প্রায় চার বছর পরে কলকাতার ক্লাবে ফিরতে চলেছেন পাঞ্জাব থেকে উঠে আসা ফরোয়ার্ড মনবীর সিং। তিন বছর এফসি গোয়ার হয়ে খেলার পরে এ বার মনবীর যোগ দিলেন এটিকে মোহনবাগানে। তিন বছরের জন্য কলকাতার ক্লাবের চুক্তিতে সই করলেন তিনি। ভারতীয় দলের হয়ে খেলা এই ফরোয়ার্ড কলকাতার ক্লাবে ফেরার পাকাপাকি সিদ্ধান্ত নিয়ে বলেন, “আমার হৃদয়ে কলকাতার একটা বিশেষ জায়গা রয়েছে। তাই এখানে ফিরতে পেরে আমি খুবই খুশি। বিশেষ করে এটিকে মোহনবাগানের মতো ক্লাবের ঐতিহ্যবাহী সবুজ-মেরুন জার্সি পরার সুযোগ পেয়ে আমি গর্বিত। আগামী মরশুমগুলোতে কলকাতার এই ক্লাবের হয়ে মাঠে নামার অপেক্ষায় রয়েছি আমি”।

২০১৬-১৭ মরশুমে মনবীর মহমেডান স্পোর্টিংয়ের হয়ে খেলেছিলেন। সে বার বাংলার হয়ে সন্তোষ ট্রফিও খেলেন তিনি। এবং ফাইনালে গোল করে তিনি বাংলাকে দেশের সেরা ফুটবলখেলিয়ে রাজ্যের খেতাবও এনে দিয়েছিলেন। সন্তোষ ফাইনালে যাদের হারায় বাংলা, সেই গোয়ার ক্লাবেই পরের মরশুমে যোগ দেন মনবীর এবং গত তিনটি হিরো আইএসএল মরশুমে সেই ক্লাবেই ছিলেন। এফসি গোয়ার হয়ে ৪৭টি ম্যাচ খেলে তিনটি গুরুত্বপূর্ণ গোল করেছেন মনবীর।

২০১৭-১৮ মরশুমে হিরো আইএসএলে মোট ন’টি ম্যাচ খেলেন পঞ্জাবের এই ২৪ বছর বয়সি খেলোয়াড়। সেবার লিগ টেবলে তিন নম্বরে ছিল এফসি গোয়া। পরের মরশুমে ১৯টি ম্যাচ খেলেন। করেন একটি গোল। সে বার ফাইনাল খেলে গোয়ার দল। গত মরশুমেও হিরো আইএসএলে ১৯টি ম্যাচ খেলেন এবং দু’টি খুব গুরুত্বপূর্ণ গোল করে দলকে লিগ তালিকায় সবার উপরে থাকতে সাহায্য করেন।

এ বার এটিকে মোহনবাগান ফরোয়ার্ড লাইনে রয় কৃষ্ণা, এডু গার্সিয়া, জবি জাস্টিনের সঙ্গে যোগ দিলেন মনবীরও।