বিশ্বকাপ বাছাই পর্বে ভারতের ম্যাচ ভুবনেশ্বর, গুয়াহাটিতে
এএফসি এশিয়ান কাপ ২০২৬ ও ২০২৭ বিশ্বকাপের বাছাই পর্বে ভারতের প্রথম দুই ম্যাচের ভেন্যু ঘোষণা করল সর্বভারতীয় ফুটবল ফেডারেশন।


এএফসি এশিয়ান কাপ ২০২৬ ও ২০২৭ বিশ্বকাপের বাছাই পর্বে ভারতের প্রথম দুই ম্যাচের ভেন্যু ঘোষণা করল সর্বভারতীয় ফুটবল ফেডারেশন।
বাছাইপর্বের গ্রুপ এ-তে কাতার, কুয়েত এবং আফগানিস্তান বা মঙ্গোলিয়ার সঙ্গে রয়েছে ভারত।
২১ নভেম্বর ভুবনেশ্বরের কলিঙ্গ স্টেডিয়ামে গতবারের এশিয়ান কাপ চ্যাম্পিয়ন কাতারের বিরুদ্ধে খেলবে ভারত। তার আগে ১৬ নভেম্বর কুয়েতে অ্যাওয়ে ম্যাচ দিয়ে তাদের অভিযান হবে।
আগামী বছর আফগানিস্তান বা মঙ্গোলিয়ার বিরুদ্ধে ভারত অ্যাওয়ে ম্যাচ খেলবে ২১ মার্চ । তার পরে গুয়াহাটির ইন্দিরা গান্ধী স্টেডিয়ামে ফিরে আসবে, যেখানে তারা দ্বিতীয় লেগ খেলবে ২৬ মার্চ।
আগামী বছর ৬ জুন কুয়েতের বিরুদ্ধে ভারতের হোম লেগ কোথায় হবে, তা পরে ঘোষণা করা হবে।