এই লেখাটি ইংরেজিমালয়লামেও পড়তে পারেন।

কাতারের দোহায় অনূর্ধ্ব ২৩ এশিয়ান কাপের বাছাই পর্বের জন্য দল ঘোষণা করলেন কোচ নৌশাদ মুসা।
৩ সেপ্টেম্বর বাহরিনের বিরুদ্ধে ম্যাচ দিয়ে বাছাই পর্বের অভিযান শুরু করবে ভারতীয় অনুর্ধ্ব ২৩ দল। আয়োজক কাতারের বিরুদ্ধে তাদের ম্যাচ ৬ সেপ্টেম্বর এবং ৯ সেপ্টেম্বর ব্রুনেই দারুসালামের মুখোমুখি হবে যুব দল। প্রতি গ্রুপের সেরা দল মূলপর্বে খেলার যোগ্যতা অর্জন করবে। ১১টি গ্রুপের দ্বিতীয় স্থানাধিকারী দলগুলির মধ্যে সেরা চারটিও আগামী বছর সৌদি আরবে মূলপর্বে খেলার ছাড়পত্র পাবে।

অনূর্ধ্ব ২৩ ভারতীয় দলের কোচ মুসা দল ঘোষণা করে বলেন, “আমরা একেকটি ম্যাচ ধরে ধরে এগোব। বাহরিনের বিরুদ্ধে প্রথম ম্যাচ খুবই গুরুত্বপূর্ণ। এই ম্যাচেই বোঝা যাবে আমরা ঠিক কোন জায়গায় দাঁড়িয়ে আছি। এই তিন পয়েন্ট আমাদের কাছে খুবই জরুরি”। সর্বভারতীয় ফুটবল ফেডারেশনের ওয়েবসাইটে কথাগুলি বলেন মুসা।

দোহায় যাওয়ার আগে প্রস্তুতি হিসেবে দুটি রুদ্ধদ্বার ফ্রেন্ডলি ম্যাচ খেলে ভারতীয় দল। কুয়ালা লামপুরে ইরাকের অনূর্ধ্ব ২৩ দলের বিরুদ্ধে প্রথমটিতে ১-২ ও পরের ম্যাচে ১-৩-এ হারে তারা। কোচের ধারণা, এই দুই প্রস্তুতি ম্যাচে দলের আত্মবিশ্বাস বেড়েছে।

কোচ বলেন, “ইরাকের বিরুদ্ধে ম্যাচ খেলে খুব ভাল হয়েছে। ওরা অন্যতম সেরা দল। হারলেও ওদের বিরুদ্ধে আমরা ভাল খেলেছি। ওই দুই ম্যাচে দলের ছেলেরা চারিত্রিক দৃঢ়তার পরিচয় দিয়েছে এবং নিজেদের প্রতি আস্থা রেখেছে”।

ভারতীয় অনূর্ধ্ব ২৩ দল:

গোলকিপার: সাহিল, মোহাম্মদ আরবাজ, দীপেশ চৌহান

ডিফেন্ডার: বিকাশ ইউমনাম, পরমবীর, মোহাম্মদ সাহিফ, হর্ষ অরুণ পালান্দে, শুভম ভট্টাচার্য, রিকি মিতেই হাওবাম

মিডফিল্ডার: সোহম নবীন বর্ষনেয়া, লালরিনলিয়ানা হ্নামতে, মোহাম্মদ আইমেন, ভিবিন মোহনন, মোহাম্মদ সনন, চিংগাংবাম শিভালদো সিং, আয়ুষ দেব ছেত্রী, মাকার্টন লুইস নিকসন, লালরেমতলুয়াঙ্গা ফানাই, ভিনিথ ভেঙ্কটেশ

ফরোয়ার্ড: পার্থিব সুন্দর গোগৈ, মোহাম্মদ সুহেল, শ্রীকুট্টান এমএস, সাহিল হরিজন।