হিরো আইএসএল ফাইনালের অনলাইন টিকিট বিক্রি শুরু হল
চলতি হিরো আইএসএল ফাইনালের অনলাইন টিকিট বিক্রি শুরু হয়ে গেল, জানিয়েছে দেশের এক নম্বর ফুটবল লিগের উদ্যোক্তা এফএসডিএল। আগামী ১৮ মার্চ এই ফাইনাল হতে চলেছে মারগাও-এ পন্ডিত জহরলাল নেহরু স্টেডিয়ামে।


চলতি হিরো আইএসএল ফাইনালের অনলাইন টিকিট বিক্রি শুরু হয়ে গেল, জানিয়েছে দেশের এক নম্বর ফুটবল লিগের উদ্যোক্তা এফএসডিএল। আগামী ১৮ মার্চ এই ফাইনাল হতে চলেছে মারগাও-এ পন্ডিত জহরলাল নেহরু স্টেডিয়ামে।
ফাইনালে ওঠার দৌড়ে আপাতত রয়েছে চারটি দল। দুই সেমিফাইনালে মুখোমুখি হবে এটিকে মোহনবাগান ও হায়দরাবাদ এফসি এবং মুম্বই সিটি এফসি ও বেঙ্গালুরু এফসি।
শুধু মাত্র BookMyShow-এ অনলাইন টিকিট পাওয়া যাচ্ছে। ফাইনালের টিকিটে শুধু ম্যাচ দেখা নয়, ম্যাচ উপলক্ষে আয়োজিত নানা অনুষ্ঠানেও অংশ নিতে পারবেন ফুটবলপ্রেমীরা।
আসন্ন সেমিফাইনালের প্রথম পর্বের ম্যাচগুলি হবে আগামী মঙ্গলবার ও বৃহস্পতিবার। প্রথম সেমিফাইনালে লিগশিল্ডজয়ী মুম্বই সিটি এফসি খেলবে বেঙ্গালুরুর বিরুদ্ধে।
দুই সেমিফাইনালের জয়ীরা ১৮ মার্চ মুখোমুখি হবে খেতাবী লড়াইয়ে। যা ব্লকবাস্টার ফাইনাল হবে বলে মনে করছেন বিশ্লেষকরা।