মহমেডান এসসি-কে জোড়া গোলে হারিয়ে চলতি মরশুম শুরু করলবেঙ্গালুরু এফসি, যারা এই মরশুমে প্রথম কোনও জাতীয় ক্লাব টুর্নামেন্টে অংশ নিচ্ছে। বৃহস্পতিবার ফতোরদার নেহরু স্টেডিয়ামে চলতি সুপার কাপের প্রথম ম্যাচে জিতে গ্রুপ ‘সি’-র দ্বিতীয় স্থানে জায়গা করে নিল তারা। গোল পার্থক্যে এগিয়ে থাকায় শীর্ষে রয়েছে পাঞ্জাব এফসি। তবে প্রতি দলেরই এখনও দু’টি করে ম্যাচ বাকি।

চলতি সুপার কাপই এ মরশুমে গত আইএসএলের ফাইনালিস্ট বেঙ্গালুরু এফসি-র প্রথম টুর্নামেন্ট। সে দিক থেকে দেখতে গেলে এই ম্যাচে নামার আগে প্রতিপক্ষদের নিয়ে তেমন হোমওয়ার্ক করার সুযোগ পায়নি মহমেডান এসসি। তাদের সাম্প্রতিক ফর্মও খুব একটা ভাল না।

ডুরান্ড কাপে তিনটির মধ্যে মাত্র একটি ম্যাচ জিতে গ্রুপ পর্ব থেকেই ছিটকে যায় মহমেডান এসসি। কলকাতা লিগে অবনমনের আওতায় পড়ে যায় তারা। তবে শেষ পর্ন্ত অবনমন পর্বে একটি ম্যাচে ওয়াকওভার পাওয়ায় ও একটি ম্যাচে বড় ব্যবধানে জেতায় কোনও মতে অবনমন এড়াতে পারে তারা। ফিফার নিষেধাজ্ঞা থাকায় নতুন কোনও ফুটবলারকেও এই মরশুমে সই করাতে পারেনি তারা। তাই খুব একটা ভাল অবস্থায় সুপার কাপে আসেনি তারা। তার প্রতিফলন বৃহস্পতিবারের প্রথম ম্যাচেই দেখা যায়।

এ দিন বেঙ্গালুরুর দলের হয়ে গোল করেন তাওরেম কেলভিন সিং এবংসুনীল ছেত্রী কিশোর প্রতিভা কেলভিন ৩৪তম মিনিটে দারুণ এক শটে প্রথম গোলটি করে ম্যাচে ব্লুজদের নিয়ন্ত্রণ এনে দেন। ৮৬ মিনিটের মাথায় সুনীল তাঁর স্বভাবসুলভ ঠান্ডা মাথায় নেওয়া পেনাল্টি থেকে ব্যবধান দ্বিগুণ করেন এবং জয় নিশ্চিত করেন।

দলের দুর্দান্ত পারফরম্যান্স, কেলভিনের তারুণ্যের ঝলক ও সুনীলের অভিজ্ঞ ও ঠাণ্ডা মাথার ফুটবল—সব মিলিয়ে এ দিন নীল-বাহিনী টুর্নামেন্টে এক প্রতিশ্রুতিময় সূচনা করে। বাকি দুই ম্যাচ থেকে পয়েন্ট আনতে গেলে যে মহমেডান এসসি-কে আরও ভাল ফুটবল খেলতে হবে, তা এ দিনই বুঝিয়ে দিলেন সুনীলরা।