দীর্ঘমেয়াদী চুক্তিতে এটিকে মোহনবাগান ফিরিয়ে আনল তাদের প্রাক্তন মিডফিল্ডার গ্লেন মার্টিন্সকে। সাড়ে তিন বছরের জন্য তারা নিয়ে এল ভারতীয় দলের এই সদস্যকে। গ্লেনের সঙ্গে চুক্তির দিনে বিদায় জানানো হল দলের আর এক মিডিও লেনি রড্রিগেজকে। সোশ্যাল মিডিয়ায় তা জানিয়েও দিল ক্লাব কর্তৃপক্ষ।

দু'বছর আগে সবুজ মেরুন জার্সিতে খেলেন গ্লেন। তাঁর পরে চলে যান এফসি গোয়ায়। এবার সেখান থেকেই তাঁকে নিয়ে এলেন দলের স্প্যানিশ কোচ হুয়ান ফেরান্দো। এ পর্যন্ত হিরো আইএসএলের তিনটি মরশুমে ৩৫টি ম্যাচ খেলেছেন গোয়া থেকে উঠে আসা এই ফুটবলার। যেহেতু দীপক টাঙরি চোট পেয়ে মরশুমের বাইরে চলে গিয়েছেন, তাই মাঝমাঠে একজন নির্ভরযোগ্য খেলোয়াড় দরকার, তাই গ্লেনকেই নিয়ে এলেন কোচ। মঙ্গলবারই অনুশীলনে নামছেন তিনি। এটিকে মোহনবাগানের পরবর্তী ম্যাচ আগামী শনিবার, ওডিশা এফসি-র বিরুদ্ধে।

অন্য দিকে, গোয়া থেকে উঠে আসা আর এক মিডিও লেনি, যিনি হিরো আইএসএলের শুরু থেকেই খেলছেন, তিনি এবার সবুজ মেরুন জার্সিতে ন'টি ম্যাচে ৪৪২ মিনিট মাঠে ছিলেন এবং একটি গোলও করেন। তবে বেশিরভাগ ম্যাচেই তাঁকে পরিবর্ত হিসেবে মাঠে নামান ফেরান্দো। পরিবর্ত হিসেবে নেমেও কার্যকরী হয়ে ওঠেন তিনি। তাই তাঁকে ছেড়ে দেওয়ার সিদ্ধান্ত কিছুটা হলেও অপ্রত্যাশিত।

চলতি মরশুমে ১৪ ম্যাচে ২৪ পয়েন্ট পেয়ে লিগ টেবলে চার নম্বরে এটিকে মোহনবাগান। চলতি মাসে দু'টি ম্যাচ খেলেছে তারা। কিন্তু কোনোটিই জিততে পারেনি। পরবর্তী ম্যাচে জয়ের ফিরতে না পারলে প্রথম দুইয়ে পৌঁছনোর দৌড়ে অনেকটা পিছিয়ে পড়বে গতবারের সেমিফাইনালিস্টরা। এই অবস্থায় গ্লেন দলকে কতটা সাহায্য করেন, সেটাই দেখার।