ভারতীয় দলের নতুন কোচ মানোলো মার্কেজ, বহাল ক্লাবেও
তাঁর তত্ত্বাবধানে একাধিক তরুণ ফুটবলার তৈরি হয়ে ভারতীয় দলে খেলেছেন। ২০২১-২২-এ তাঁর প্রশিক্ষণাধীন হায়দরাবাদ এফসি আইএসএল কাপ জয়ী হয়। ২০২৩-এ এফসি গোয়ায় যোগ দেন মার্কেজ।

ভারতীয় সিনিয়র দলের হেড কোচের দায়িত্ব দেওয়া হল এফসি গোয়ার স্প্যানিশ কোচ মানোলো মার্কেজকে। সর্বভারতীয় ফুটবল ফেডারেশনের (এআইএফএফ) এগজিকিউটিভ কমিটির বৈঠকে এই সিদ্ধান্ত নেওয়া হয় শনিবার। এই বৈঠকের পরই ফেডারেশনের পক্ষ থেকে সরকারি ভাবে নতুন কোচের নাম ঘোষণা করে দেওয়া হয়। রবিবার থেকেই ভারতীয় দলের দায়িত্ব নিচ্ছেন ইন্ডিয়ান সুপার লিগের অন্যতম সফল এই কোচ।
শুধু ভারতীয় দল নয়, একই সঙ্গে ২০২৪-২৫ মরশুমে তিনি এফসি গোয়ার দায়িত্বও সামলাবেন বলে জানিয়ে দিয়েছেন ফেডারেশন সভাপতি কল্যাণ চৌবে। এই মরশুমের পর মার্কেজ ভারতীয় দলের পূর্ণ দায়িত্ব নেবেন বলে জানিয়েছেন তিনি।
Manolo Marquez appointed head coach of Senior Men’s National Team!
— Indian Football Team (@IndianFootball) July 20, 2024
Read full details here 👉🏻 https://t.co/iUUMAwB8vk#IndianFootball ⚽️ pic.twitter.com/Ni9beyul8B
এই খবর ঘোষণা করে ফেডারেশন সভাপতি শনিবার বলেন, “ভারতীয় কোচ হিসেবে মানোলো মার্কেজের নাম ঘোষণা করে আমরা আনন্দিত। একই সঙ্গে ভারতীয় দলের কর্তব্য পালনের জন্য তাঁকে ছাড়পত্র দেওয়ায় ধন্যবাদ এফসি গোয়াকেও। দুই কর্তব্য পালনে যাতে তাঁর কোনও অসুবিধা না হয় এবং এর প্রভাব যাতে কোনও কর্তব্যেই না পড়ে এবং দুই দলই যাতে যথাসম্ভব ভাল ফল করে, সে জন্য ফেডারেশন, এফসি গোয়া এবং মানোলো মার্কেজের মধ্যে নিয়মিত যোগাযোগ থাকবে”।
এই দায়িত্ব পেয়ে মার্কেজ তাঁর প্রতিক্রিয়ায় জানিয়েছেন, “ভারতকে আমি আমার ‘সেকেন্ড হোম’ বলে মনে করি। এ দেশের জাতীয় দলের দায়িত্ব আমার কাছে বড় সন্মানের। এই দেশের মানুষের সঙ্গে সঙ্গে আমার একটা সম্পর্ক তৈরি হয়ে গিয়েছে বলে অনুভব করি। এই সুন্দর দেশে আসার পর থেকেই নিজেকে এই দেশেরই একজন বলে মনে হয় আমার। এ দেশের কোটি কোটি সমর্থকের মুখে হাসি ফোটানোর জন্য নিজের সেরাটা দিতে চাই। আগামী মরশুমে জাতীয় দলকে সাহায্য করার এই কাজের অনুমতি দেওয়ার জন্য এফসি গোয়া কর্তৃপক্ষের কাছে আমি কৃতজ্ঞ। এই সুযোগ দেওয়ার জন্য এআইএফএফ-কেও ধন্যবাদ। আশা করি ফুটবলের জন্য ভাল কিছু করতে পারব”।
