আগামী মরশুমেও এটিকে মোহনবাগানের কোচের দায়িত্বে থাকছেন আন্তোনিও লোপেজ হাবাস। তাঁর সঙ্গে আরও এক বছরের চুক্তি করল কলকাতার ক্লাব। অর্থাৎ এই নিয়ে টানা তৃতীয় বছর হিরো আইএসএলে কলকাতার দলের দায়িত্বে থাকছেন তিনি। সব মিলিয়ে এটি কোচ হিসেবে তাঁর চতুর্থ বছর হতে চলেছে কলকাতায়। এটিকে মোহনবাগানের পক্ষ থেকে সরকারি ভাবে এই ঘোষণা করা হয় বুধবার রাতে।

২০১৪-য় প্রথম হিরো আইএসএলে চ্যাম্পিয়ন এটিকে-র কোচ ছিলেন বলিভিয়ার জাতীয় দলের প্রাক্তন কোচ হাবাস। তাঁর প্রশিক্ষণে ২০১৯-এও চ্যাম্পিয়নের খেতাব জেতে এটিকে এফসি। হিরো আইএসএল ২০২০-২১ মরশুমে তিনি নবগঠিত এটিকে মোহনবাগানকে ফাইনালেও তোলেন। কিন্তু সফল হননি। তবে সারা লিগে তাঁর দল প্রথম চারের মধ্যেই ছিল। তাই আরও এক বছর চুক্তির মেয়াদ বাড়ানোর সিদ্ধান্তই নিল ক্লাব কর্তৃপক্ষ।

বুধবার নতুন চুক্তি নিয়ে হাবাস মাদ্রিদ থেকে জানান, “আমার ও আমার টেকনিক্যাল স্টাফের ওপর যে ক্লাব আস্থা রেখেছে, এটাই আমার কাছে খুশির খবর। এএফসি কাপের আগে এই খবরটা আমাদের সবাইকে আরও উৎসাহ জোগাবে। মনোবল বাড়াতেও সাহায্য করবে। আন্তর্জাতিক স্তরে ক্লাবকে সাফল্য এনে দেওয়াই এখন আমাদের লক্ষ্য”।

হিরো আইএসএলের আগামী মরশুমে তাঁর লক্ষ্য প্রসঙ্গে হাবাস বলেন, “এ বছর আমরা অল্পের জন্য নিজেদের লক্ষ্যে পৌঁছতে পারিনি। সেই হতাশা কাটিয়ে উঠে আগামী মরশুমে লক্ষ্যপূরণের জন্য দলগত ভাবে লড়াই করব। ভুলভ্রান্তি দূর করে নিজেদের সেরাটা দেওয়ার চেষ্টা করব। ক্লাবের সমর্থক ও কর্মকর্তাদের আস্থার মর্যাদা রাখার জন্য আমরা প্রতিশ্রুতিবদ্ধ”।