এক ম্যাচ আগেই প্লে-অফে যাওয়ার লড়াই থেকে ছিটকে গেছে দল। স্বাভাবিকভাবেই ভীষণ হতাশ এটিকে কোচ স্টিভ কপেল। এবং হার এবং ব্যর্থতার সব দায় কোচ হিসাবে নিজের কাঁধেই নিলেন স্টিভ তিনি। তবে দলে চোট আঘাতের সমস্যা যে তাঁর পরিকল্পনায় ব্যাঘাত ঘটিয়েছে সে কথা জানাতে ভোলেননি।

এই আইএসএল থেকে এটিকের প্রাপ্য কী?  কোচের মতে, এই ম্যাচ এবং গোটা আইএসএলের অভিজ্ঞতা থেকে নেওয়া শিক্ষা পরের মরশুমে কাজে লাগবে ছেলেদের। কারণ এরকম কঠিন স্টেজ থেকেই আসল শিক্ষাটা পাওয়া যায়।

এবার কি কোচের পদ থেকে সরে দাঁড়াবেন? সটান না বলে দিলেন এটিকে কোচ। না এখনই সরছেন না। জানিয়ে দিলেন। এবং সেই সঙ্গে তিনি বলেন, এখনও আরও একটা ম্যাচ বাকি। শেষটা ভাল করতে চান। তাছাড়া সামনে সুপার কাপও আছে। সেখানেও ভাল কিছু করে দেখানোর সুযোগ আছে।

সুপার কাপে কি নতুন কিছু দেখা যাবে? কপেল জানালেন, দল কার্যকরী ফুটবল খেলার চেষ্টা করবে। তবে তার আগে দলের কম্বিনেশন গড়ে তুলতে হবে। দেখতে হবে চোট আঘাতের সমস্যার কথা। কে কেমন জায়গায় থাকে তার ওপরেই সব পরিকল্পনা নির্ভর করছে।