চলতি ডুরান্ড কাপের গ্রুপ ‘এ’ থেকে কারা এক নম্বর দল হিসেবে কোয়ার্টার ফাইনালে উঠবে, তার ফয়সালা হয়ে যেতে পারে বুধবার কলকাতায় ইস্টবেঙ্গল এফসি বনাম নামধারি এফসি ম্যাচে। সঙ্গে দেখা যাবে স্পেন ও আর্জেন্টিনার ফুটবল মস্তিষ্কের যুদ্ধও।

পাঞ্জাবের নামধারি এফসি তাদের আর্জেন্টাইন কোচ ফার্নান্দো কাপোবিয়াঙ্কোর তত্ত্বাবধানে এ পর্যন্ত বেশ ভাল পারফরম্যান্স দেখিয়েছে। দুই ম্যাচে ছয় গোল করে ছয় পয়েন্ট নিয়ে তারাই এখন গ্রুপ শীর্ষে। গ্রুপের অপর দুই দল এয়ার ফোর্স এফটি-কে ৪-২ ও বেঙ্গালুরুর সাউথ ইউনাইটেড এফসি-কে ২-০-য় হারানোর পর এ বার গ্রুপের সবচেয়ে কঠিন দলের মুখোমুখি তারা।

অন্যদিকে, সাউথ ইউনাইটেডকে ৫-০-য় হারিয়ে ইস্টবেঙ্গল রয়েছে দ্বিতীয় স্থানে। অর্থাৎ, আত্মবিশ্বাসের দিক থেকে দুই দলই বেশ ভাল জায়গায়। তাই বুধবার দুই আক্রমণাত্মক ও আত্মবিশ্বাসী দলের মধ্যে আকর্ষণীয় ম্যাচ দেখার আশা করা যেতেই পারে।

চলতি ডুরান্ড কাপের প্রথম ম্যাচের ১২ দিন পর দ্বিতীয় ম্যাচ খেলতে নামছে ইস্টবেঙ্গল। এই কয়েক দিনে যথেষ্ট ভাল প্রস্তুতি সেরে নিয়েছেন লাল-হলুদ শিবিরের ফুটবলাররা। বেঙ্গালুরুর সাউথ ইউনাইটেড এফসি-কে ৫-০-য় হারাল তারা। এই ব্যবধান আরও বাড়তে পারত। তবে একাধিক গোলের সুযোগ অল্পের জন্য হাতছাড়া হওয়ায় তা হয়নি। এই কয়েক দিনে এই গোলের সুযোগ হাতছাড়া করার সমস্যার সমাধান তারা করতে পেরেছে কি না, তা বোঝা যাবে বুধবার।

প্রথম ম্যাচের প্রথমার্ধেই দু’গোলে এগিয়ে যায় কলকাতার দল। বিরতিতে ২-০-য় এগিয়ে থেকেই সাজঘরে যায় তারা। দ্বিতীয়ার্ধে নির্ধারিত সময়ের শেষ দশ মিনিটের মধ্যে বাকি তিনটি গোল করে ম্যাচ শেষ করে তারা। সে দিন ১২ মিনিটের মাথায় প্রথম গোল করে দলকে এগিয়ে দেন ডিফেন্ডার লালচুঙনুঙ্গা। ৩৮ মিনিটের মাথায় পেনাল্টি থেকে গোল করে ব্যবধান বাড়ান স্প্যানিশ মিডফিল্ডার সউল ক্রেসপো। ম্যাচের শেষ দিকে ৮০ মিনিটের মাথায় উইঙ্গার বিপিন সিং, ৮৮ মিনিটে গ্রিক ফরোয়ার্ড দিমিত্রিয়স দিয়ামান্তাকস ও শেষ মিনিটে নাওরেম মহেশ সিং গোল করেন।

গত মরশুমের দলে থাকা ফরোয়ার্ড দিমিত্রিয়স দিয়ামান্তাকসকে এ বারও ডুরান্ড কাপে ইস্টবেঙ্গলের জার্সি গায়েই দেখা যাচ্ছে। মিডফিল্ডার সউল ক্রেসপোও রয়েছেন দলে। এ ছাড়া এ বার তাদের দলে এসেছেন তিন বিদেশি ব্রাজিলীয় মিডফিল্ডার মিগুয়েল ফিগেরা, আর্জেন্টাইন ডিফেন্ডার কেভিন সিবিল ও প্যালেস্টাইনের মিডফিল্ডার মহম্মদ রশিদ। এই পাঁচ বিদেশিই ডুরান্ড কাপের স্কোয়াডে রয়েছেন।

