ফুটবল হোক বা অন্য যে কোনও খেলা, নেপথ্যে থাকা সেই মানুষগুলির কথা কি আমরা মনে রাখি, যারা গৌরবের পথে পথপ্রদর্শক হয়ে ওঠেন? সেই প্রধান কোচেদের দক্ষতা ও প্রভাব প্রশংসার দাবি রাখে, কারণ তাঁরাই দলের সাফল্যের মূল চালিকাশক্তি।

সাইডলাইনের ধারে দাঁড়িয়ে সমানে নির্দেশ থেকে ক্রমাগত অনুপ্রেরণা এবং কৌশলগত দক্ষতা জোগানো—একজন ভাল কোচের উপস্থিতিই একটি ম্যাচের গতি এবং ফলাফল নির্ধারণ করে দিতে পারে। ইন্ডিয়ান সুপার লিগ (আইএসএল)-এ এমন অনেক সফল প্রধান কোচ দেখা গিয়েছে যারা তাদের দলকে শিরোপা জয়ে অনুপ্রাণিত ও সাহায্য করেছেন।

তবে শুধুমাত্র তিনজন স্প্যানিশ কোচই দেশের এই সেরা লিগে জোড়া খেতাব— অর্থাৎ লিগ শিল্ড এবং আইএসএল কাপ দুটিই জিতিয়েছেন এবং লিগের ইতিহাসে নিজেদের নাম স্মরণীয় করে রেখেছেন।

চলুন, এক নজরে দেখে নেওয়া যাক সেই অনন্য কয়েকজনকে:

সের্খিও লোবেরা

২০২০-২১ মরশুমে মুম্বই সিটি এফসি-র হয়ে আইএসএল ডাবল সম্পন্ন করা প্রথম হেড কোচ হওয়ার সাফল্য অর্জন করেন। আইল্যান্ডার্সরা মোহনবাগান সুপার জায়ান্টকে হাড্ডাহাড্ডি লড়াই করে শিল্ড ও কাপ জয়ের লক্ষ্যে এগিয়েছিল, কিন্তু শেষ পর্যন্ত লোবেরার কৌশলগত দক্ষতার ওপর ভর করেই বিজয়ী হয়। তিনি মুম্বই সিটি এফসিকে একটি আগ্রাসী ও আক্রমণাত্মক শক্তিতে পরিণত করেন এবং দলের এমন একটি ভিত গড়ে তোলেন, যা ভবিষ্যতে সাফল্যের পথ তৈরি করে দেয়। তবে আইএসএলে সাফল্যের হারের দিক থেকে তিনি বেশ পিছিয়ে। ৪৯.২২% সাফল্যের হার নিয়ে তিনি সেরা কোচেদের তালিকায় রয়েছেন পাঁচ নম্বরে।

হোসে মোলিনা

ভারতে তার দুই দফায় এটিকে এফসি ও মোহনবাগান সুপার জায়ান্টের হয়ে সাফল্যের স্বাদ পেয়েছেন হোসে মোলিনা। লোবেরার পর তিনিই দ্বিতীয় কোচ, যিনি আইএসএলে জোড়া খেতাব অর্জন করেন এবং ২০২৪-২৫ মরশুমে মেরিনারদের লিগ শিল্ড সফলভাবে রক্ষা করতে সাহায্য করে ইতিহাস গড়েন। মোলিনা আইএসএল কাপ জিতেছেন দু’বার—প্রথম বার ২০১৬-য় এটিকে এফসির হয়ে এবং পরে ২০২৪-২৫ সালের রেকর্ড গড়া মরশুমে সবুজ-মেরুন বাহিনীর হয়ে। আইএসএলে তাঁর সাফল্যের শতকরা হার ৫৪.৫৫। এই লিগে সাফল্যের হারের দিক থেকে ডেস বাকিংহামের (৫৭.৪৫) পরেই রয়েছেন তিনি।

আন্তোনিও লোপেজ হাবাস

আন্তোনিও লোপেজ হাবাস সম্ভবত আইএসএল ইতিহাসের সবচেয়ে সফল কোচদের একজন। তিনি এটিকে এফসি এবং মোহনবাগান সুপার জায়ান্টের হয়ে শিল্ড এবং কাপ—দুইই জিতেছেন। ২০১৪ এবং ২০১৯-২০ মরশুমে তিনি এটিকে এফসির হয়ে দুটি আইএসএল কাপ জেতেন এবং ২০২৩-২৪ মরশুমে মোহনবাগানকে প্রথম লিগ শিল্ড জেতান। তাঁর জয়ের মানসিকতা এবং কৌশলগত শৃঙ্খলা তাঁকে যে কোনও দলের সবচেয়ে বড় শক্তি করে তোলে—এবং তাঁর পরিসংখ্যানই তা প্রমাণ করে।

সাফল্যে সেরা পাঁচ

আইএসএলে সাফল্যের শতকরা হারের দিক থেকে সেরা পাঁচ কোচের মধ্যে অবশ্য নেই হাবাস। অন্তত ৩০টি ম্যাচে দল মাঠে নামানো কোচেদের সেই তালিকায় রয়েছেন যথাক্রমে বাকিংহাম (৪৭ ম্যাচ, ২৭ জয়, সাফল্যের হার ৫৭.৪৫), মোলিনা (৪৪ ম্যাচ, ২৪ জয়, সাফল্যের হার ৫৪.৫৫), মানোলো মার্কেজ (১১৬ ম্যাচ, ৬০ জয়, সাফল্যের হার ৫১.৭২), পিটার ক্রাতকি (৪৪ ম্যাচ, ২২ জয়, সাফল্যের হার ৫০.০০) এবং সের্খিও লোবেরা (১২৮ ম্যাচ, ৬৩ জয়, সাফল্যের হার ৪৯.২২)।