অগাস্ট-সেপ্টেম্বরে কাফা নেশনস কাপে ভারতের কঠিন পরীক্ষা
দুই গ্রুপসেরা দল ফাইনালে একে অপরের মুখোমুখি হবে এবং তৃতীয় স্থানের লড়াইয়ে নামবে দ্বিতীয় স্থানাধিকারী দুই দল। টুর্নামেন্টে ভারত ছাড়াও আমন্ত্রিত ওমান।

এএফসি এশিয়ান কাপ বাছাই পর্বের ম্যাচের আগে তার প্রস্তুতি নেওয়ার ভাল সুযোগ পেতে চলেছে ভারতীয় সিনিয়র দল। অগাস্টের শেষে তারা আন্তর্জাতিক টুর্নামেন্ট খেলবে বিদেশের মাটিতে। সেন্ট্রাল এশিয়ান ফুটবল অ্যাসোসিয়েশন (কাফা) নেশনস কাপ, ২০২৫-এ অংশ নেবে ভারত। বুধবার এই খবর জানিয়েছে সর্বভারতীয় ফুটবল ফেডারেশন (এআইএফএফ)।
৩১ অগাস্ট থেকে ৮ সেপ্টেম্বর এই টুর্নামেন্ট হবে উজবেকিস্তান ও তাজিকিস্তানে। ভারতকে রাখা হয়েছে গ্রুপ ‘বি’-তে। তাদের ম্যাচগুলি হবে দুশানবে-তে। ভারতের সঙ্গে এই গ্রুপে রয়েছে অন্যতম আয়োজক তাজিকিস্তান, ইরান ও আফগানিস্তান। ‘এ’ গ্রুপে থাকবে আর এক আয়োজক দেশ উজবেকিস্তান, কিরগিজ রিপাবলিক এবং ওমান। প্রতি গ্রুপ থেকে সেরা দু’টি দল নক আউট পর্বে উঠবে।
#BlueTigers ✈️ Central Asia! 👀
— Indian Football Team (@IndianFootball) July 30, 2025
The Indian senior men’s team will take part in the #CAFANationsCup next month in Tajikistan 🐯
🇮🇳🆚🇹🇯🇮🇷🇦🇫
More details 🔗 https://t.co/d1H6n2eEtM#IndianFootball ⚽️ pic.twitter.com/CggEuOLY72
দুই গ্রুপসেরা দল ফাইনালে একে অপরের মুখোমুখি হবে এবং তৃতীয় স্থানের লড়াইয়ে নামবে দ্বিতীয় স্থানাধিকারী দুই দল। কাফার সদস্য সংখ্যা ছয়। তাই তারা দু’টি দেশকে আমন্ত্রিত হিসেবে এই টুর্নামেন্টে নিয়ে যাবে। ভারত ছাড়াও আর এক আমন্ত্রিত দল ওমান। এই নিয়ে দ্বিতীয়বার হচ্ছে এই কাফা নেশনস কাপ। ২০২৩-এ প্রথমবার চ্যাম্পিয়ন হয় ইরান। ফাইনালে উজবেকিস্তানকে ১-০-য় হারায় তারা।
গত মাসেই ভারতীয় দলের হেড কোচ মানোলো মার্কেজের চুক্তি বাতিল করা হয়। তাঁর বিদায়ের পর এখন নতুন কোচ নিয়োগের প্রক্রিয়া চলছে। অর্থাৎ, কাফা নেশনস কাপে ভারত নতুন কোচের প্রশিক্ষণেই মাঠে নামবে।
মার্কেজ ২০২৪-এর জুলাইয়ে ভারতীয় দলের দায়িত্ব নিয়েছিলেন। তাঁর অধীনে আটটি ম্যাচ খেলে ভারত, যার মধ্যে মাত্র একটিতে জয় পায়, চারটি ম্যাচ ড্র হয় ও তিনটিতে হারে। ভারতের সামনে রয়েছে এএফসি এশিয়ান কাপ বাছাইপর্বের চ্যালেঞ্জ। অক্টোবরে সিঙ্গাপুরের বিরুদ্ধে এক সপ্তাহের মধ্যে পরপর দু’টি ম্যাচ খেলতে হবে তাদের। এখন পর্যন্ত দু’টি ম্যাচে মাত্র এক পয়েন্ট অর্জন করে গ্রুপে সবার নীচে রয়েছে ভারত। অর্থাৎ, আসন্ন দু’টি ম্যাচে ভারতকে জয়ের সংকল্প নিয়েই নামতে হবে।
কাফা নেশনস কাপ ২০২৫ সূচী
গ্রুপ এ: উজবেকিস্তান (আয়োজক), কিরগিজ প্রজাতন্ত্র, তুর্কমেনিস্তান, ওমান।
গ্রুপ বি: তাজিকিস্তান (আয়োজক), ইরান, আফগানিস্তান, ভারত।
ভারতের ম্যাচ সূচী:
- ২৯ আগস্ট: তাজিকিস্তান বনাম ভারত
- ১ সেপ্টেম্বর: ভারত বনাম ইরান
- ৪ সেপ্টেম্বর: আফগানিস্তান বনাম ভারত