সম্প্রতি ভারতীয় দলের হেড কোচের পদ থেকে অব্যহতি দেওয়া হয় ক্রোয়েশিয়ার ইগর স্টিমাচকে। জানুয়ারিতে এএফসি এশিয়ান কাপে ব্যর্থতার পর বিশ্বকাপ বাছাই পর্বের দ্বিতীয় রাউন্ডের শেষ দুই ম্যাচে কুয়েত ও কাতারের কাছে হেরে ছিটকে যায় ভারতীয় দল। তার পরেই স্টিমাচকে বিদায় জানানোর সিদ্ধান্ত নেয় ফেডারেশন।
১৯৯৮ বিশ্বকাপে ব্রোঞ্জ পদকজয়ী স্টিমাচ ২০১৯-এর ১৫ মে স্টিফেন কনস্টান্টাইনের জায়গায় ভারতীয় দলের হেড কোচের দায়িত্ব নেন। ক্রোয়েশিয়ার এই কোচের তত্ত্বাবধানে ভারতীয় দল দু’টি সাফ চ্যাম্পিয়নশিপ, একটি ইন্টারকন্টিনেন্টাল কাপ ও একটি ত্রিদেশীয় সিরিজ জেতে। একই বছরে ভারতের তিনটি খেতাব জয়ের ঘটনা স্টিমাচের আমলেই প্রথম ঘটে। কিন্তু এ বছর জানুয়ারিতে এএফসি এশিয়ান কাপে অস্ট্রেলিয়া, সিরিয়া ও উজবেকিস্তানের কাছে হেরে টুর্নামেন্ট থেকে বিদায় নেয়।
স্টিমাচের জায়গায় ভারতীয় দলের দায়িত্ব কাকে দেওয়া হবে, তা নিয়ে অনেক জল্পনা চলছিল গত কয়েক সপ্তাহ ধরে। অবশেষে শনিবার সেই জল্পনার অবসান ঘটাল এআইএফএফ।
ভারতীয় ক্লাব ফুটবলে গত চার বছর ধরে প্রশিক্ষণ দিচ্ছেন ৫৫ বছর বয়সী মার্কেজ। ২০২০-তে তিনি ইন্ডিয়ান সুপার লিগের দল হায়দরাবাদ এফসি-র কোচ হিসেবে যোগ দেন। তাঁর তত্ত্বাবধানে একাধিক তরুণ ফুটবলার তৈরি হয়েছেন এবং ভারতীয় দলের হয়ে খেলেছেন। ২০২১-২২-এ তাঁর প্রশিক্ষণাধীন হায়দরাবাদ এফসি আইএসএল কাপ জয়ী হয়। ২০২৩-এ তিনি হায়দরাবাদ এফসি ছেড়ে এফসি গোয়ায় যোগ দেন।
ভারতে আসার আগে স্পেনের লা পালমার সিনিয়র ও জুনিয়র দলের কোচ ছিলেন। এ ছাড়াও এসপানিয়ল বি, বাদালোনা, প্র্যাট, ইউরোপারও কোচের দায়িত্ব পালন করেন তিনি। দায়িত্ব নেওয়ার পর মার্কেজ প্রথমে ভারতীয় দল নিয়ে ভিয়েতনামে একটি ত্রিদেশীয় ফ্রেন্ডলি টুর্নামেন্টে নামবেন অক্টোবরে। ভারত এবং আয়োজক ভিয়েতনাম ছাড়াও এই টুর্নামেন্টে অংশ নেবে লেবানন।
সাম্প্রতিক ফিফা ক্রমতালিকা অনুয়ায়ী ভিয়েতনাম ১১৬ এবং লেবানন ১১৭-য় রয়েছে। ভারতের (১২৪) চেয়ে এগিয়ে রয়েছে দুই দলই। তাই শুরুতেই কঠিন পরীক্ষার মুখে পড়তে হবে নতুন কোচকে। ভারতের প্রথম খেলা ৯ অক্টোবর, ভিয়েতনামের বিরুদ্ধে। ১২ অক্টোবর দ্বিতীয় ম্যাচ, লেবাননের বিরুদ্ধে। ১৫ অক্টোবর ভিয়েতনাম-লেবানন ম্যাচের পরে বোঝা যাবে ফাইনালে কোন দুই দল মুখোমুখি হবে।