ভারতীয় ফুটবলের উন্নতি ফিফার কাছে বেশ আকর্ষণীয় চ্যালেঞ্জ: আর্সেন ওয়েঙ্গার
“সঠিকভাবে প্রতিভা খুঁজে বের করার জন্য সারা দেশে অন্তত ৪০টি অ্যাকাডেমি স্থাপন করা দরকার। এর সমাধান সূত্র বের করার জন্য সকলের সাহায্য চাই। রাজ্যগুলি থেকে শুরু করে ফেডারেশন এবং ফুটবলের জন্য উৎসাহী স্পনসরদের”।
ভারতীয় ফুটবলের উন্নতির জন্য সঠিক সময়ে প্রতিভা খুঁজে বের করা ও একেবারে কম বয়স থেকে তাদের সঠিক প্রশিক্ষণ দেওয়া খুবই জরুরি বলে মনে করেন ফিফা গ্লোবাল ফুটবল ডেভলপমেন্টের প্রধান আর্সেন ওয়েঙ্গার।
বুধবার মুম্বইয়ে সর্বভারতীয় ফুটবল ফেডারেশনের সভাপতি কল্যাণ চৌবের সঙ্গে এক সাংবাদিক বৈঠকে এসে ওয়েঙ্গার এই পরামর্শ দেন। তিনি এও জানান যে, বিশ্ব ফুটবলের নিয়ামক সংস্থা ফিফার কাছে ভারতীয় ফুটবলের উন্নতি একটি গুরুত্বপূর্ণ লক্ষ্য এবং এর জন্য ভারতীয় ফুটবলে দায়িত্বপ্রাপ্ত সমস্ত ব্যক্তি ও সংস্থার সঙ্গে আলোচনায় বসে এর সমাধানসূত্র খুঁজে বের করতে চান তিনি।
ভুবনেশ্বরের ওডিশা ফুটবল অ্যাকাডেমিতে ফিফা-এআইএফএফ ট্যালেন্ট অ্যাকাডেমি স্থাপনের মউ স্বাক্ষরিত হয়েছে মঙ্গলবার। ফিফার পক্ষ থেকে এই মউ-এ স্বাক্ষর করেন আর্সেনালের প্রাক্তন কোচ আর্সেন ওয়েঙ্গার। বুধবার সাংবাদিকদের তিনি বলেন, “আমাদের বিশ্বাস, দেশের সেরা প্রতিভাদের মুখোমুখি হওয়া প্রয়োজন। ফুটবল তখনই ভাল করে শেখা যায়, যখন কেউ ভাল ভাল খেলোয়াড়দের বিরুদ্ধে খেলতে নামে। আমরা সেরা প্রতিভাদের খুঁজে বার করতে চাই এবং তাদের সেরা প্রশিক্ষণ ও ভাল মানের প্রতিযোগিতার মধ্যে ফেলতে চাই। সব শেষে তাদের সেরা দলগুলির হয়ে খেলার সুযোগ করে দিতে চাই”।
সর্বভারতীয় ফুটবল ফেডারেশনের সভাপতি কল্যাণ চৌবে মনে করেন, ভারতীয় ফুটবলের উন্নতির জন্য ফেডারেশন ও আইএসএলের সম্পর্ক যথেষ্ট ফলপ্রসূ হয়েছে এবং দেশের ফুটবলের সঙ্গে যুক্ত অন্য সমস্ত সংস্থা ও ব্যক্তিদের একই সঙ্গে এগিয়ে চলার জন্য উৎসাহিত করেন, যাতে কয়েক বছরের মধ্যে ভারতীয় ফুটবল বেশ কয়েক ধাপ ওপরে উঠে যায় এবং এই প্রকল্পের জন্য এই প্রকল্পে ফিফার সঙ্গে ফেডারেশনের গাঁটছড়া বাঁধার জন্য গর্বিত হতে পারে সবাই।
তিনি বলেন, “ইন্ডিয়ান সুপার লিগ, ক্লাব কর্তৃপক্ষগুলি এবং দেশের ফুটবলের সঙ্গে জড়িত সমস্ত ব্যক্তি ও সংস্থার সঙ্গে ভাল সম্পর্ক বজায় রেখে চলেছে সর্বভারতীয় ফুটবল ফেডারেশন। আমরা সবাই ভারতীয় ফুটবলের উন্নতির জন্য কাজ করছি। ফেডারেশন সকলকে একই লক্ষ্যে এগোনোর অনুরোধ করছে। আশা করি, সংশ্লিষ্ট সবার সাহায্য ও সমর্থন নিয়ে একদিন আমরা এই প্রকল্প শুরু করার জন্য গর্বিত বোধ করব”।
আর্সেন ওয়েঙ্গার সকলকে এক সঙ্গে কাজ করার অনুরোধ জানিয়ে বলেন, “এই কাজটা আমাদের একসঙ্গে করতে হবে। আমরা এখানে সাহায্য করার জন্য এসেছি। আমাদের কিছু চাই না। সারা বিশ্বের বিভিন্ন দেশ থেকে আমরা যা যা শিখেছি, তার সবটাই আমরা এখানে দিতে চাই। বিশ্বের সেরা ফুটবলখেলিয়ে দেশগুলির এক শতাংশে শিক্ষা ব্যবস্থা যথেষ্ট উন্নত। শিক্ষার মান ও ফুটবলের উন্নতির মধ্যে কিন্তু একটা গভীর সম্পর্ক রয়েছে”।
ওয়েঙ্গার চান, ভারতের মতো বিশাল দেশে অন্তত ৪০টি ডেভলপমেন্ট অ্যাকাডেমি গড়ে উঠুক। এর সমাধান সূত্র বের করতে তিনি সংশ্লিষ্ট সমস্ত পক্ষের সঙ্গে আলোচনায় বসতে চান। তাঁর ধারণা, আলোচনা করলে সমাধান সূত্র বেরিয়ে আসা সম্ভব।
তিনি বলেন, “গত তিন দিনে আমাদের মধ্যে অনেক কথাবার্তা হয়েছে। দু’পক্ষের কাছ থেকেই অনেক প্রতিশ্রুতি পাওয়া গিয়েছে। সঠিকভাবে প্রতিভা খুঁজে বের করার জন্য সারা দেশে অন্তত ৪০টি অ্যাকাডেমি স্থাপন করা দরকার। এর সমাধান সূত্র বের করার জন্য সকলের সাহায্য চাই। রাজ্যগুলি থেকে শুরু করে ফেডারেশন এবং ফুটবলের জন্য উৎসাহী স্পনসর সকলেরই। কাজটা সোজা নয়। কিন্তু একই সঙ্গে আমাদের কাছে এই কাজটা কিন্তু বেশ আকর্ষণীয়”।













