লম্বা মরশুম আর দীর্ঘ লড়াইয়ের ধাপ পেরিয়ে এসে এবারের আইএসএলের সবথেকে গুরুত্বপূর্ণ ম্যাচটা হতে চলেছে রবিবার। ব্যাঙ্গালোরের শ্রী কান্তিরাভা স্টেডিয়ামে হতে চলেছে ধুন্ধুমার ফাইনাল। মুখোমুখি বেঙ্গালুরু এফসি এবং এফসি গোয়া।

ডিসেম্বর পর্যন্ত লিগের সেরা টিম ছিল বেঙ্গালুরু এফসি। পারফরম্যান্সের বিচারে এ কথা বলাই যায়। কিন্তু জানুয়ারির শুরু থেকে পাঁচ ম্যাচে মাত্র একটা ম্যাচে জয় পায় তারা। পয়েন্ট খুইয়েছে চেন্নাইয়ান এফসি, কেরালা ব্লাস্টার্স এবং দিল্লি ডায়নামোসের বিরুদ্ধে। সবমিলিয়ে বলা যায়, শুরুর সময়ের আত্মবিশ্বাসে অনেকটাই ঘাটতি পড়েছে।

যদিও চোট সারিয়ে মিকুর ম্যাচে ফেরা এবং সেইসঙ্গে গোলে ফেরা দলের আত্মবিশ্বাস বাড়াবে কোনও সন্দেহ নেই। তরতাজা সুনীলকে পেতে দিল্লি ডায়নামোসের বিরুদ্ধে তাঁকে বিশ্রাম দিয়েছিলেন কোচ কোয়াদ্রাত। মিকু-সুনীল জুটি যে কোনও সময় ম্যাচে পার্থক্য গড়ে দেওয়ার ক্ষমতা রাখেন।

এফসি গোয়ার কথা বললে বলতেই হয় যে প্রতি ম্যাচে দারুণ উন্নতি করে চলেছে। শেষ পাঁচ ম্যাচে তিন তিনটি জয় ছিনিয়ে নিয়েছে তারা। এই মুহূর্তে তাঁদের আত্মবিশ্বাসও তুঙ্গে।

তাই বলা যায় ফাইনালে ধারেভারে একটু হলেও এগিয়ে এফসি গোয়া। তবে বেঙ্গালুরু খেলবে ঘরের মাঠে। সমর্থকদের চিৎকারে বাড়তি উজ্জীবিত হতেই পারেন সুনীল, মিকুরা।