তিন বিদেশী-সহ পাঁচ ফুটবলারকে বিদায় ইস্টবেঙ্গল এফসি-র
তিন বিদেশী ভাসকেজ, ব্রাউন ও প্যানটিচ এ বছর জানুয়ারির দলবদলে ইস্টবেঙ্গলে যোগ দেন। তবে সেভাবে নজর কাড়তে পারেননি।

গত মরশুমের দল থেকে পাঁচজন ফুটবলারকে ছেড়ে দিল ইস্টবেঙ্গল এফসি। ক্লাবের সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে জানানো হয়েছে অভিজ্ঞ ফুটবলার মন্দার রাও দেশাই, তরুণ অজয় ছেত্রী ও তিন বিদেশী ভিক্টর ভাসকেজ, ফেলিসিও ব্রাউন ও আলেকজান্দার প্যানটিচকে অব্যহতি দেওয়া হল।
Dear Mandar, Felicio, Victor, Aleks and Ajay - We thank you for your services to the club and wish you the best for the future! ❤️💛#EmamiEastBengal pic.twitter.com/0hrt25cSxm
— East Bengal FC (@eastbengal_fc) June 8, 2024
গত মরশুমের আগে মুম্বই সিটি এফসি ছেড়ে ইস্টবেঙ্গলে যোগ দিয়েছিলেন ডিফেন্ডার মন্দার রাও দেশাই। ১৭টি ম্যাচ খেলে পাঁচটিতে ক্লিন শিট রাখেন তিনি। অজয় ছেত্রীকে বেঙ্গালুরু এফসি থেকে লোনে নিয়ে এসেছিল লাল-হলুদ বাহিনী। ন’টি ম্যাচ খেলেন তিনি। কলকাতা ডার্বিতে একটি গোলও করেন।
তিন বিদেশী ভাসকেজ, ব্রাউন ও প্যানটিচ এ বছর জানুয়ারির দলবদলে ইস্টবেঙ্গলে যোগ দেন। তবে সেভাবে নজর কাড়তে পারেননি। ১১টি ম্যাচ খেলে একটিমাত্র গোল করেন ফরোয়ার্ড ব্রাউন। বার্সেলোনা এফসি-র প্রাক্তন খেলোয়াড় ভাসকেজ দশটি ম্যাচ খেলে একটিমাত্র অ্যাসিস্ট করেন। সেন্টার ব্যাক প্যানটিচ আটটি ম্যাচে খেলেন ও একটি ম্যাচে ক্লিন শিট রাখতে সমর্থ হন।
গত মরশুমে আইএসএলে নয় নম্বরে থেকে লিগ শেষ করে ইস্টবেঙ্গল এফসি। প্লে-অফেরর দোরগোড়ায় পৌঁছেও তারা শেষ পর্যন্ত পরপর ব্যর্থতার ফলে নয়ে নেমে যায়। তবে মরশুমের অন্য দুই টুর্নামেন্টে ভাল ফল করে। কলিঙ্গ সুপার কাপে চ্যাম্পিয়ন হয় তারা এবং ডুরান্ড কাপে রানার্স-আপ হয়। সম্প্রতি আগামী মরশুমের জন্য আরও ভাল দল গড়বেন বলে সমর্থকদের আশ্বাস দিয়েছেন তাদের স্প্যানিশ কোচ কার্লস কুয়াদ্রাত।