সরল মোহনবাগান এসজি-র অ্যাওয়ে ম্যাচ
মোহনবাগান সুপার জায়ান্টের ম্যাচ সরে গেল ভুবনেশ্বরের কলিঙ্গ স্টেডিয়ামে। তবে এ বার তাদের হোম ম্যাচ নয়, সরে গেল অ্যাওয়ে ম্যাচ। আগামী ২ ডিসেম্বর হায়দরাবাদ এফসি-র বিরুদ্ধে তাদের যে ম্যাচ হওয়ার কথা ছিল হায়দরাবাদে, সেই ম্যাচটি হবে ভুবনেশ্বরের কলিঙ্গ স্টেডিয়ামে, ওডিশা এফসি-র ঘরের মাঠে।
মোহনবাগান সুপার জায়ান্টের ম্যাচ সরে গেল ভুবনেশ্বরের কলিঙ্গ স্টেডিয়ামে। তবে এ বার তাদের হোম ম্যাচ নয়, সরে গেল অ্যাওয়ে ম্যাচ। আগামী ২ ডিসেম্বর হায়দরাবাদ এফসি-র বিরুদ্ধে তাদের যে ম্যাচ হওয়ার কথা ছিল হায়দরাবাদে, সেই ম্যাচটি হবে ভুবনেশ্বরের কলিঙ্গ স্টেডিয়ামে, ওডিশা এফসি-র ঘরের মাঠে।
১৮ দিনের অবকাশের পর ভারতের সবচেয়ে বড় ফুটবল লিগ ফের শুরু হতে চলেছে ২৫ নভেম্বর থেকে, চেন্নাইন এফসি বনাম ইস্টবেঙ্গল এফসি ম্যাচ দিয়ে।
এর আগেও মোহনবাগানের ম্যাচের সূচীতে পরিবর্তন হয়েছে। প্রথম লেগের কলকাতা ডার্বি স্থগিত হয়েছে। এবার তাদের আরও একটি ম্যাচে পরিবর্তন হল। তবে তারিখে না, এবার ভেনু পরিবর্তন।
এ পর্যন্ত ছ'রাউন্ড খেলা হয়েছে এ মরশুমের লিগে। অবশ্য মুম্বই সিটি এফসি পাঁচটি এবং মোহনবাগানের চারটি ম্যাচ খেলা হয়েছে। চারটি ম্যাচেই জয় পেয়ে কলকাতার দল ১২ পয়েন্ট অর্জন করেছে। তবে ১৩ পয়েন্ট পেয়ে প্রথম দুইয়ে এফসি গোয়া ও কেরালা ব্লাস্টার্স। ১১ পয়েন্ট পেয়ে মুম্বই চারে এবং ওডিশা এফসি, নর্থইস্ট ইউনাইটেড এফসি যথাক্রমে পাঁচ ও ছয়ে।