখোমুখি হওয়ার আগে মোহনবাগান সুপার জায়ান্ট যদি দু’টি জয় পেয়ে যায়, তা হলে ৯ অগাস্টের ম্যাচই কার্যত প্রি কোয়ার্টার ফাইনাল হয়ে উঠবে।
এ দিন সাদা-কালো ব্রিগেড শুরুতেই চ্যালেঞ্জের মুখে পড়ে। কারণ, ডায়মন্ড হারবার এফসি ম্যাচের শুরু থেকেই যথেষ্ট ধারালো পারফরম্যান্স দেখায়। তা সত্ত্বেও অপ্রত্যাশিত ভাবে ৩৬তম মিনিটে অ্যাডিসনের গোলে এগিয়ে যায় মহমেডান এসসি।
প্রথমার্ধের শেষ মুহূর্তে অ্যাডিসন আরও একটি ভাল সুযোগ পান ব্যবধান দ্বিগুণ করার। কিন্তু তাঁর শট লক্ষ্যভ্রষ্ট হয়। ফলে মহমেডান ১-০-র ইতিবাচক ব্যবধান নিয়েই বিরতিতে যায়। দ্বিতীয়ার্ধে, ডায়মন্ড হারবার এফসি কয়েকটি সুযোগ তৈরি করে এবং খেলা শুরুর ছ’মিনিটের মধ্যেই সমতা ফেরাতে সক্ষম হয়। কর্নার কিক থেকে রুয়াতকিমার দুর্দান্ত হেডারে আই-লিগের দলটি ম্যাচে ফিরে আসে।
দ্বিতীয়ার্ধের বাকি সময়ে দুই দলই একাধিক সুযোগ তৈরি করে। তবে ফাইনাল থার্ডে নিখুঁত ফিনিশিংয়ের অভাবে কেউই গোল করতে পারেনি। অতিরিক্ত সময়ের একেবারে শেষ মুহূর্তে, প্রাক্তন পাঞ্জাব এফসি স্ট্রাইকার লুকা মাজেন ফিরতি বলে শট নিয়ে গোল করে মহমেডান এসসির কাছ থেকে তিন পয়েন্ট ছিনিয়ে নেয়।