ডুরান্ড কাপ ২০২৫: কোন গ্রুপে কারা, ক্রীড়াসূচী ও লাইভ সম্প্রচার কোথায়, জেনে নিন
কলকাতায় ইস্টবেঙ্গল এফসি ও সাউথ ইউনাইটেড এফসি-র মধ্যে ম্যাচ দিয়ে শুরু হবে ডুরান্ড কাপ ২০২৫।

এশিয়ার প্রাচীনতম ফুটবল টুর্নামেন্ট ডুরান্ড কাপের ১৩৪তম আসর বসবে ২৩ জুলাই থেকে। ভারতের পাঁচটি শহরে অনুষ্ঠিত হবে ডুরান্ড কাপের ম্যাচগুলি, যার ফাইনাল অনুষ্ঠিত হবে ২৩ আগস্ট।
টুর্নামেন্টের উদ্বোধনী ম্যাচটি হবে ২৩ জুলাই কলকাতার বিবেকানন্দ যুব ভারতী ক্রীড়াঙ্গনে, যেখানে ইন্ডিয়ান সুপার লিগের (আইএসএল) ক্লাব ইস্টবেঙ্গল এফসি মুখোমুখি হবে সাউথ ইউনাইটেড এফসির।
লাল-হলুদ ব্রিগেড ছাড়াও আরও পাঁচটি আইএসএল ক্লাব এই টুর্নামেন্টে অংশ নিচ্ছে। মোহনবাগান সুপার জায়ান্ট, মহমেডান এসসি, নর্থইস্ট ইউনাইটেড এফসি, জামশেদপুর এফসি এবং পাঞ্জাব এফসি।
মোট ২৪টি দলকে ছয়টি গ্রুপে ভাগ করা হয়েছে। ছ’টি গ্রুপের সেরা দল এবং দ্বিতীয় স্থানে থাকা সেরা দু’টি দল কোয়ার্টার ফাইনালে উঠবে। ম্যাচগুলি অনুষ্ঠিত হবে পাঁচটি শহরে, কলকাতা, শিলং, জামশেদপুর, কোকরাঝার এবং নতুন ভেনু ইম্ফলে।
গতবারের চ্যাম্পিয়ন নর্থইস্ট ইউনাইটেড এফসি এ বার তাদের খেতাব রক্ষার লড়াইয়ে নামবে, যারা ২ অগাস্ট শিলং-এ ফরেন সার্ভিসেস দলের বিরুদ্ধে খেলবে।
ডুরান্ড কাপ গ্রুপবিন্যাস
গ্রুপ এ (কলকাতা):
ইস্টবেঙ্গল এফসি
সাউথ ইউনাইটেড এফসি
ইন্ডিয়ান এয়ার ফোর্স এফটি
নামধারী এফসি
গ্রুপ বি (কলকাতা):
মোহনবাগান সুপার জায়ান্ট
মহমেডান এসসি
ডায়মন্ড হারবার এফসি
বিএসএফ এফটি
গ্রুপ সি (জামশেদপুর):
জামশেদপুর এফসি
ইন্ডিয়ান আর্মি এফটি
১ লাদাখ এফসি
ফরেন সার্ভিসেস টিম
গ্রুপ ডি (কোকরাঝার):
কার্বি আংলং মর্নিং স্টার এফসি
পাঞ্জাব এফসি
আইটিবি এফটি
বোড়োল্যান্ড এফসি
গ্রুপ ই (শিলং):
নর্থইস্ট ইউনাইটেড এফসি
রাংগদাজিয়েড ইউনাইটেড এফসি
শিলং লাজং এফসি
ফরেন সার্ভিসেস টিম
গ্রুপ এফ (ইম্ফল):
ট্রাউ এফসি
নেরোকা এফসি
ইন্ডিয়ান নেভি এফটি
রিয়েল কাশ্মীর এফসি
The stage is set. Mark your calendars. 🗓
— Durand Cup (@thedurandcup) July 7, 2025
Get ready for the 134th edition of the IndianOil Durand Cup 2025. ⚽🏆#134thEditionofIndianOilDurandCup #PoweredBySBIandCoalIndia #DurandCup2025 #ManyChampionsOneLegacy #IndianFootball pic.twitter.com/Bz7zWdfPr2
তিন প্রধানের খেলা কবে, কখন, কোথায়
গ্রুপ এ-তে ইস্টবেঙ্গলের ম্যাচগুলি হবে ২৩ জুলাই বনাম সাউথ ইউনাইটেড এফসি (সন্ধ্যা ৭.০০), ৬ অগাস্ট বনাম নামধারি এফসি (সন্ধ্যা ৭.০০), ১০ অগাস্ট বনাম ভারতীয় বায়ূসেনা (সন্ধ্যা ৭.০০)। ম্যাচগুলি হবে যুবভারতী ক্রীড়াঙ্গন ও কিশোরভারতী ক্রীড়াঙ্গনে।
গ্রুপ বি-তে মোহনবাগান সুপার জায়ান্টের ম্যাচগুলি হবে ৩১ জুলাই বনাম মহমেডান এসসি (বিকেল ৪.০০), ৪ অগাস্ট বনাম বিএসএফ (সন্ধ্যা ৭.০০), ৯ অগাস্ট বনাম বনাম ডায়মন্ড হারবার এফসি (সন্ধ্যা ৭.০০)। ম্যাচগুলি হবে যুবভারতী ক্রীড়াঙ্গন ও কিশোরভারতী ক্রীড়াঙ্গনে।
গ্রুপ বি-তে মহমেডানের ম্যাচগুলি হবে ২৮ জুলাই বনাম ডায়মন্ড হারবার এফসি (সন্ধ্যা ৭.০০), ৩১ জুলাই বনাম মোহনবাগান সুপার জায়ান্ট (বিকেল ৪.০০), ৭ অগাস্ট বনাম বিএসএফ (সন্ধ্যা ৭.০০)। ম্যাচগুলি হবে যুবভারতী ক্রীড়াঙ্গন ও কিশোরভারতী ক্রীড়াঙ্গনে।
জামশেদপুর এফসি তাদের সব গ্রুপ ম্যাচই খেলবে ঘরের মাঠ জেআরডি টাটা স্পোর্টস কমপ্লেক্সে। পাঞ্জাব এফসি-র গ্রুপ ম্যাচগুলি হবে কোকরাঝারের সাই স্টেডিয়ামে। গতবারের চ্যাম্পিয়ন তাদের গ্রুপ ম্যাচগুলি খেলবে শিলংয়ের জওহরলাল নেহরু স্টেডিয়ামে।
নক আউট পর্বের খেলাগুলি হবে ১৬-২০ অগাস্ট। প্রথম দু’টি কোয়ার্টার ফাইনাল হবে ১৬ অগাস্ট ও পরের দু’টি ১৭ অগাস্ট। দু’টি সেমিফাইনাল হবে ১৯ ও ২০ অগাস্ট। ফাইনাল হবে ২৩ অগাস্ট। নক আউট পর্বের খেলাগুলি কোথায় হবে, তা পরে জানানো হবে।
সরাসরি সম্প্রচার কোথায়
ডুরান্ড কাপ ২০২৫-এর সবগুলি ম্যাচ Sony Sports 2 চ্যানেলে সরাসরি সম্প্রচারিত হবে এবং Sony Liv অ্যাপে স্ট্রিমিংয়ের মাধ্যমে দেখা যাবে।