ক্লেটন সিলভা গোল করেছেন আর ইস্টবেঙ্গল হেরে গিয়েছে, এমন কখনও হয়েছে?

প্রশ্নটা শুনে যে কোনও লাল-হলুদ সমর্থক ঘাবড়ে যেতে পারেন। মাথা চুলকে ভাবতে পারেন, সত্যিই তো, এমন হয়েছে কখনও?

হয়নি তা নয়। ক্লেটন গোল করেছেন এবং ইস্টবেঙ্গলও হেরেছে, এমন হয়েছে ঠিকই। কিন্তু সবচেয়ে উল্লেখযোগ্য পরিসংখ্যান হল, গত আইএসএলের শুরু থেকে চলতি আইএসএলে তাদের দ্বিতীয় ম্যাচ পর্যন্ত ক্লেটনের গোল ইস্টবেঙ্গলকে মোট ১৩ পয়েন্ট এনে দিয়েছে। আইএসএল-এ অন্য কোনও দলের কোনও ফুটবলারই গোল করে নিজের দলকে এত পয়েন্ট এনে দিতে পারেনি। এ রকম একটা তালিকা তৈরি করলে সবার ওপরে থাকবেন ক্লেটন সিলভাই।

শনিবার রাতে ব্রাজিলীয় তারকার জোড়া গোলে হায়দরাবাদ এফসি-র বিরুদ্ধে ম্যাচ জিতে নেয় ইস্টবেঙ্গল এফসি। আট মিনিটের মাথায় হীতেশ শর্মার গোলে হায়দরাবাদ এগিয়ে যাওয়ার দু’মিনিটের মধ্যে ক্লেটন তাঁর প্রথম গোল করে সমতা আনেন। ম্যাচের প্রায় শেষ পর্যন্ত ১-১ অবস্থাই ছিল। কিন্তু ম্যাচের শেষে বাড়তি সময়ে প্রতিপক্ষের বক্সের সামনে থেকে নেওয়া ফ্রি কিক সোজা জালে জড়িয়ে দেন ক্লেটন।

আইএসএলে এই প্রথম হায়দরাবাদের বিরুদ্ধে জয় পেল ইস্টবেঙ্গল এবং তা সম্ভব হল ক্লেটনের জোড়া গোলের জন্যই। ক্লেটন এ ভাবে দলকে আজ পর্যন্ত মোট ১৩ পয়েন্ট এনে দিয়েছেন, যা সর্বোচ্চ। আর কোনও ফুটবলার আইএসএলের কোনও দলকে গোল করে এত পয়েন্ট এনে দিতে পারেনি। ক্লেটনের ১৪টি গোল ইস্টবেঙ্গলকে ১৩ পয়েন্ট এনে দিয়েছে।

এই তালিকায় ক্লেটনের পরেই রয়েছেন মোহনবাগান সুপার জায়ান্টের দিমিত্রিয়স পেট্রাটস। তিনি মোট ১৩টি গোল করে সবুজ-মেরুন বাহিনীকে দশ পয়েন্ট এনে দিয়েছেন। এ সবই গত মরশুম ও এই মরশুম মিলিয়ে তৈরি পরিসংখ্যান। পেট্রাটসের পরে বা বলতে পারেন সঙ্গেই রয়েছেন লালিয়ানজুয়ালা ছাঙতে, যিনি আইএসএলে দশ গোল করে তাঁর দল মুম্বই সিটি এফসি-কে ১০ পয়েন্ট এনে দিয়েছেন।

গত মরশুমে ব্রাজিলীয় ফরোয়ার্ড নর্থইস্ট ইউনাইটেড এফসি (দুই ম্যাচেই), বেঙ্গালুরু এফসি (দুই ম্যাচেই), জামশেদপুর এফসি, কেরালা ব্লাস্টার্স এবং মুম্বই সিটি এফসি-র বিরুদ্ধে গোল করে পয়েন্ট এনে দেন। আর এই মরশুমে হায়দরাবাদের বিরুদ্ধেও পুরো পয়েন্ট আনলেন তিনি। গতবার শুধু এফসি গোয়া, ওডিশা এফসি, জামশেদপুর এফসি-র বিরুদ্ধে ম্যাচে তিনি গোল করলেও ইস্টবেঙ্গল কোনও পয়েন্ট অর্জন করতে পারেনি।

তা ছাড়া ক্লেটন সিলভা জোড়া গোল করেছেন এবং ইস্টবেঙ্গল হেরেছে, এমনও কোনও দিন হয়নি। তাঁর জোড়া গোলে ইস্টবেঙ্গল পাঁচবার জিতেছে ও একবার ড্র করেছে। গতকাল যেমন জোড়া গোল করে দলকে জেতান তিনি। এ রকম গত মরশুমে হয়েছে তিনবার। তাঁর জোড়া গোলে লাল-হলুদ বাহিনী জেতে জামশেদপুরে ও ঘরের মাঠে বেঙ্গালুরুর বিরুদ্ধে। কিন্তু ঘরের মাঠে নর্থইস্টের বিরুদ্ধে তিনি দু’গোল করলেও ম্যাচ ৩-৩-এ ড্র হয়।

এ বার মরশুম শুরুর আগে তিনি সবচেয়ে দেরি করে দলের প্রাক মরশুম শিবিরে যোগ দেন। ফলে চেনা ছন্দে ফিরতে একটু বেশি সময়ই নিলেন। এর আগে পাঁচটি ম্যাচে ১৩৬ মিনিটের জন্য তাঁকে মাঠে নামান কোচ কার্লস কুয়াদ্রাত। একটিও গোল করতে পারেননি ক্লেটন।

আইএসএলের অন্য সব দলের (নবাগত পাঞ্জাব এফসি ছাড়া) বিরুদ্ধে গোল পেলেও ক্লেটন এতদিন হায়দরাবাদ এফসি-র বিরুদ্ধে কোনও গোল পাননি। শনিবারের ম্যাচেই নিজামের শহরের দলের বিরুদ্ধে প্রথম গোল পেলেন তিনি। এখন শুধু পাঞ্জাব এফসি-র বিরুদ্ধে গোল পাওয়াই বাকি আছে তাঁর।