চলতি ইন্ডিয়ান সুপার লিগে গত ৮ মার্চের ম্যাচে মুম্বই সিটি এফসি-কে ৩-০ জয়ী ঘোষণা করা হল। ম্যাচটি ১-১ ড্র হয়েছিল। কিন্তু সেই ম্যাচে জামশেদপুর এফসি নিয়ম ভেঙে একজন ফুটবলারকে খেলানোর ফলে তাদের বিরুদ্ধে শাস্তিমূলক পদক্ষেপ হিসেবে এই সিদ্ধান্ত নিল সর্বভারতীয় ফুটবল ফেডারেশনের শৃঙ্খলারক্ষা কমিটি। এই সংশোধিত ফলের প্রভাব পড়ল লিগ তালিকাতেও। 

গত ৮ মার্চে জামশেদপুরে এই ম্যাচটির পর মুম্বই সিটি এফসি কর্তৃপক্ষ ফেডারেশনের কাছে অভিযোগ জানায়, তাদের প্রতিপক্ষ আইএসএলের নিয়ম মেনে সারা ম্যাচে সাতজন দেশীয় ফুটবলার খেলায়নি। এই অভিযোগ খতিয়ে দেখার পর মুম্বই সিটি এফসি-র পক্ষে রায় দেয় ফেডারেশনের ডিসিপ্লিনারি কমিটি। মুম্বই সিটি এফসি-কে এই ম্যাচে ৩-০-য় জয়ী ঘোষণা করা হয় এবং তাদের এই জয়ের জন্য তিন পয়েন্ট দেওয়া হয়। 

মুম্বই এই ম্যাচ থেকে তিন পয়েন্ট অর্জন করায় তারা ১৯ ম্যাচে ৪১ পয়েন্ট নিয়ে লিগ টেবলের শীর্ষে রইল। দ্বিতীয় স্থানে থাকা মোহনবাগান সুপার জায়ান্টের সংগ্রহ ১৮ ম্যাচে ৩৯ পয়েন্ট। অন্যদিকে, জামশেদপুরের এক পয়েন্ট কাটা যাওয়ায় ১৯ ম্যাচে ২০ পয়েন্ট নিয়ে তারা এখন লিগ তালিকার আট নম্বরে। ফলে ছ’নম্বর জায়গার জন্য প্রতিযোগিতা আরও জমজমাট হল। 

১৯ ম্যাচে ২০ পয়েন্ট অর্জন করেছে নর্থইস্ট ইউনাইটেডও। কিন্তু গোলপার্থক্যের কারণে তারা জামশেদপুরের পিছনে ন’নম্বরে রয়েছে। ১৯ ম্যাচে ১৮ পয়েন্ট পেয়ে দশে রয়েছে ইস্টবেঙ্গল। তাদের গোলপার্থক্য এখন -২। তাই একই সংখ্যক পয়েন্ট পেয়েও চেন্নাইন এফসি (-১০) রয়েছে ১১ নম্বরে। ৩০ মার্চ থেকে এই জায়গা থেকে ফের শুরু হবে আইএসএলের শেষ পর্ব।