প্রিমিয়ার লিগ নেক্সট জেন কাপ: স্টেলেনবশের কাছে জোড়া গোলে হার এটিকে মোহনবাগানের

প্রিমিয়ার লিগ নেক্সট জেন কাপের প্রথম ম্যাচে ড্র করার পরে দ্বিতীয় ম্যাচে গতবারের চ্যাম্পিয়নদের কাছে হেরে গেল এটিকে মোহনবাগান। শনিবার দক্ষিণ আফ্রিকার স্টেলেনবশ এফসি তাদের ২-০-য় হারাল। এই নিয়ে এটি তাদের টানা দ্বিতীয় জয়। অন্য দিকে, এটিকে মোহনবাগানের যুব দল টানা দ্বিতীয় ম্যাচে জয়হীন থাকল।

শনিবার রাতে নভি মুম্বইয়ের রিলায়্যান্স কর্পোরেট পার্কে ম্যাচের প্রথম ২০ মিনিটে দুই দলই প্রায় সমানে সমানে লড়াই করে। কলকাতার দল নিজেদের দূর্গ রক্ষার কাজও করে যথেষ্ট সতর্কতার সঙ্গে। প্রায়ই আক্রমণেও ওঠে তারা। স্টেলেনবশের মাঝমাঠে একাধিকবার চিড় ধরায় তারা। তবে প্রয়োজনের সময় ফাইনাল থার্ডে খেলোয়াড়ের সংখ্যা বাড়াতে না পারায় তাদের আক্রমণ সে ভাবে দানা বাঁধতে পারেনি।

অবশেষে ২৬ মিনিটের মাথায় কর্নার থেকে গোলের সুবর্ণ সুযোগ পেয়ে যান রয় কিন অ্যাভনটুক এবং তিনি তিনি সোজা গোলে শট নিলেও তা প্রতিপক্ষের এক খেলোয়াড় গায়ে লেগে গতিপথ বদলে ফেলে। কিন্তু গোলের সামনে থাকা আজোলা জাকালাশে এক ছোট্ট টোকায় সেই বল জালে জড়িয়ে দেন।

দ্বিতীয়ার্ধে লালরিনলিয়ানা হ্নামতেকে সমতা আনার জন্য যথেষ্ট তৎপর হতে দেখা যায়। কিন্তু তাঁকে যোগ্য সঙ্গ দেওয়ার মতো সে ভাবে কাউকে পাওয়া যায়নি। ফলে তাদের একাধিক গোলের চেষ্টা ব্যর্থ হয়। তবে স্টেলেনবশের ব্যবধান বাড়ানোর চেষ্টা অব্যহত ছিল এবং তারা সেই চেষ্টায় সফলও হয়।

মাঝমাঠ থেকে রয় কিন-কে লম্বা গোলের বল বাড়ান পরিবর্ত জেলিয়েন ট্রেন্ট। সেই বল পেয়ে প্রতিপক্ষের ডিফেন্ডারদের পিছনে ফেলে গোলকিপার অর্শ আনোয়ার শেখের মাথার ওপর দিয়ে চিপ করে জালে বল জড়িয়ে দেন কিন এবং দলের জয় সুনিশ্চিত করে ফেলেন।

মঙ্গলবার, ২৩ মে বিকেলে দুই আইএসএল প্রতিদ্বন্দী বেঙ্গালুরু এফসি ও এটিকে মোহনবাগানের যুবরা পরষ্পরের মুখোমুখি হবে। শনিবার এই গ্রুপের অন্য ম্যাচে ইংল্যান্ডের ওয়েস্টহ্যাম ইউনাইটেড ৪-০-য় বেঙ্গালুরু এফসি-কে হারায়।

এই টুর্নামেন্টে অংশ নিচ্ছে প্রিমিয়ার লিগ ক্লাব এভার্টন এফসি, ওয়েস্ট হ্যাম ইউনাইটেড এফসি ও উলভারহ্যাম্পটন ওয়ান্ডারার্স এফসি-র যুব দল। ভারতের চার দল এটিকে মোহনবাগান, সুদেভা দিল্লি এফসি, রিলায়্যান্স ফাউন্ডেশন ইয়ং চ্যাম্পস এবং বেঙ্গালুরু এফসি-ও অংশ নিচ্ছে। দলগুলিকে দুটি গ্রুপে ভাগ করা হয়েছে। এ গ্রুপে রয়েছে ওয়েস্ট হ্যাম, এটিকে মোহনবাগান, বেঙ্গালুরু ও স্টেলেনবশ। বি গ্রুপে আছে সুদেভা, এভার্টন, উলভারহ্যাম্পটন ও রিলায়্যান্স ফাউন্ডেশন।

Your Comments

Your Comments