প্রয়োজনীয় কাগজপত্র আসতে না পারায় প্রথম ম্যাচে খেলতে পারেননি ফিগেরা ও সিবিল। এই ম্যাচে তাঁরা মাঠে নামতে পারেন। নামধারির মতো আক্রমণাত্মক দলকে আটকাতে তাদের রক্ষণও শক্তপোক্ত হওয়া প্রয়োজন। কেভিন সিবিলকে শুরু থেকেই সেই রক্ষণে দেখা যাবে কি না, সেটাই প্রশ্ন।

টুর্নামেন্টের নিয়ম অনুযায়ী চারজনের বেশি বিদেশি একসঙ্গে মাঠে থাকতে পারবেন না। তাই আক্রমণে দিমি ও মাঝমাঠে ক্রেসপো ও ফিগেরা বা রশিদকে প্রথম এগারোয় রাখতে পারেন লাল-হলুদ বাহিনীর স্প্যানিশ কোচ অস্কার ব্রুজোন।

তবে এই দলের ভারতীয়রাও তাঁর বড় ভরসা। উইঙ্গার বিপিন, ফরোয়ার্ড ডেভিড লালনসাঙ্গা, রক্ষণে আনোয়ার আলি, লালচুঙনুঙ্গা, মহম্মদ রকিপ, মার্তন্ড রায়না, মাঝমাঠে নাওরেম মহেশ সিং, এডমন্ড লালরিন্ডিকা-দের নির্দিষ্ট দায়িত্ব দিয়েই নিশ্চয়ই মাঠে নামাবেন ব্রুজোন। পিভি বিষ্ণুর চোট, তাই উইনিং কম্বিনেশন বজায় রাখতে পারবেন না ইস্টবেঙ্গল কোচ। তবে একজন বিদেশি আক্রমণাত্মক খেলোয়াড়কে নামিয়ে দলের শক্তি বাড়াবেন কি না, সেটাই দেখার।

ব্রাজিলীয় ফরোয়ার্ড ক্লেডসন দা সিলভা ও ঘানার ডিফেন্ডার লামিনে মোরো নামধারি এফসি-র দুই নির্ভরযোগ্য সদস্য। গত দুই ম্যাচেই গোল করেছেন ক্লেডসন। তাঁকে সামলানো লাল-হলুদ ডিফেন্ডারদের অন্যতম প্রধান কাজ হতে চলেছে। এ ছাড়াও গোলদাতা ভুপিন্দর সিং, অমনদীপ সিং, ধরমপ্রীত সিং ও সেইলেমথাঙ লোতজেরা গতবারের কোয়ার্টার ফাইনালিস্টদের বিরুদ্ধে আত্মবিশ্বাসী হয়েই নামবেন, এমনই ধরে নেওয়া যায়।

গ্রুপের যা অবস্থা, তাতে এই ম্যাচে জিততে পারলে শেষ আটে জায়গা পাকা করে ফেলবে নামধারি। ইস্টবেঙ্গল জিতলে তারাও নক আউটে উঠে পড়বে। তবে ড্র হলে পাঞ্জাবের দলই এগিয়ে যাবে। যদিও তখনও শেষ ম্যাচ (এয়ার ফোর্স) জিতে শেষ আটে ওঠার রাস্তা খোলা থাকবে লাল-হলুদ বাহিনীর সামনে। তাই বুধবার দুই দলই জিতে নক-আউট যাত্রা নিশ্চিত করার লক্ষ্য নিয়েই মাঠে নামবে।

ম্যাচ: ইস্টবেঙ্গল এফসি বনাম নামধারি এফসি

ভেনু: বিবেকানন্দ যুবভারতী ক্রীড়াঙ্গন, কলকাতা

তারিখ: ৬ অগাস্ট, ২০২৫

কিক-অফ: সন্ধ্যা ৭টা

সম্প্রচার: সোনি স্পোর্টস

লাইভ স্ট্রিমিং: SonyLIV