আগামী মরশুমের জ্ন্য স্প্যানিশ কোচ ফ্রান্সিসকো মলিনাকে দলের হেড কোচ করে নিয়ে আসছে মোহনবাগান সুপার জায়ান্ট। ক্লাবের সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে এই ঘোষণা করেছে সবুজ-মেরুন বাহিনী। অর্থাৎ গত মরশুম পর্যন্ত দলকে প্রশিক্ষণ দেওয়া আন্তোনিও লোপেজ হাবাসকে অব্যহতি দিয়ে মলিনাকে দায়িত্ব দেওয়া হচ্ছে। ২০২৩-২৪-এ হাবাসের প্রশিক্ষণেই মোহনবাগান সুপার জায়ান্ট লিগশিল্ড জেতে।

বাংলার ফুটবলপ্রেমীদের অনেকেরই মনে আছে, ২০১৬-য় মলিনার প্রশিক্ষণেই আইএসএল কাপ জিতেছিল এটিকে। সে বছর হাবাসের বদলেই মলিনাকে নিয়ে এসেছিল এটিকে। এ বার হাবাসের পরিবর্তে মোহনবাগান শিবিরের দায়িত্ব নিতে চলেছেন মলিনা।

দায়িত্ব পেয়ে মলিনা বলেন, “মোহনবাগান সুপার জায়ান্টে যোগ দিয়ে আমি সন্মানিত। এক ঐতিহ্যবাহী ক্লাব এই মোহনবাগান। আশা করি, ক্লাব ও তাদের সমর্থকদের আরও সাফল্য এনে দিতে পারব”। মোহনবাগান এসজি আইএসএলে যোগ দেওয়ার পর থেকে প্রতিবারই প্লে অফে খেলার যোগ্যতা অর্জন করেছে। ২০২২-২৩ মরশুমে কাপ জয় করে তারা এবং গত মরশুমে লিগশিল্ড জেতে। একমাত্র কলকাতার এই দলই আইএসএলে পরপর দু’বার ফাইনালে উঠেছে।

ফার্নান্দো হিয়েরোর জায়গায় দায়িত্ব পেয়ে ২০১৮ থেকে ২০২২ পর্যন্ত রয়্যাল স্প্যানিশ ফুটবল ফেডারেশনের স্পোর্টিং ডিরেক্টর হিসেবে সফলভাবে কাজ করেছেন মলিনা। মোহনবাগান এসজি-র কোচ হয়ে আসাটা তাঁর কোচিং জীবনের একটা উল্লেখযোগ্য মাইলস্টোন বলে মনে করেন মলিনা।

তাই ক্লাব কর্তৃপক্ষের কাছে তাঁর কৃতজ্ঞতা জানিয়ে তিনি বলেন, “আমাকে মোহনবাগান সুপার জায়ান্ট দলের প্রশিক্ষণের দায়িত্ব নেওয়ার সুযোগ দেওয়ার জন্য ড. গোয়েঙ্কাকে জানাই ধন্যবাদ”।

সল ক্রেসপোকে রাখছে ইস্টবেঙ্গল

স্প্যানিশ মিডফিল্ডার সল ক্রেসপোর চুক্তির মেয়াদ আরও বাড়াল ইস্টবেঙ্গল এফসি। আগামী মরশুম, অর্থাৎ ২০২৫-২৬-এর শেষ পর্যন্ত তিনি ইস্টবেঙ্গলেই থাকবেন। ক্লাবের হেড কোচ কার্লস কুয়াদ্রাত এই প্রসঙ্গে বলেন, “দলের কম্পোজিশনে সল একজন গুরুত্বপূর্ণ ফুটবলার। ওর পারফরম্যান্স গত মরশুমে আমাদের ভাল খেলতে অনেক সাহায্য করেছে। মাঝমাঠে সল ভাল খেললে আমাদের ফরোয়ার্ডরা প্রতিপক্ষকে বিপদে ফেলার জন্য সঠিক পাসগুলো পায়”।

সল ক্রেসপো তাঁর চুক্তির মেয়াদবৃদ্ধি নিয়ে বলেন, “এই ঐতিহাসিক ক্লাবের সঙ্গে সম্পর্ক বজায় রাখতে পেরে আমি খুবই খুশি। এই দল এখন আমার পরিবারের মতো। সমর্থকদের কাছ থেকে অনেক ভালবাসা পেয়েছি। তারা আমাদের যে সমর্থন জুগিয়েছে, সে জন্য আমি তাদের প্রতি কৃতজ্ঞ”।

গত বছর জুনে ইস্টবেঙ্গলে যোগ দেন সল। সারা মরশুমে সাতটি গোল করেন তিনি, একটি অ্যাসিস্ট করেন। দলকে কলিঙ্গ সুপার কাপ জিততে ও ডুরান্ড কাপের ফাইনালে উঠতে সাহায্য করেন এই স্প্যানিশ ফুটবলার। সুপার কাপ ফাইনালে সেরা খেলোয়াড়ের সন্মানও পান তিনি। আইএসএল ২০২৩-২৪-এ পরপর তিনটি ম্যাচে গোলও করেন তিনি। মোহনবাগান এসজি-র বিরুদ্ধে গোল পান সল। ইস্টবেঙ্গলের খেলোয়াড়দের মধ্যে ফাইনাল থার্ডে সবচেয়ে বেশি (২২) পাস তিনিই দিয়েছেন।